হাসির ধাঁধা উত্তর সহ

এখানে হাসির ধাঁধা উত্তর সহ পাবেন । আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম কিছু সুন্দর সুন্দর বাংলা ধাঁধা ও তার উত্তর । আশা করি বাংলা ধাঁধা গুলো আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে । ধাঁধা গুলোর সাথে উত্তর দিয়ে দিয়েছি যাতে করে আপনাদের কষ্ট করে খুঁজে বের করতে না হয় । তো চলুন দেখা যাক আমাদের আজকের কি কি ধাঁধা রয়েছে । Bangla dhadha

হাসির ধাঁধা উত্তর সহ :

মুখে বল বাহা রে লেজ নাই আহা রে ছুতো-নাতা অজুহাত বল দেখি, কেয়া-বাত?
উত্তরঃ বাহানা।

বিবাদেও থাকে মান কি পাখির ভাই প্রাণ দিয়ে ওড়ে তবু তার প্রাণ নাই।
উত্তরঃ বিমান।

টক ঝাল খেয়ো সার চা নিলে পাবে আর।
উত্তরঃ আচার।

ডানা ছাড়া উড়ে চলে মুখ ছাড়া ডাকে কুব চিড়ে আলো দিয়ে বল তো কে হাঁকে।
উত্তরঃ মেঘ।

মাথা কেটে ফেলছে ফাঁদ সিক্ত কেটে চরণ তিন অক্ষরের আসল কোথায় নকল যে, আ মরণ।
উত্তরঃ ভেজাল।

মৃত দেহ মুন্ডু ছাড়া পেয়ে ছিলাম শিশুকালে আবার পাওয়া শক্ত।
উত্তরঃ শৈশব।

গোরুর পিছনে রাখলে পন জানতে পারে না জগৎজন।
উত্তরঃ গোপন।

শীতের শেষে রাজা এলো মুড়িয়ে মাথা সাধু হলো পা কেটেছে ? বসতে বলো ।
উত্তরঃ বসন্ত।

শীত কালে যে গায়ে উঠে অথচ ওই বনে এক পায়েতে দাঁড়িয়ে আছে স্বজাতিদের সনে।
উত্তরঃ শাল।

হাসির ধাঁধা :

ফলের ওপর পাতার মুকুট শরীর ভরা চোখ আনন্দেতে মিষ্টি সে ফল নুন দিয়ে খায় লোক।
উত্তরঃ আনারস।

নেই তো শরীর তবু সে ভালো সে ছাড়া ভাই জগৎ-কালো
উত্তরঃ আলো।

Read More  হাসির এসএমএস

শির ছেঁড়া লতা শেষ ছাঁটা কথা ক্ষুদ্র সে পতঙ্গের দংশনে ব্যাথা
উত্তরঃ বোলতা।

মাথার উপর পা চাপিয়া উল্টো কথা ‘কই’তিন অক্ষরে প্রশাসনে আমরা মশাই রই
উত্তরঃ পাইক।

মাথা কাটলে খাটনি বুঝি পেট কাটলে হয় গাছে তিন অক্ষরে শান্তির এমন জায়গা কোথায় আছে।
উত্তরঃ আশ্রম।

মা ছাড়া ভাই ইংরেজীতে শরীরটা খারাপ মা থাকলে করতে পারি পথের পরিমাপ।
উত্তরঃ মাইল।

জননী থাকলে সপ্ত মাঝ সাঙ্গ হল তো সকল কাজ।
উত্তরঃ সমাপ্ত।

তিন অক্ষরে নাম তার জঙ্গলেতে বাস করে শেষ অক্ষর বাদ দিলে সর্বনাশ ঘটে। মাঝের অক্ষর বাদ দিলে ঘোড়ে সপ্তাময় শিরোচ্ছেদে কী আশ্চর্য জীব শ্রেষ্ঠ হয়।
উত্তরঃ বানর।

দিয়ে না তার ঠ্যাং ভেঙে যদি পাও থাকলে সবটা, দ্বিধাহীন তুমি নাও।
উত্তরঃ পাওনা।

মজার ধাঁধা :

কাটলে মাথা জল সে অথৈ কিম্বা ধণুর শর তিন অক্ষরের সবটা ফেলে ময়লা সাফাই কর।
উত্তরঃ সাবান।

মৎস্য মকর নহে পাণী পাণী বুলে হাঙ্গর কুম্ভীর নহে দেখিলে সে গিলে গিলিয়া উগারে সেই দেখে জনগণ হিয়ালী প্রবন্ধে পন্ডিত দেহ মন।
উত্তরঃ প্রদীপ।

দেখিতে রূপ দুই মুখ এক কায় এক মুখে উগারয়ে অন্য মুখে খায় মরিলে জীবন পায় হুতাস পরশে বুঝ হে পণ্ডিত ভাই সভামাঝে বৈসে।
উত্তরঃ নৌকা।

