বকুল ফুল নিয়ে ক্যাপশন ছন্দ কবিতা উক্তি স্ট্যাটাস ইত্যাদি নিয়ে আমাদের আজকের পোস্ট । এই লিখা গুলো আমি নিজেই লিখেছি । মনে যেমন এসেছে, তেমনি লিখেছি । ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবেন । আর খারাফ লাগলে কিছু বলার দরকার নেই । বকুল ফুল আমার খুবই প্রিয় । তাই ভালো লাগার কথা গুলো দিয়েই নিছে কথা বা ছন্দ গুলো লিখলাম । বকুল ফুল নিয়ে তেমন কোন লিখা আমার চোখে পড়ে না । তাই এই লিখা গুলো আশাকরি আপনার কাজে আসবে । কি কাজে আসবে, তা বলবো না । তা নিজেই বুঝে নিবেন । তো যা হোক, তাহলে আর কথা না বাড়িয়ে নিচের লিখা গুলো একবার পড়ে ফেলি ।
বকুল ফুল নিয়ে ক্যাপশন ছন্দ কবিতা :
বকুল ফুলের মালা গেঁথে বসে আছি আমি
পড়াবো তোমার গলায়, কাছে এসো তুমি ।
পানিতে ভাসছে বকুল ফুলের দল
তাদের সাথে মন ভিজিয়ে লাচবো আজি চল ।
বকুল ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমি
বলো না আজ ভালোবাসো আমায় তুমি ।
বকুল ফুল সাক্ষী, আমায় ভুলবে না কোন দিন
তোমার কাছে থাকলো আমার, শুধু এই ঋণ ।
কাছে এসে বসো আমার পাশে,
বকুলের মালা দেবো শুধুই ভালোবেসে ।
আরো আছেঃ>>> কদম ফুল নিয়ে ক্যাপশন
মনে আজ বকুল ফুলের মেলা
দুজনে আজ খেলবো প্রেমের খেলা ।
খোপায় দেবো বকুল ফুলের মালা
মন থেকে চলে যাবে যত দুঃখ জ্বালা ।
বকুল ফুলের মিষ্টি গন্ধে আমি মাতোয়ারা,
লাগে না কিছু ভালো, শুধু তোমায় ছাড়া ।
বকুল ফুল বকুল ফুল আমায় নিয়ে যাও
মালা করে আমার প্রিয়ার গলায় ঝুলিয়ে দাও ।
তুমি আমার বকুল ফুলের রানী,
থেকো না আর দূরে ওগো অভিমানী ।
বকুল ফুল হয়ে, থাকবো তোমার খোঁপায়
দেবো যেতে দূরে আর কোন দিন তোমায় ।
এই ছন্দ গুলো একমাত্র আমাদের নিজের লিখা, তাই এই লিখা গুলো যদি অন্য কোন সাইটে দেখতে পান । তাহলে তাদের বয়কট করুণ । কারণ তাঁরা হলো একধরণের চোর । যারা চুরি করে অন্যের লেখা নিজের সাইটে দেয়, তাঁরা সমাজের কিট । আর কিছু বললাম না । আমাদের অনেক লেখা অনেক গুলো সাইটে প্রকাশ করা হয়েছে, আমাদের কোন অনুমতি ছাড়াই । তাই তাদের ঘৃণা করুণ । এই আমাদের অনুরোধ । ধন্যবাদ ।