পাখির ছবি

পাখির ছবি হয়তো খুঁজছেন । আমরা এখানে কিছু বাংলাদেশী পাখি দের ছবি দিয়েছি । আশাকরি এখান থেকে আপনি আপনার সেরা ছবিটি খুঁজে পাবেন । আর ভালো লাগলে অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন । ফুলের ছবি

পাখির ছবি

পাখির ছবি

পৃথিবীর জীব বৈচিত্র্যের মধ্যে অন্যতম প্রানি হলো পাখি। এছাড়াও পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য পাখির ভূমিকা গুরুত্বপূর্ণ। পৃথিবীতে ১০০০০ টির বেশি পাখির প্রজাতি রয়েছে। পাখিকে মোট ৯৭০২টি প্রজাতিতে বিন্যাস করা হয়েছে এবং এদের গন রয়েছে ২০৫৭ টি। এছাড়াও ১৪২টি গোত্র এবং ২৩ টি বর্গে এদের ভাগ করা হয়েছে। পৃথিবীর ভারসাম্য ও সৌন্দর্য রক্ষায় পাখির ভূমিকা গুরুত্বপূর্ণ।

দোয়েল পাখি

দোয়েল পাখির ছবি

শুধু যে পাখি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে তা কিন্তু নয়। এর বাইরেও পাখি বিভিন্ন ভাবে আমাদের উপকার করে। পাখিদের বাসস্থান হলো গাছপালা বা বনভূমি আবার এই পাখিদের মাধ্যমেই বনভূমি বৃদ্ধি পায়। এক অঞ্চলের উদ্ভিদ বা গাছপালা অন্য অঞ্চল বা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ে। কারন অনেক পাখিরাই বিভিন্ন ফল-মূল খায়। খাওয়ার সাথে সাথে সেগুলো তারা পরবর্তীতে খাওয়ার জন্য মুখে করে নিয়ে যায়। এবং সেই ফলের বীজ বিভিন্ন স্থানে পড়ে যায় এর মাধ্যমেই মূলত বিভিন্ন বিভিন্ন বৃক্ষের বিস্তার ঘটে।পাখির ছবি দেশী

অপরদিকে মানুষের খাদ্যের প্রধান উৎস কৃষি। এবং কৃষির প্রধান কাজ হলো বিভিন্ন ফসল উৎপাদন করা। কিন্তু এই ফসলের বড় শত্রু হলো পোকা-মাকড়।এরা ফসলের বীজ অংকুরিত হওয়া থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত বিভিন্ন উপায়ে ফসলের ক্ষতি করে। যেমন ফসলের গাছ, পাতা, এবং শস্য খেয়ে ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটায়। তবে এই পোকা মাকড় খেয়েই বেঁচে থাকে পাখিরা।সুন্দর পাখির পিক

তাই পাখিরা কিছু কিছু ফসলের সামান্য ক্ষতি করলেও তাদের উপকারের তুলনায় তা খুবই সামান্য। কারন পাখিরা যদি এসকল পোকা মাকড় না মেরে ফেলতো তাহলে ফসল রক্ষা করতে আরো বেশি পরিমাণ কীটনাশক ব্যাবহার করতে হতো। যা একদিকে যেমন কৃষকের ফসল উৎপাদনে খরচ বৃদ্ধি করতো তেমনি এই কীটনাশক দেওয়া শস্য মানব দেহের চরম ক্ষতি করতো।

মাছরাঙ্গা পাখি

পাখির ছবি সুন্দর

যদি আমাদের দেয়া ছবি গুলো ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আপনাদের ফেসবুকে শেয়ার করবেন । শেয়ার করতে নিচের ফেসবুক বাটন টিতে ক্লিক করে এক্সেস করার অনুমতি করে দিন । সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।মাছরাঙ্গা পাখির পিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *