কবিতা ক্যাপশন

কবিতা ক্যাপশন নিয়ে আমাদের আজকের পোস্ট । কবিতার লাইন ক্যাপশন গুলো অনেক সুন্দর ছন্দ মিলানো । তাই পড়ে অনেক ভালো লাগবে আশা করি । তাহলে আসুন দেখে নেই সেই কবিতা ক্যাপশন গুলো ।

কবিতা ক্যাপশন :

১। পাখির ডাকে ভোরের আলো, নতুন দিনের গান,
জীবন যেন সুরের সেতু, সুখের স্রোতে প্রাণ।

২। চাঁদের আলো সাগর জলে, সোনালি সে তির,
তোমার চোখের দৃষ্টিতে পাই, ভালোবাসার নীর।

৩। দিঘির জলে পদ্মফুল, ফুটে দিনের শেষে,
তোমার সাথে কাটাই বেলা, প্রেমের মধুর বেশে।

৪। মেঘলা আকাশ, বৃষ্টির ঝাপটা, ঘুমের মধ্যরাত,
মনে পড়ে তোমার মুখ, হৃদয় চায় জমাত।

৫। সাগর পারে দাড়িয়ে থাকি, দেখছি ঢেউয়ের খেলা,
তেমনি করে মন বলে, ভালোবাসি বেলা।

৬। নদীর পাড়ে বসে আছি, হাতে রেখে হাত,
তোমার সাথে কাটাই যেন, প্রহরের রাত।

৭। প্রজাপতি উড়ছে ফুলে, রঙের খেলা সারা,
তেমনি করে ভালবাসি, তোমার হাসির ধারা।

৮। নদীর জলে চাঁদের আলো, সোনালি সেই পথ,
তোমার সাথে কাটাই যেন, প্রতিটি মধুর রত।

৯। তোমাকে ঘিরে আমার সমস্ত অনুসন্ধান,
তোমার সিক্ত ভালোবাসায় করবে কি আমায় দান ?

১০। এই হৃদয়ে দাবিয়ে রেখেছি কতশত চিৎকার,
বলতে শুধু ইচ্ছে করে তুমি যেন আমার।

১১। স্বপ্ন ছুঁয়ে প্রেম খুঁজে যাই নিকষ আঁধার ঘরে,
যেমন করে পাখির ঘরেও সুখ লুটিয়ে পড়ে।

১২। একটি ছোট্ট আশা ভালবাসার জন্ম দেয়,
যেখানে একজন মানুষ অপরজনের প্রতি প্রেম উপহার দেয়।

.১৩। চলো হাতে হাত ধরে আমরা জীবনের পথটা একসাথে হতে পার করি,
সুখী হতে যতটা প্রয়োজন ততটা সুখ-দুঃখ ভাগাভাগি করি।

Read More >>  প্রপোজ করার স্ট্যাটাস

১৪। যখন দুঃখ এসে আমাকে গ্রাস করবে তোমার কোলে আমাকে ঠাঁই দিও,
আমার সমস্ত না বলা কথাগুলো ও তুমি জেনে নিও।

১৫। তুমি কি জানো তোমাকে দেখতে চাওয়ার ইচ্ছার কাছে আমি কতটা অসহায়?
কত বিনিদ্র রাত কেটে গেছে তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষায়!

১৬। এত প্রহরায় নিজেকে লুকিয়ে রেখো না,
আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছি, আমাকে ফিরিয়ে দিও না।

১৭। তোমাকে কাছে পাওয়ার অনন্তকালের অনুভূতি কখনো শেষ হবার নয়,
তুমি কাছে এলেই বুঝতে পারবে কতটা একা আমার এই হৃদয়।

১৮। তোমাকে পাওয়ার জন্য হৃদয় ভাঙ্গার ঝুঁকি নিতে আমি প্রস্তুত,
কারণ তোমার ওই ভালোবাসা যে বড়ই অদ্ভুত।

১৯। আমার ভালোবাসা পেয়ে তুমি যতই করো হাঁস ফাঁস,
তোমাকে ভালোবাসি কারণ আমি প্রেমের দাস।

২০। সৃষ্টিকর্তার কাছ থেকে তোমাকে চেয়ে নিয়েছিলাম,
প্রথম দেখাতে ই তোমার ওই চোখে নিজেকে বিলিয়ে দিয়েছিলাম।

২১। তুমি যতবার আয়নার সামনে দাঁড়াবে ততবার আমার কথা মনে পড়বে,
মনে রেখো আমাকে ততটাই কাছে পাবে যতটা ভালবাসবে।

২২। যে সম্পর্ক মন থেকে শুরু হয়েছে সেখানে অভিমান মানায় না,
তাইতো আমার এই মন তোমাকে ছেড়ে থাকতে চায় না।

২৩। তোমাকে পাওয়ার পর দুঃসময় আমাকে করেনি দখল,
তোমায় ছুঁয়ে পেলাম আমি সমস্ত মঙ্গল।

কবিতা ক্যাপশন বাংলা :

আমার প্রেমের রানী,
তোমার লাগি মন এত আনমনা,
নাই কাছে তোমার ছবি
করি যে তাই কল্পনা ।

