ভালো থেকো স্ট্যাটাস উক্তি ক্যাপশন ও কিছু কথা নিয়ে আমাদের আজকের পোস্ট । শত মান অভিমান বা কষ্ট দেয়ার পরও কেউ যদি আপনাকে বলে ভালো থেকো, তাহলে সে সত্যিই আপনাকে ভালোবাসে । ভালো থেকো এই কথাটির মধ্যে লুকিয়ে আছে শতরকম অর্থ । যাহোক আসুন তাহলে শুরু করা যাক ।
ভালো থেকো স্ট্যাটাস উক্তি মেসেজ :
১. শেষ বিদায় বেলায় তুমি বলেছিলে ভালো থেকো। তোমার অভিশাপে অভিশপ্ত হয়ে আজো আমি ভালো আছি।
২. আপনার হাজারো অবহেলার পরেও যদি কেউ আপনাকে বলে ভালো থেকো, তাহলে সে নিশ্চিতভাবেই আপনাকে ভালোবাসে।
৩. হাজারো দূরত্ব বেঁধে তুমি ভালো থেকো। কাছে এসে দুঃখের সাথে সংক্রমিত হবার চেয়ে দূরে সরে গিয়ে না হয় ভালো থাকো।
৪. যতটা ভালো থাকলে ভালোবাসায় আচ্ছন্ন থাকা যায়, ততটাই ভালো থেকো।
৫. আমি বিহীন তুমি ও ভালো থেকো। এ আমার আশির্বাদ কিংবা অভিশাপ। যাই ভাবো না কেন। আজ থেকে এই বর তোমাকে দিলাম।
৬. আমার সমস্ত মায়ার বাঁধন ছেড়েও যদি তুমি সুখী হতে চাও, তবে তাই হোক। ভালো থেকো তুমি। চির সুখী হও।
৭. যে স্বপ্নটা তুমি একা দেখো সে স্বপ্ন পূরণ করার জন্য হলেও তুমি ভালো থেকো। স্বপ্ন ছুঁয়ে অতীতকে ভুলে যেও।
Read more:>>> ভুলে যাওয়া নিয়ে উক্তি
৮. নিরাশার চাদরে ও আশায় প্রদীপ জ্বেলে ভালো থেকো। ভবিষ্যতের জন্য উন্মাদ হয়ে যেও না। ক্ষণিকের উন্মাদনা সৃষ্টির জন্য হলেও তোমার ভাল থাকা টা জরুরি।
৯. আহত পাখির মত এক নিরাপদ আশ্রয়ে ভালো থেকো। যেখানে তোমাকে দুঃখও স্পর্শ করতে পারবেনা। নিজেকে দিয়ে আগলে থেকো।
১০. স্মৃতির মুকুল থেকে সুখস্মৃতি নিয়ে ভালো থেকো। জীবন যেখানে যেমন তুমি তোমার মতো করেই না হয় আপন আঙিনায় মুগ্ধতা ছড়িয়ে দিও।
১১. তুমি এতটাই ভালো থেকো যেনো জীবন ভরে মুগ্ধতার আবেশে নিজেকে জড়িয়ে নিতে পারো।
১২. সুখ পেয়ালায় এক দীর্ঘ চুমুক দিয়ে ভালো থেকো। যেনো দীর্ঘকাল ধরে নিজের আয়েশী স্বত্তাকে উজাড় করে দিতে পারো।
১৩. ভালো থাকাটা যদিও অভিনয় হয়, তাহলে এক পাকা অভিনেতার মতো তুমিও ভালো থেকো। সত্যি হোক কিংবা মিথ্যে করেই হোক তোমার ভাল থাকাটাই মুখ্য।
১৪. আঁধারে আলোক ছটার মত তুমিও ভালো থাকো। ঘোর অমানিশার মধ্যে ও যেনো আলোক রেখার মতো শিষ কেটে বেরিয়ে যেতে পারো।
১৫. মিথ্যে করে হলেও যে ভালো থাকতে শিখে যায়, এ জগত তাকে আপন করে নেয়। তুমি ও ছলে বলে কৌশলে ভালো থেকো। এ জগত ও তোমায় ঠাঁই দিবে।
১৬. যুগান্তরের খেয়া পার হয়ে ও ভালো থেকো তুমি। সময় থমকে যাক, তবুও তোমাকে ভালো থাকা চাই। না হয় স্বপ্ন বিলীন হয়ে যাবে।
১৭. বয়সের রেখা যত দীর্ঘ হয়, আমাদের হাসির দৈর্ঘ্য ততো ছোট হয়। বয়সের রেখা মুছে এক অতিকায় দৈর্ঘ্যের হাসি নিয়ে ভালো থেকো।
১৮. কতো অযোগ্যতায় অবহেলায় ক্লান্ত পথে হেঁটে গেছো তুমি। ভালো থেকো। এক প্রশান্তির ঘুমে আচ্ছন্ন হয়ে ওঠো। এক পরিতৃপ্তি নিয়ে জেগে ওঠো।
১৯. সহস্র খুশিতে নিজেকে জড়িয়ে ভালো থেকো। যোজন যোজন দূরে থেকেও আমি তোমার খুশির রেশ খুঁজে পেতে চাই। কে জানে! হয়তো তুমি জানতে ও পারবে না। কেউ একজন ছিল যে, তোমাকেই চাইতো, তোমাতেই হারাতো।
শেষ কথাঃ
ভালো থেকো নিয়ে আমাদের এই উক্তি স্ট্যাটাস ও মেসেজ আপনার কাছে কেমন লাগলো তা জানাবেন । আর বরাবরের মতই বলছি আমাদের এই লিখা গুলো যদি অন্য কোন সাইটে দেখেন তাহলে সে কপি করেছে, তাদের সাইট ভিজিট করবেন না । ভিজিট করলে মেধা ও যোগ্যতার কোন মূল্য থাকবে না । ধন্যবাদ ।