নবীন বরণ উক্তি ও নবীন বরণ নিয়ে ক্যাপশন এখানে পাবেন । আমরা যারা স্কুল বা কলেজে পড়ি তারা সবাই এই নবীন বরণ সম্পর্কে খুব ভালো করে অবগত । নবীন বরণ খুব ভালো একটি বিষয় । কলেজে যারা নতুন আসে তাদেরকে স্বাগত জানানোর এই প্রাচীন নিয়ম সবাই খুব উপভোগ করে । তাই আসুন আজ আমরা এই নবীন বরণ নিয়ে কিছু উক্তি পড়ে দেখি ।
নবীন বরণ উক্তি :
১. ঐ নূতনের কেতন ওড়ে, কাল বোশেখির ঝড়, তোরা সব জয়ধ্বনি কর।
— কাজী নজরুল ইসলাম।
২. এসো হে নবীন, এসো ভালোবাসার বাহুডোরে। পুষ্প ডালায় ভালোবাসা সাজানো থরে থরে, গ্রহণ করো।
— সুকুমার চক্রবর্তী।
৩. নবীনের সাথে মিলিয়া প্রবীণ গাহিব নূতনেরই গান। এসো ছায়াতলে, করিব বরণ হৃদয়ের মায়া তীরে।
— মাশরুর এনান।
৪. নবীণ, এসো হে রঙধনুর রঙ মেখে, আলোর নতুন সংকেত নিয়ে, সোনালি ডালায় বরণ করার জন্য আমরা প্রস্তুত, পদার্পণ করো।
— সংগৃহীত।
৫. এসো হে নবীন, বাজিয়ে সুরের লহরী উল্লসিত নব বীণ, আজ সুর মিলিয়ে গাইব সবে জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নব প্রাণ।
— রুনা লায়লা।
৬. এসেছে নবীন, সাদরে বরণ করিয়া লইতে হইবে তারে, ছাড়িতে হইবে স্হান। প্রবীণের এই পালা বদলের কালে নূতন ধরিবে হাল।
— ড. শায়খ আব্দুর রশিদ।
৭. নবীণের পদচারণা, সানন্দে বরণের উল্লাস, প্রাণের উচ্ছ্বাস নেই যে উদ্যানে তা মৃত, স্হবির এক উদ্যান।
— কিশোর কায়সার।
Read more:>>> বিদায় স্ট্যাটাস
৮. হে নবীন, বরণের পুষ্প ডালার সামনে মাথাকে নত রাখতে শিখো। যত দ্রুত তুমি স্পর্ধায় মাথা তুলে দাঁড়াবে, ততটাই দ্রুত তুমি মাটিতে পতিত হবে।
— নিকুঞ্জ মাধব।
৯. যে পুরাতন, যে নতূন নবীনকে বরণ করিয়া লইতে ভয় পায়, শঙ্কিত হয়। বুঝিয়া লইবে, তাহার অর্জন ততখানি খাঁটি নয়। তাহার মধ্যে কোথাও এক মস্ত বড় ফাঁকি।
— যোগেন্দ্র শর্মা।
১০. নবীনের বরণে প্রবীণের স্নেহ আর উচ্ছ্বাস দেখিতে পাইব, জানিবে জয়রথ সেই পথ দিয়াই যাত্রা করিবে। এবং এ বিষয়ে নিশ্চিত থাকিও।
— শত্রুঘ্ন কুমার৷
১১. যে নবীন খোলা মনে প্রবীণকে আর তার অভিজ্ঞতাকে সম্মানের সাথে বরণ করিয়া নিতে পারে, বুদ্ধিমত্তায় তার চেয়ে প্রবীণ আর কেউ হতে পারে না।
— প্রসিধ কৃষ্ণা।
১২. সময় গিয়াছে, নূতন হইয়াছে পুরাতন। দ্বার খোলো আবার, আবার আসিয়াছে নূতন, লও তাহারে বরণ করিয়া।
— রবীন্দ্রনাথ ঠাকুর।
১৩. এসো নবীন, গ্রহণ করো প্রভাতে রবির কর, প্রখর তাপ, প্রবল বর্ষণের তেজ, আলো আঁধারির খেলা। সকলকেই বরণ করিয়া লইতে হবে। দুঃখ ও আনন্দবোধের সীমারেখা দূর আকাশে ঠেলিয়া দাও।
— সংগৃহীত ।
১৪. হে নবীন, বরণের এই প্রভাতে উপদেশ এই যে কদাপি এতখানি ছোটো হইয়া যাতে পদতলে মারাইয়া যায় লোকে, আবার এতো উঁচুতেও উঠিও না যাতে প্রয়োজনে কেউ তোমাকে হাতের নাগালেই না পায়।
— অজিতেশ কুমার রায়।
১৫. হে নবীন, কখনো নতুন কিছু শিখিতে দ্বিধা করিও না। যে শিক্ষা গ্রহণ করিতে দ্বিধা করে, সে কদাপি কিছু শিখিতে পারে না।
— রুদ্র মুহম্মদ।
১৬. নবীনের বরণের আনন্দ, উচ্ছ্বাসের সুর, প্রাণের প্রসন্নতা সকলে দেখিতে পায়। কিন্তু সেই একই দ্বার প্রস্তুত হয় ঋদ্ধ, বিষণ্ণ প্রবীণদের বিদায় জানাতে।
— জিনাত মাহমুদ।
১৭. হে নবীন, বাহির হও গুহা থেকে, আঁধার থেকে। টগবগে তীব্র রক্ত তোমার, প্রবল তেজ। যা কিছু ভালোর শুরু তোমার হাত ধরে, জাতির যা কিছু মহানের যাত্রা সেই তোমারই পথ পানে চেয়ে। তবে কেন ঢাকো নিজেকে অন্ধকারে?
— সংগৃহীত।
নবীন বরণ অনুষ্ঠানের বক্তব্য :
বক্তব্য ১:
সুপ্রিয় নবীন শিক্ষার্থী ও অতিথিবৃন্দ,
আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই প্রতিষ্ঠানে নতুনভাবে যাত্রা শুরু করছেন, যা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আশা করি, আপনারা এই শিক্ষা জীবনে নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন। আপনাদের আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইল।
বক্তব্য ২:
প্রিয় নবীন শিক্ষার্থী,
এই প্রতিষ্ঠানের নতুন শিক্ষার্থী হিসেবে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের উপস্থিতি আমাদের জন্য গর্বের বিষয়। এই শিক্ষালয়ে আপনাদের শিক্ষা ও উন্নতির জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করতে প্রস্তুত। আশা করি, আপনাদের সময়টা এখানে সুন্দর ও সফল হবে।
বক্তব্য ৩:
নবীন বন্ধুদের শুভেচ্ছা,
আজকের দিনটি আমাদের সবার জন্য বিশেষ একটি দিন। আপনারা আজ এই প্রতিষ্ঠানের সদস্য হলেন। আমরা সবাই আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে আগ্রহী। আপনারা আমাদের পরবর্তী প্রজন্ম, আপনাদের হাতেই আমাদের ভবিষ্যৎ। সবার জন্য শুভকামনা রইল।
বক্তব্য ৪:
সুপ্রিয় নবীনবর্গ,
আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই প্রতিষ্ঠানে আপনাদের যাত্রা শুরু হলো আজ। আশা করি, আপনাদের সবার শিক্ষা জীবন এখানে সুন্দর ও মধুর হবে। আপনাদের মেধা ও প্রজ্ঞায় আমাদের প্রতিষ্ঠান গর্বিত হবে।
বক্তব্য ৫:
নবীন বন্ধুগণ,
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এখানে শুধু পাঠ্য বইয়ের জ্ঞানই নয়, জীবনের নানা গুরুত্বপূর্ণ পাঠও শিখবেন। আশা করি, আপনারা সকলেই সফলতার সঙ্গে এই পথচলা এগিয়ে নিয়ে যাবেন।
বক্তব্য ৬:
প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ,
আজকের দিনটি আপনাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। এই প্রতিষ্ঠানে আপনাদের সব রকমের সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ প্রদান করা হবে। আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কামনাই করি।
বক্তব্য ৭:
নবীন শিক্ষার্থী ও সম্মানিত অতিথিবৃন্দ,
আপনাদের সবাইকে নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত জানাই। এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের আগমন আমাদের জন্য আনন্দের। আপনারা এখানে নতুন নতুন জ্ঞান অর্জন করবেন, জীবনের জন্য প্রস্তুত হবেন। সবার জন্য শুভকামনা রইল।
বক্তব্য ৮:
সুপ্রিয় নবীন ছাত্রছাত্রী,
আজকের এই অনুষ্ঠান আমাদের সবার জন্য একটি বিশেষ মুহূর্ত। আপনারা আমাদের পরিবারের নতুন সদস্য। আপনাদের সবার শিক্ষা জীবন সফল ও আনন্দময় হোক, এই কামনা করি। আপনারা এই প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধি করবেন, এটাই আমাদের প্রত্যাশা।
বক্তব্য ৯:
প্রিয় নবীন শিক্ষার্থী ও অতিথিবৃন্দ,
আপনাদের সবাইকে এই নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদের আগমন আমাদের জন্য আনন্দের ও গর্বের। এই প্রতিষ্ঠানে আপনারা শুধু পড়াশোনা নয়, নানা ধরনের সহশিক্ষামূলক কার্যক্রমেও অংশগ্রহণ করবেন। আপনাদের জীবনের এই নতুন যাত্রা সফল হোক।
বক্তব্য ১০:
নবীন বন্ধুদের প্রতি,
আজকের দিনটি আপনাদের জীবনে একটি স্মরণীয় দিন। আপনারা আজ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অংশ। আপনাদের সবার মেধা ও সৃজনশীলতায় আমাদের প্রতিষ্ঠান আরও সমৃদ্ধ হবে। সবার জন্য শুভকামনা রইল।
বক্তব্য ১১:
সুপ্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ,
