শীতের সকাল স্ট্যাটাস কবিতা ছন্দ ও ক্যাপশন নিয়ে আমাদের আজকের পোস্ট । আমরা এখানে এমন কিছু দারুণ দারুণ শীতের সকালের স্ট্যাটাস দিয়েছি যেগুলো পড়লে আপনার এই শীতের সকাল হবে আরো রঙিন আরো মুধুময় । শীতের সকালের সৃতি গুলো আসলেই খুব মধুর হয় । কারণ তখন চারদিক থাকে শুকনো আর ফুল ফোটে গাছে গাছে । গাছেদের পুরাতন পাতা গুলো ঝরে যায় আর গজায় নতুন পাতা । এ যেন এক নতুন পৃথিবী । আসুন তাহলে পড়ে ফেলি এই শীতের সকাল নিয়ে স্ট্যাটাস গুলো ।
শীতের সকাল স্ট্যাটাস কবিতা ক্যাপশন :
তুমি বসন্ত বিকেল আমি শীতের সকাল,
এসো দুজনে এক হই, পাড়ি দেবো অনন্ত কাল ।
এই সুন্দর শীতের সকালে একগুচ্ছ ফুল নিয়ে হাতে,
আমি আছি দাঁড়িয়ে তোমার মন রাঙাতে ।
শীতের সকালে মিষ্টি রোদের আলোতে,
তোমার সাথে হয়েছিলো দেখা কোন এক মেলাতে ।
একটি শীতের সকাল তখই পরিপূর্ণ মনে হয়,
এক কাপ রঙিন চা যখন হাতে রয়।
কত শীতের সকাল আমি করেছি পার,
সেই তুমি তো ফিরে আসলে না আর ।
একটি নতুন শীতের সকাল মানে, আরেকটি সুযোগ
আপনার কাছে, নতুন করে সব কিছু শুরু করার ।
তুমি আমার শীতের সকালের ফোঁটা ফুল
আমাকে করে অবহেলা তুমি করোনা ভুল ।
আমি তোমার জীবনের একটি শীতের সকাল হতে চাই
চাদর হয়ে জড়িয়ে রাখবো তোমায় ।
Read more:>>> শেষ বিকেলের ক্যাপশন
এসো আজ এই শীতের সকাল রৌদ্রস্নান করি
এসো গাই আজ নতুন জীবনের গান ।
আরেকটি শীতের সকাল এলো আমাদের জীবনে,
মনের যত কথা হবে আজ নয়নে নয়নে ।
ভোরের কুয়াশা কেটে এলো শীতের সকাল,
তোমারই অপেক্ষায় ছিলাম আমি বহুকাল ।
শীতের সকালে রৌদ্রস্নান আমি করেছি বহুবার,
পাইনি আমি জীবনে কোন কুল কোন বার ।
একটি শীত কাল একটি শীতের সকাল
আহা কি মিষ্টি লাগে প্রেম পেতে চায় মন ।
আমায় তুমি শুধু একটি শীতের সকাল উপহার দিও
আমি তোমায় এই মন দিয়ে দেবো ।
কত যায় কত আসে এই শীতের সকাল
তোমারই অপেক্ষায় রয়েছি আমি কত কাল ।
নাহয়, একটা শীতের সকালে তুমি কুয়াশা হয়েই আইসো
কতশত বছর হলো আমাদের সাক্ষাৎ নাই!
প্রিয় বন্ধুরা, শীতের সকাল নিয়ে আমাদের লিখা গুলো কেমন লাগলো ? আশা করি খারাফ লাগেনি । আমাদের এই কষ্টের লিখা গুলো যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে, তাহলেই আমরা সার্থক । ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবেন । বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন । ধন্যবাদ ।