আকাশ ভরা জ্যোৎস্না ধারা
মায়াবী চাঁদের সাথে,
জুই চামেলি ফুটেছে আজ
এমন মধুর রাতে ।
বসন্ত বাতাস খুলে দিলো প্রেমের দুয়ার,
এ সোনা ঝরানো রাত তোমার আমার ।

রাত জাগা দুটি পাখি,
জেগে আছে নীড়ে ।
মিলনের সূর বাজে
হৃদয় মাঝারে ।

Read More >>  প্রোফাইল পিক ক্যাপশন

দূর নীল নভে, জেগে আছে তাঁরা,
তুমি গেলে আমি একা হবো, হবো সাথী হারা ।

আরো আছেঃ>>> প্রোফাইল পিক ক্যাপশন

আমার বরণ মালার তুমি করো নাকো মান,
নিশি জাগি গাইবো আমি, তোমার প্রেমের গান ।

ভেঙ্গে দিও নাকো প্রিয়, আমার প্রেমের স্বপন ,
বৃথা যেন যায় না গো, এ গোধূলি লগন ।কবিতা ক্যাপশন বাংলা

তোমার লাগি আমি বসে আছি অপেক্ষায়,
ফুলমালা লয়ে হাতে, বসে আছি আশায় ।

তোমার রুপের আগুনে যে, মরছি আমি পুড়ে,
কাছে সরে এসো প্রিয়া, থেকো না আর দূরে ।

কালের স্রোতে ভেসে যাই দূর বহুদূরে,
তবুও মন পড়ে থাকে স্মৃতির জোয়ারে।

তোমার প্রেমে খুঁজে পাই ভালোবাসার আলো,
হারিয়ে যায় সবকিছু আন্ধকার কালো।

রাতের আকাশে ঝিলমিল তারার মেলা,
বয়ে যায় যত আছে স্বপ্নের ভেলা।

বাতাসে ভাসে গানের মিষ্টি সুর,
মনের মাঝে থাকো তুমি যাই যত দূর।

ফুলের মিষ্টি গন্ধে মাতাল হয়ে যায় প্রাণ,
সবুজের মাঝে মিশে থাকে জীবনের গান।

তোমার হাসিতে শুরু হয় নতুন ভোর,
এসো তুমি খোলা আছে মনের দোর ।

কবিতার লাইন ক্যাপশন :

আরো কিছু কবিতা ক্যাপশন নিচে পাবেনঃ

কতো যে তোমায় ভালোবেসেছি,
মনে হয় এতটাও কিছুই নয় ।
কেন যে ভালোবেসে, আর
যেতে চায় না হৃদয় ।

সব শুন্য মনে হয়,
যখন তুমি কাছে নাই থাকো,
আশা নিয়ে বসে থাকি শুধু,
কখন আমাকে তুমি ডাকো ।

এসেছ যখন আর যেও না চলে,
একা আমি ওগো প্রয়া,
যেও না আমারে ফেলে ।

ভালো আছি ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো ।

রাত্রির প্রদীপ সম জেগে রব বাসরে,
তুমি-আমি ছাড়া কেউ রবে না সেই আসরে ।
হাতে হাত, মুখে মুখে সেই ভাষা,
ওগো হৃদয়ের রানী এইতো মোর আশা ।

Read More >>  স্বাধীনতা নিয়ে উক্তি

যেদিন প্রথম দেখেছি আমি,
সেই দিন ভালোবেসে ফেলেছি,
স্বপ্ন চারিণী না সেই থেকে,
তোমারেই দিয়েছি ।

কাছে যদি না আসো,
প্রানের কথা বোঝাই কেমন করে ?
আমার ভালোবাসা যত,
রেখেছি তোমার তরে ।

গগনে উঠেনি রবি, উঠেনি পাখির কলতান
কাছে এসো প্রিয়তমা, শোনাবো তোমায় প্রেম গান ।

ফুটেছে মহুয়া ফুল, ভেসে আসে গন্ধ
তোমার প্রেমেতে আমি হয়েছি যে অন্ধ ।

দিয়ে আমায় উপহার, মন করলে জয়,
জানতে যদি পায় বাবা, তাই তো করছি ভয় ।

প্রেম স্বর্গের পরিজাত সেই ফুল দুটি,
ওই ফুল দুটি ঝরবে না তো, থাকবে সদাই ফুটি ।

আমায় তুমি কোন দিন, ভুলে যেও না,
আর যদি ভুলে যাও, প্রানে বাঁচব না ।

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই বাংলা দুই লাইনের ছোট ও বড় কবিতা ক্যাপশন গুলো ? আশা করি, কবিতার লাইন ক্যাপশন গুলো অনেক উপভোগ করেছেন । ক্যাপশন গুলো আমরা অনেক কষ্ট করে কালেকশন করেছি, শুধু মাত্র আপনাদের জন্য । যদি সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাইট সম্পর্কে বন্ধদের কেও জানিয়ে দিবেন । আর আমাদের সাথেই থাকবেন, আমরা আরো নতুন নতুন চমক নিয়ে আসবো প্রতিদিন । ধন্যবাদ ।

You May Also Like

About the Author:

I am Md Habibur Rahman Sohel. Like to read and write all kinds of bangla content. Mostly like bangla caption, status, poem, quotes and sms.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *