পতাকা নিয়ে উক্তি

পতাকা নিয়ে উক্তি ছন্দ কবিতা ক্যাপশন ও কিছু কথা নিয়ে আমাদের আজকের পোস্ট । পতাকা সম্পর্কিত এই কথা গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে । প্রত্যেক দেহের একটা জাতীয় পতাকা থাকে । আর সেই পতাকা সম্মান করে দেশের সবাই । দেশের স্বাধীনতার চিহ্ন বহন করে সেই দেশের পতাকায় । তো চলুন তাহলে দেখে নেয়া যাক আমাদের আজকের লেখা গুলো ।

পতাকা নিয়ে উক্তি ও ক্যাপশন :

১. আকাশে উড়িছে দেখ মুক্তির পতাকা, মুছে যাক সব হানাদারের বর্বরতা।

২. পারবো বলে নয় পারতেই হবে যদি হয়, রাখিবো পতাকার মান, যদি দিতেও হয় জীবন বলিদান ।

৩. কত হানাহানি কত বিদ্বেষের জন্ম হয়, পতাকার তলে শধু লক্ষ-কোটি মাইলের একটাই পরিচয়

৪. কত রক্তের বিনিময়ে স্বপ্নের এই পতাকা, জীবন দিতেও আমরা হাটিনিকো পিছুপা ।

৫. পতাকার প নিয়ে, ত আকার তা দিয়ে, ক আকার কা ছুয়ে, শপথ করেছে সৈনিক, আনবে স্বাধীনতা ছিনিয়ে ।

Read More >>  ইন্টারনেট নিয়ে উক্তি

৬. কারো সাদা ,কারো সবুজ, কারো আবার কাল । প্রত্যেক জাতির ভিন্ন ভিন্ন পতাকার রং।

কিন্তু সকল জাতির কাছেই পতাকা বড়ই আরাধনার ধন।পতাকা নিয়ে উক্তি ও ক্যাপশন

৭. পত্পত্ করে উড়ে যে পতাকা আকাশে, মানবমুক্তির দ্বার খুলে যাক সেই সকল দেশে ।

৮. পতাকার যে রং তাতে নেইতো কোন ঢং, রক্ত মিশে তৈরি হয়েছে এসব পতাকার রং ।

৯. যত পাপাচার,যত হাহাকার পুড়িয়ে হোক ছারখাড়, স্বাধীন জাতি স্বাধীন হয়েই বাঁচুক, পতাকা উড়ুক বারবার।

১০. যে ধ্বনি তুলে উড়ে চলে স্বাধীন পতাকা, ওহে ধ্বনি তুমি কি শুনতে পাওনা রুদ্ধ মনের চাওয়া টা?

১১. লক্ষ কোটি প্রাণের আকুতি স্বাধীন পতাকার পানে, কিছু যুক্তি ,করবে মুক্তি, সেই গান বাজে মনে ।

১২. জাতির স্বাধীনতার কথা শুনি করণীয় কাজটা কয়জনই বা করি,

জ্ঞানীগুণী সাধারন জনতা পতাকাকে বাঁচাতে ছুটুক প্রাণের বারতা।

Read More >>  বিশ্ববিদ্যালয় নিয়ে উক্তি

১৩. সহস্ত্র লাশ ঢাকা পতাকার তলে, যারা মাটিকে আঁকড়ে ধরে বলে, আমায় বাঁচতে দেরে ।

১৪. এই ভূখণ্ডে নানা মতের জন্ম হয়, তবু পতাকাই বলে দেয় একতার পরিচয় ।

১৫. শূন্য থেকে শুরু শূন্যে হবে শেষ, অমর থেকে যাবে শুধু পতাকা-শোভিত দেশ ।

১৬. হু হু করে উড়ে যে, অস্তিত্বের পরিচায়ক, নাম তার পতাকা বলে গেছেন কোনো এক লেখক ।

১৭. ডেনমার্কে হয়েছিল পতাকার জন্ম, একে একে সব দেশ বেছে নিল তাদের জন্য ।

১৮. এক পতাকায় কথা বলে সমগ্র জাতি, বলে দেয় তাদের কত আছে প্রীতি –সম্প্রীতি ।

১৯. নমিত নয় উচ্চ করি শীর, পতাকা দিয়েছে পরিচয় –আমরা অপরাজিত বীর ।

২০. পতাকার রঙে রাঙিয়ে জীবন, ভয় করি না কভু, চলি নিরন্তন।

২১. কোন গান নয়, কোন কবিতা নয়, নয় কোনো এটা কিচ্ছা, পতাকাকে আঁকড়ে বাঁচতে চেয়েছি- এটাই শুধু জাতির ইচ্ছা ।

Read More >>  প্রাকৃতিক দুর্যোগ নিয়ে উক্তি

২২. এ যেন বিশাল আকাশের জমিন, দশ ইস্টু ছয় এর মাপঝোক নয়, এ জমিন পেতে হলে সাহস নিয়ে শত্রুর মোকাবেলা করতে হয় ।

২৩. এক টুকরো কাপড়ে সবাই হয়েছে এক, আর কিছুতে নয়, আরে তোরা পতাকাকে দেখ ।

২৪. গ তে গর্ব, প তে পতাকা, না জানি কত অমূল্য এই মাতৃভূমির জায়গা ।

২৫. দোয়েল বলে কোয়েল বলে শ্যামা আরো বলে, মায়ের কোলের শান্তি মিলে এই পতাকার তলে ।

২৬. যে দেশেতে জন্ম আমার , সেই দেশেতে মরি, কাফনের কাপড় পতাকা হবে সেই আশাটাই করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *