পলাশ ফুল নিয়ে ক্যাপশন

পলাশ ফুল নিয়ে ক্যাপশন স্ট্যাটাস উক্তি বাণী ও কিছু কথা নিয়ে আমাদের এই পোস্ট । পলাশ ফুল খুবই সুন্দর রঙিন একটা ফুল । দূরে থেকে কিছুটা কৃষ্ণচূড়া ফুলের মতই দেখতে । তবে এটি আরো একটু বড় আকারের । অনেক সুন্দর ও রোম্যান্টিক এই ফুল নিয়ে চলুন আজ কিছু সুন্দর সুন্দর কথা ও কবিতা পড়ে দেখি ।

পলাশ ফুল নিয়ে ক্যাপশন কবিতা ছন্দ :

১. পলাশ ফুলের শোভা দেখে কেমন জানি করে মন
অনেক পলাশ মিলে আজ করছে শান্তিনিকেতন,
অনেক দূরে নিকেতনে পলাশ তুমি থেকো ভালো
আজকের এই বিশেষ দিনে ছড়াবে রংয়ের আলো।

২. এই বসন্তে, পলাশেরা গান গায় পূর্ণিমা রাতে!
ভোরে এলে ঝরে পড়ে শূন্য ভূমিতে,
ঝরে পড়ে সবার অগোচরে,
তবুও তারা গান গায় প্রতিদিন,
কিন্তু গানের রেশ থেকে যায় মনের গভীরে।

Read More >>  Attitude status in Bengali

৩. পলাশ আজ রাগ করেছে, তাইতো ধুলায় শুয়ে,
দিব্যি বলছি, এই দেখ তোর মাথায় হাত দিয়ে,
যাবনা আর শিমুল বনে, সবার সাথে আড়ি,
এখন থেকে কেবল তোকেই ডাকবো আমার বাড়ি।

৪. হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল,
এনে দে এনে দে, নইলে….
রাঁধবো না, বাঁধবো না চুল….

Read more:>> শিউলি ফুল নিয়ে ক্যাপশন

৫. “পলাশ ফুলের মউ পিয়ে ওই
বউ- কথা- কও উঠল ডেকে।
শিস দিয়ে যায় উদাস হাওয়া
নেবু ফুলের আতর মেখে।।”
— কাজী নজরুল ইসলামপলাশ ফুল নিয়ে ক্যাপশন

৬. পলাশ ফুটেছে শিমুল ফুটেছে
এসেছে দারুন মাস
আমি জেনে গেছি
তুমি আসিবে না ফিরে
মিটিবে না পিয়াস।

Read More >>  আক্ষেপ নিয়ে উক্তি

৭. আয়না পলাশ আমার ঘরে
কেন ধুলায় আছিস পড়ে!
পলাশ বিলাশ আমার মনে,
তোকে সাজিয়ে রাখবো মনের কোণে!
আজ যতন করে আবির লালে
মাখাবো তোর লাজুক গালে!

৮. ঋতুরাজ রাজ্যসভায়, সব ফুলেদের মিলন মেলা
বসন্তের মিষ্টি হাওয়ায়, ফাগুনের ফুল করে খেলা।
শিমুল, পলাশ, মাধবীলতা, ডালিয়া, চন্দ্রমল্লিকা,
কৃষ্ণচূড়ার পাপড়ি কুঞ্জে, সাজাই প্রেমের মাল্যখানি।

৯. যে কবিতায় চোখ রেখেছে আকাশ,
কাব্যে বিভোর আজ তার অবকাশ
পলাশের কবিতায় কে বা দেবে সুর?
করবে তার প্রাঙ্গণ গানে ভরপুর?

১০. হে পলাশ! হে শিমুল! হে বসন্তের দেবদূত রা!
” পঁচা লাশ” আর বয়ে এনো না,
গন্ধে আজ ভরে গেছে পৃথিবীটা
এবার না হয় ছোট্ট মেয়েটা “রাজ” করুক!!!

Read More >>  নদী নিয়ে ক্যাপশন

১১. আজ আমিও শোনাতে চাই বসন্ত বন্দনা
গাইবো আমি গলা ছেড়ে, তবে বাহার রাগে তারানা
আমায় একটু ঠাই দিও গানের আসর মাঝে
এলাম এবার বার্তা নিয়ে বসন্ত সবার মাঝে
মন আমার পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার সাজে।

১২. শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ায় ভালোবাসার আগুন লাল
পূর্ণচাঁদের আলোকধারায় খুশির বানে দুঃখ ভোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *