রজনীগন্ধা ফুল নিয়ে ক্যাপশন

রজনীগন্ধা ফুল নিয়ে ক্যাপশন স্ট্যাটাস পোস্ট কিছু রোম্যান্টিক কথা নিয়ে আমাদের আজকের লেখা । আমরা এর আগে অনেক ফুল নিয়ে ক্যাপশন ও স্ট্যাটাস দিয়েছি । তাই এবার রজনীগন্ধা নিয়ে দিলাম । রজনীগন্ধা ফুল নিয়ে ক্যাপশন

রজনীগন্ধা ফুল নিয়ে ক্যাপশন :

১. শুভ রজনীগন্ধার সুবাসে নিজেকে জড়িয়ে রেখো। যতবার তোমার কাছে আসবো, ততবার যেন দুজন এই সুবাসে মাখামাখি হতে পারি।

২. ক্রমশ রজনীগন্ধার সুবাসে আচ্ছন্ন হয়ে যাচ্ছি। যেন মাতাল হওয়ার জন্যই অপেক্ষা করছিলাম।

৩. কোন এক বিকেলে কোনো বিশেষ উপলক্ষে, তোমার খোপায় রজনীগন্ধার মালা সাজিয়ে দেব। দেখবো কিভাবে তুমি অবজ্ঞা করো আমাকে!

৪. ফুল সম্রাজ্ঞী গোলাপ ও যেন রজনীগন্ধার একনিষ্ঠ সমর্থক। সৌন্দর্য আর সুবাস দিয়ে রজনীগন্ধাও যে কাউকে আকর্ষিত করতে পারে।

৫. জোসনা ঢালা পথে দুজনে হেঁটে ছিলাম পাশাপাশি, সেদিনের সেই রজনীগন্ধা আজ আমার হাতে বাসি।‌

৬. তোমার কাছে এক প্রহর চাইবো। সেইতো বড় দুইজন একসাথে বসে রজনীগন্ধার সাথে সময় কাটাবো।

৭. যদি নিতেই হয় তাহলে আমার কাছ থেকে রজনীগন্ধা চেয়ে নিতে পারো। এক আঁচল ভরা রজনীগন্ধা দিয়ে তোমাকে মুগ্ধ করে দেবো।

৮. প্রভাতে সূর্যকিরণের আলোয় অথবা শিশিরভেজা অজস্র বিন্দুতে রজনীগন্ধার সাজ, এক অতিপ্রাকৃতিক সৌন্দর্য বহন করে।

কিছু রোম্যান্টিক স্ট্যাটাস :

৯. ভেবেছিলাম সবটা মানিয়ে, সবটা গুছিয়ে গোটা কয়েক লাল গোলাপ নিয়ে তোমার দরজায় দাঁড়াবো। অথচ সবশেষে রজনীগন্ধার আয়োজনে ফিরে এলাম।

১০. একদিন তুমিও ফিরে আসবে। তবে একগুচ্ছ লাল গোলাপ নয়, সেদিন হাতে থাকবে এক মুষ্ঠি রজনীগন্ধা।

১১. কতবার ভেবেছি এক বাগিচা রজনীগন্ধা চাষ করে, তোমাকে অবাক করে দেব। তুমি তাকাতেই মনে হবে যেন শুভ্র বৃষ্টি।

১২. হাজারো ফুলের ভিড়ে রজনীগন্ধা তার সুবাসে আমাকে বিমোহিত করে। ঠিক সেইভাবে হাজার মানুষের ভিড়ে আমিও তোমাকে নিজের কাছে টেনে নেব।

১৩. ধবধবে সাদা রজনীগন্ধা গুটি কয়েক কুড়িতে যে সৌন্দর্য ধারণ করে, তা অন্যরকম শিল্প প্রকাশ করে।

১৪. আচ্ছা তাহলে কি তুমি গোলাপ, বেলী ফুলের মধ্যে শংকা বোধ করো। তাহলে রজনীগন্ধা নিয়ে নাও। আলাদা কিন্তু সৌন্দর্য প্রসারি।

১৫. এক অঝোর বৃষ্টিস্নাত সন্ধ্যায় চুপিসারে কাকভেজা হয়ে, এক মুঠো রজনীগন্ধা তোমার দরজায় রেখে যাবো। তুমি জানতে ও পারবে না। তুমি বুঝতে ও পারবে না এক পাগল প্রেমিক তার প্রেমিকার জন্য এভাবে এসেছিল।

১৬. চাঁদ যেমন জোছনা বিলায়, রজনীগন্ধা ও সুবাস বিলায়। আর আমি ছড়াই ভালোবাসা।‌ এই ভালোবাসায় সংক্রমিত হয়ে তুমি পাগলের মতো ছুটে আসো আমার কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x