এই নবীন বরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা এই প্রতিষ্ঠানে নতুনভাবে যাত্রা শুরু করছেন। আশা করি, আপনারা নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন এবং সফলতার সাথে এগিয়ে যাবেন।
বক্তব্য ১২:
প্রিয় নবীন শিক্ষার্থী,
আজকের দিনটি আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। এই প্রতিষ্ঠানে আপনাদের যাত্রা শুরু হলো। আপনাদের সবার শিক্ষা জীবন আনন্দময় ও সফল হোক, এই কামনা করি।
বক্তব্য ১৩:
নবীন বন্ধুগণ,
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। এখানে আপনারা পড়াশোনা ও জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় শিখবেন। আশা করি, আপনারা সকলেই সফলতার সঙ্গে এই পথচলা এগিয়ে নিয়ে যাবেন।
বক্তব্য ১৪:
প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ,
আজকের দিনটি আপনাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। এই প্রতিষ্ঠানে আপনাদের সব রকমের সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ প্রদান করা হবে। আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কামনাই করি।
বক্তব্য ১৫:
নবীন শিক্ষার্থী ও সম্মানিত অতিথিবৃন্দ,
আপনাদের সবাইকে নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত জানাই। এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের আগমন আমাদের জন্য আনন্দের। আপনারা এখানে নতুন নতুন জ্ঞান অর্জন করবেন, জীবনের জন্য প্রস্তুত হবেন। সবার জন্য শুভকামনা রইল।
বক্তব্য ১৬:
সুপ্রিয় নবীন ছাত্রছাত্রী,
আজকের এই অনুষ্ঠান আমাদের সবার জন্য একটি বিশেষ মুহূর্ত। আপনারা আমাদের পরিবারের নতুন সদস্য। আপনাদের সবার শিক্ষা জীবন সফল ও আনন্দময় হোক, এই কামনা করি। আপনারা এই প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধি করবেন, এটাই আমাদের প্রত্যাশা।
বক্তব্য ১৭:
প্রিয় নবীন শিক্ষার্থী ও অতিথিবৃন্দ,
আপনাদের সবাইকে এই নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদের আগমন আমাদের জন্য আনন্দের ও গর্বের। এই প্রতিষ্ঠানে আপনারা শুধু পড়াশোনা নয়, নানা ধরনের সহশিক্ষামূলক কার্যক্রমেও অংশগ্রহণ করবেন। আপনাদের জীবনের এই নতুন যাত্রা সফল হোক।
বক্তব্য ১৮:
নবীন বন্ধুদের প্রতি,
আজকের দিনটি আপনাদের জীবনে একটি স্মরণীয় দিন। আপনারা আজ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অংশ। আপনাদের সবার মেধা ও সৃজনশীলতায় আমাদের প্রতিষ্ঠান আরও সমৃদ্ধ হবে। সবার জন্য শুভকামনা রইল।
বক্তব্য ১৯:
সুপ্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ,
এই নবীন বরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা এই প্রতিষ্ঠানে নতুনভাবে যাত্রা শুরু করছেন। আশা করি, আপনারা নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন এবং সফলতার সাথে এগিয়ে যাবেন।
বক্তব্য ২০:
প্রিয় নবীন শিক্ষার্থী,
আজকের দিনটি আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। এই প্রতিষ্ঠানে আপনাদের যাত্রা শুরু হলো। আপনাদের সবার শিক্ষা জীবন আনন্দময় ও সফল হোক, এই কামনা করি।
শেষ কিছু কথা :
প্রিয় বন্ধুরা, নবীন বরণ নিয়ে আমাদের এই উক্তি ও স্ট্যাটাস গুলো আপনাদের কাছে কেমন লেগেছে । তা নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন । আমরা এখানে চেষ্টা করেছি নবীন বরণ নিয়ে প্রায় সব কিছু দিতে । আমাদের এই সাইট সব সময় নতুন নতুন টপিকস নিয়ে আলোচনা করা হয়, তাই আমাদের সাথেই থাকুন । আর আমাদের সাইট বন্ধুদের সাথেও শেয়ার করুন । ভালো লাগলে আমাদের লিখা নিচে পোস্ট গুলোও পড়ে দেখতে পারেন । ধন্যবাদ আমাদের এই লিখা পড়ার জন্য ।