জীয়ন্তে মৌন সেই মৈলে ভাল ডাকে গায়েতে নাইকো ছাল বিধির বিপাকে সেবা করিয়া থাকে দেবতার স্থানে অবশ্য আনয়ে নর মঙ্গল বিধানে।
উত্তরঃ উনুন।

যোগী নয় সন্ন্যাসী নয় মাথার হুতাশন ছেলে নয় পিলে নয় ডাকে ঘনঘন চোর নয় ডাকাত নয় বর্শা মারে বুকে কন্যা নয় পুত্র নয় চুমু খায় মুখে।
উত্তরঃ নারিকেল।

Read More  Bangla jokes

ধোঁয়াতে নিশান যদি জুড়ে দাও ভাই আকাশে অমনি তারে দেখিবারে পাই।
উত্তরঃ ধুমকেতু।

প্রথম অক্ষর বলব না, শেষের কথা টক, দেখবো কেমন বলতে পারো, চতুর পাঠক?
উত্তরঃ নাটক।

মাপতে লাগে কাপড় খানি দাবার ছকেও আছেন উনি।
উত্তরঃ গজ।

আমরা যমজ ভাই দাদার মাথায় বোজা আমার মাথায় নাই।
উত্তরঃ ধাঁধা ।

তিন অক্ষরে অগভীর বন মাঝে কেটে পাও বারি পা বাদ গেলে যুদ্ধ লাগবে সামলাও তারাতারি।
উত্তরঃ জঙ্গল।

মজার ধাঁধা উত্তর সহ :

নিচে আরো অনেক গুলো হাসির ধাঁধা উত্তর সহ পাবেনঃ

উল্টো সোজা একই রয় লেজ বাদে তার সংখ্যা নয় তিন অক্ষরে সামনে বসে সবাইকে রঙ রূপ দেখায়।
উত্তরঃ নয়ন।

সমস্তটা মুখরোচক প্রায় সকলের প্রিয় কাটলে মাথা সংখ্যা মেলে মাঝখানে পানীয়।
উত্তরঃ আচার।

তিন অক্ষর সে যে আলোকবিহীন সাজে মাথা বাদ দিলে ঋণের বোঝা সাজে পা বাদ দিলে পুরোটা সে নয় যে।
উত্তরঃ আঁধার।

গোলের গোড়া কণের স্বামী বর্জ্য হলেও শুদ্ধ মানি।
উত্তরঃ গোবর।

পলক ফেলে দেখিস কি শির কেটে প্রথম রাশি।
উত্তরঃ নিমেষ।

এতটুকু মেয়ে, তার লাল টুকটুকে বরণ রাজা বাদশাও কেঁদে আকুল এমন স্বভাব ধরণ।
উত্তরঃ পাকা মরিচ।

মাথা কেটে নারদের পা রেখে মাথায় গলানো এ রূপো নাকি তাপ মাপা যায়।
উত্তরঃ পারদ।

প্রথম শেষে গাঁথবে মালা দুই তিন মিলে হই পাত্র চার অক্ষরে আর কেউ নই খেলার জিনিস মাত্র।
উত্তরঃ ফুটবল।

Read More  Make deposit in just one way

পেট কাটলে গলায় শোভা তিন অক্ষরের শব্দ জিতলে খুশি হারলে হবে ভিটে মাটি জব্দ
উত্তরঃ মামলা।

সেরা হাসির ধাঁধা :

শেষ বাদে হই মাথার শোভা মুন্ডু কেটে তীর সিংহ মায়ায় পরবে মনে হয়ো না অস্থির।
উত্তরঃ কেশর।

মিষ্টি ফকির যাযাবর সস্তা তো নয় বেশ দর।
উত্তরঃ দরবেশ।

আসছে কথা ভাসছে কথা কানের থেকে কানে বেতার জিনিস আসলে কী বুদ্ধিমানেই জানে।
উত্তরঃ মোবাইল।

গান শোন কথা শোন বলার উপায় নাই কেবল শ্রুতির সব বিনোদন হাওয়া থেকে পাই।
উত্তরঃ রেডিও।

দাঁড়ায় না সে, বসে নাকো চলাই যে তার কাজ তত্ত্ব তাহার যে না বোঝে মাথায় পড়ে বাজ।
উত্তরঃ সময়।

ওজন হবে না, লোক থাকবে না, তারে তারে আসা যাওয়া কথা কইব না, শব্দ করবে এক গ্রামখানি খাসা
উত্তরঃ টেলিগ্রাম।

শেষ কথা:

প্রিয় বন্ধুরা, এখানে দেয়া এই হাসির ধাঁধা উত্তর সহ । এই ধাঁধা গুলো আপনাদের জন্যই দেয়া হয়েছে । আমাদের এই কালেকশন আপনাদের কাছে কেমন লেগেছে, তা আমাদের জানাবেন । আমরা এখানে আরো অনেক গুলো নতুন নতুন ধাঁধা যোগ করবো । তাই আমাদের সাথেই থাকবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *