রাত নিয়ে কবিতা (Bangla poem about night) ছন্দ ও রাতের কবিতা নিয়ে আমাদের আজকের পোস্ট । রাতের সময় টা অনেক মধুর আর রোম্যান্টিকে ভরা । তাই এই সময় অনেকেই কবিতা পড়তে বা কবিতা লিখতে পছন্দ করে । প্রেমী মানুষ তো রাত আরো বেশী পছন্দ করে । কারণ তখন সব কিছু নীরব শান্ত । তাই মন দিয়ে কবিতা পড়া যায় বা লেখা যায় । আমি নিজেও রাতে কবিতা লিখতে পছন্দ করি । যা হোক আসুন তাহলে আময়াদের আজকের রাতের কবিতায় ফিরা যাক । কবিতা গুলো লিখেছেন তায়েবা যহুরা তাসমি ।
রাত নিয়ে কবিতা ও ছন্দ :
কবিতা ১ঃ
শত কোলাহল কত ক্ষত রাত
ক্ষয়ে ক্ষয়ে যায় দিগন্ত আজ,
গল্প জমে জোড়াতালি দেয়া কাঁথায়
হারিকেনের আলোয় আঁধার জমায়।
হাজার কোলাহলে তোমার হাত
লেগে আছে কার্নিশের ছাদে,
শুক্ন পাতার আঁধার রাত
সবকিছু থমকে গেছে,
তারা জ্বলেছে জোছনা চাঁদে।
মিলনের অপেক্ষায় তোমার আমার
হাসিমুখের শহর কাঁদবে
পিচ গলা রাস্তায় এসে সব বাঁধবে।
সোডিয়ামে আলোয় ম্রিয়মাণ ভাঙা কাঁচে,
আলো এসে জ্বলবে আঁধারের আচেঁ।
কবিতা ২ঃ
নিস্তব্ধতা ছেয়ে দিয়ে যায় গোটা শহরে
সবকিছু থেমে যায় রাতের প্রহরে
স্তব্ধতায় শুদ্ধ ঘোষণা দেয় এ রাত
জেগে উঠে শহর আজ নির্ঘুম আবার।।
মনের ভাঙচুরে কবিতার আঘাত
চায় ভেঙে দিতে কঠোর এ করাঘাত
ঈর্ষাকাতর প্রার্থনায় ঝুকে সমাজ
ক্ষয়ে ক্ষয়ে মুখ মুখোশের অন্তরাল।
সবকিছু অর্থহীন হয় আঁধার অবাত,
শক্তির নিঃশেষে জাগে আরো একটি দীর্ঘতম রাত।
তোমার পথে ঘুরে দেখা আওয়াজ
নেমে আসে রাতের আঁধারেরপ, সমাজ।
রাতের গল্প সাজে চোখের পাতায়
শূন্যময় সব তোমার অপেক্ষায়,
টিসিবির গাড়িতে ছুটে আমাদের আয়
প্রিয়তমা তোমার জন্যে উন্মুক্ত চাঁদ তাই গান গায়।
পথে প্রান্তরে ঘুরব তুমি আমি নিদার
নঁকশায় এঁকে দেবে এ রাতের আঁধার।
কবিতা ৩ঃ
আঁধার ঝলসানো দিনের এ রাত
স্তব্ধ করে দেয় যদি নিশ্বাস,
ডেকো আমায় তুমি আবার
আলোয় ভেঙে দেব এ আঁধার,
তোমায় ছাড়া জোছনা রাত
চাই না আমি আর,
হবে আবার জোছনাবিলাস
তোমার আমার।
গেয়ে উঠবে গান মেঘমল্লারে,
আনমনে কবি লিখবে গান
শুনবে যদি পাত আঁধারে তোমার কান।
নক্ষত্রের আলোয় সব যাবে মুছে
আরেকবার হাঁটবো তুমি আমি,
পিচ গলা রাস্তায় ভালোবাসার মলাটে,
ছায়া হয়ে সব মুছে দিয়ে
হেঁটে দেব পাড়ি রাতের আঁধারে
রাস্তা এই শহরে, তুমি আর আমি,
রাতের আকাশ রবে স্বাক্ষী
পোস্টারে ছেঁয়ে যাবে এ নগরী,
লিখে দিয়ে যাব ভালোবাসি।