নবীন বরণ উক্তি

নবীন বরণ উক্তি ও নবীন বরণ নিয়ে ক্যাপশন এখানে পাবেন । আমরা যারা স্কুল বা কলেজে পড়ি তারা সবাই এই নবীন বরণ সম্পর্কে খুব ভালো করে অবগত । নবীন বরণ খুব ভালো একটি বিষয় । কলেজে যারা নতুন আসে তাদেরকে স্বাগত জানানোর এই প্রাচীন নিয়ম সবাই খুব উপভোগ করে । তাই আসুন আজ আমরা এই নবীন বরণ নিয়ে কিছু উক্তি পড়ে দেখি ।

নবীন বরণ উক্তি :

১. ঐ নূতনের কেতন ওড়ে, কাল বোশেখির ঝড়, তোরা সব জয়ধ্বনি কর।
— কাজী নজরুল ইসলাম।

২. এসো হে নবীন, এসো ভালোবাসার বাহুডোরে। পুষ্প ডালায় ভালোবাসা সাজানো থরে থরে, গ্রহণ করো।
— সুকুমার চক্রবর্তী।

৩. নবীনের সাথে মিলিয়া প্রবীণ গাহিব নূতনেরই গান। এসো ছায়াতলে, করিব বরণ হৃদয়ের মায়া তীরে।
— মাশরুর এনান।

৪. নবীণ, এসো হে রঙধনুর রঙ মেখে, আলোর নতুন সংকেত নিয়ে, সোনালি ডালায় বরণ করার জন্য আমরা প্রস্তুত, পদার্পণ করো।
— সংগৃহীত।

৫. এসো হে নবীন, বাজিয়ে সুরের লহরী উল্লসিত নব বীণ, আজ সুর মিলিয়ে গাইব সবে জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নব প্রাণ।
— রুনা লায়লা।নবীন বরণ উক্তি

Read More  নেশা নিয়ে উক্তি

৬. এসেছে নবীন, সাদরে বরণ করিয়া লইতে হইবে তারে, ছাড়িতে হইবে স্হান। প্রবীণের এই পালা বদলের কালে নূতন ধরিবে হাল।
— ড. শায়খ আব্দুর রশিদ।

৭. নবীণের পদচারণা, সানন্দে বরণের উল্লাস, প্রাণের উচ্ছ্বাস নেই যে উদ্যানে তা মৃত, স্হবির এক উদ্যান।
— কিশোর কায়সার।

Read more:>>> বিদায় স্ট্যাটাস

৮. হে নবীন, বরণের পুষ্প ডালার সামনে মাথাকে নত রাখতে শিখো। যত দ্রুত তুমি স্পর্ধায় মাথা তুলে দাঁড়াবে, ততটাই দ্রুত তুমি মাটিতে পতিত হবে।
— নিকুঞ্জ মাধব।

৯. যে পুরাতন, যে নতূন নবীনকে বরণ করিয়া লইতে ভয় পায়, শঙ্কিত হয়। বুঝিয়া লইবে, তাহার অর্জন ততখানি খাঁটি নয়। তাহার মধ্যে কোথাও এক মস্ত বড় ফাঁকি।
— যোগেন্দ্র শর্মা।

১০. নবীনের বরণে প্রবীণের স্নেহ আর উচ্ছ্বাস দেখিতে পাইব, জানিবে জয়রথ সেই পথ দিয়াই যাত্রা করিবে। এবং এ বিষয়ে নিশ্চিত থাকিও।
— শত্রুঘ্ন কুমার৷

নবীন বরণ অনুষ্ঠানের বক্তব্য :

১১. যে নবীন খোলা মনে প্রবীণকে আর তার অভিজ্ঞতাকে সম্মানের সাথে বরণ করিয়া নিতে পারে, বুদ্ধিমত্তায় তার চেয়ে প্রবীণ আর কেউ হতে পারে না।
— প্রসিধ কৃষ্ণা।

Read More  মন খারাপের উক্তি

১২. সময় গিয়াছে, নূতন হইয়াছে পুরাতন। দ্বার খোলো আবার, আবার আসিয়াছে নূতন, লও তাহারে বরণ করিয়া।
— রবীন্দ্রনাথ ঠাকুর।

১৩. এসো নবীন, গ্রহণ করো প্রভাতে রবির কর, প্রখর তাপ, প্রবল বর্ষণের তেজ, আলো আঁধারির খেলা। সকলকেই বরণ করিয়া লইতে হবে। দুঃখ ও আনন্দবোধের সীমারেখা দূর আকাশে ঠেলিয়া দাও।
— সংগৃহীত ।

১৪. হে নবীন, বরণের এই প্রভাতে উপদেশ এই যে কদাপি এতখানি ছোটো হইয়া যাতে পদতলে মারাইয়া যায় লোকে, আবার এতো উঁচুতেও উঠিও না যাতে প্রয়োজনে কেউ তোমাকে হাতের নাগালেই না পায়।
— অজিতেশ কুমার রায়।

১৫. হে নবীন, কখনো নতুন কিছু শিখিতে দ্বিধা করিও না। যে শিক্ষা গ্রহণ করিতে দ্বিধা করে, সে কদাপি কিছু শিখিতে পারে না।
— রুদ্র মুহম্মদ।

১৬. নবীনের বরণের আনন্দ, উচ্ছ্বাসের সুর, প্রাণের প্রসন্নতা সকলে দেখিতে পায়। কিন্তু সেই একই দ্বার প্রস্তুত হয় ঋদ্ধ, বিষণ্ণ প্রবীণদের বিদায় জানাতে।
— জিনাত মাহমুদ।

১৭. হে নবীন, বাহির হও গুহা থেকে, আঁধার থেকে। টগবগে তীব্র রক্ত তোমার, প্রবল তেজ। যা কিছু ভালোর শুরু তোমার হাত ধরে, জাতির যা কিছু মহানের যাত্রা সেই তোমারই পথ পানে চেয়ে। তবে কেন ঢাকো নিজেকে অন্ধকারে?
— সংগৃহীত।

Read More  গভীর রাতের স্ট্যাটাস

শেষ কিছু কথা :

প্রিয় বন্ধুরা, নবীন বরণ নিয়ে আমাদের এই উক্তি ও স্ট্যাটাস গুলো আপনাদের কাছে কেমন লেগেছে । তা নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন । আমরা এখানে চেষ্টা করেছি নবীন বরণ নিয়ে প্রায় সব কিছু দিতে । আমাদের এই সাইট সব সময় নতুন নতুন টপিকস নিয়ে আলোচনা করা হয়, তাই আমাদের সাথেই থাকুন । আর আমাদের সাইট বন্ধুদের সাথেও শেয়ার করুন । ভালো লাগলে আমাদের লিখা নিচে পোস্ট গুলোও পড়ে দেখতে পারেন । ধন্যবাদ আমাদের এই লিখা পড়ার জন্য ।

About the Author:

Habibur Rahman is an expert writer about Bangla poems, romantic stories, captions, status and quotes. He is writing about all romantic and motivational quotes, poems, captions, and status messages from the past 12 years. He has completed honors and master's degrees in literature from Dhaka University.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *