আমরা আজকে কিছু রোমান্টিক গানের লিরিক্স ক্যাপশন দেবো এখানে । অনেকেই বাংলা রোমান্টিক গানের লাইন ক্যাপশন খুঁজে থাকেন অনলাইনে । তাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন । আমরা এখানে বাঁচাই করা সেরা কিছু বাংলা গান থেকে নেয়া ক্যাপশন গুলো দিয়েছি । তো চলুন তাহলে শুরু করা যাক ।
গানের লিরিক্স ক্যাপশন :
১. আমার হৃদয় একটা আয়না। এই আয়নায় তোমার মুখটি ছাড়া আর কিছুই দেখা যায় না।
২. প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করল।
বৃথাই জীবনটা কাদামাখা মাখি করে অশ্রু ঘুম পাড়ালো।
৩. আমিও যে তোমাকে ভুলে যেতে চাই।
এই একান্ত প্রেমে যেন শুধু আমার একার লড়াই।
৪. পাথরের পৃথিবীতে কাঁচ এই হৃদয়, ভেঙ্গে যায় যাক না করি না ভয়। তবু প্রেমের তো শেষ হবে না।
৫. ভালবাসি বড় ভালবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার জান পাখি ময়না।
৬. হৃদয় ঝড়ে আকাশ ওঠে এত ডাকাডাকি।
তোমারই জন্য এই আমার এত কান্নাকাটি।
৭. কেন যে মনে হয় বুঝনা আমাকে।
তোমারি কারনে ফিরিয়ে দিলাম পৃথিবীকে।
৮. তুমি ভরেছো এ মন এক নিঝুম অরণ্যে বসন্তের পাহাড় চূড়ায় আর বৃষ্টি দিয়ে।
মরুভূমির ঝড়ে আর ঘুমন্ত সাগরে।
৯. আমায় ডেকো না ফেরানো যাবে না। ফেরারি পাখিরা আর নীড়ে ফেরে না।
১০. শেষ হোক এই খেলা এবারের মত। যায় না বাধা আমাকে কোন পিছুটানের মায়ায়।
১১. আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়।
১২. দিন বদলের মেলাতে রঙ্গ জলের খেলাতে। মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়।
১৩. আসবো আমি তোমার কাছে মধুর তিথিতে,
বুঝবে তুমি আলতা রাঙা স্নিগ্ধতা ছড়িয়ে।
Read more:>>> উপন্যাস ক্যাপশন
বাংলা রোমান্টিক গানের লাইন ক্যাপশন :
১. সেই তুমি ধরা দেবে কাছে এসে,
তোমাকে জড়িয়ে নেব ভালবাসার আবেশে।
২. কিছুই পেলাম না তবু সব হারালাম,
মস্ত এই পৃথিবীতে এটুকুই কি আমার পাওয়ার ছিল?
৩. কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা,
এত চেনা তবু কেন লাগে অচেনা।
৪. তুমি চাইলে বৃষ্টি মেঘ ও ছিল রাজি অপেক্ষা শুধুই বর্ষনের।
সবার রঙের স্বপ্নগুলো দিল না তো ছুটি তাইতো আমি বসে একা।
৫. তুমি এত কিছু বোঝো আর কেন মন বোঝো না,
আর কত কিছু খুঁজো আমায় কেন খোঁজো না।
৬. রাত জাগা জোছনা তুমি ছাড়া কেউ না, আড়াল হলে যেন মরে যাই- সহেনা যাতনা কি করি বলো না।
৭. তুমি কি জানো না তুমি কি বোঝ না, তোমারি বিহনে এ মন কাঁদে।
৮. ভালো যদি বাসো আমাকে থাকো তাহলে কেন দূরে,
রেখেছি তোমাকে যতনে কতটা।
৯. আলতো করে তোমার ছোঁয়া আর একটু করে ভালোবাসা,
তোমায় নিয়ে এই পৃথিবী নতুন এক আশা।
১০. আমি কবি নই তবুও কাব্যের ভাষায় বলবো আজ,
তোমার হাসি শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে বাঁচতে চাই।
১১. তুমি বললে আজ দুজনে বেদনার রং ছুঁয়ে দেবো,
দুজনে একসাথে নতুন সুরে গান গাইবো।
১২. কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে,
তুমি আসবে বলে…
১৩. কতোটা কাছে এলে আমায় হতে হবে নিঃস্ব,
পৃথিবীর কাছে কি এতোটা দুর্মূল্য।
১৪. ভালো আর লাগে না এতো কেনো মায়া, এতো কাছে আমি লাগে শুধু ই স্বান্তনা….
শেষ কথা :
প্রিয় বন্ধুরা, আমরা এখানে চেষ্টা করেছি সবচেয়ে সুন্দর গানের লিরিক্স ক্যাপশন গুলো দিতে । আপনারা যারা কিছু ভালো গানের রোম্যান্টিক ক্যাপশন ফেসবুকে দেয়ার জন্য চাইছেন । তারা এখান থেকে আপনাদের পছন্দের সেই লিখা পেয়ে যাবেন আশা করছি । আমাদের এই আয়োজন কেমন লাগলো । নিচে কমেন্ট করে আমাদের জানাবেন । ধন্যবাদ ।