Welcome to bangla jokes and sms. In this post you will get many bangla jokes and sms to laugh everytime. All bangla jokes are very funny and nice. So everyone will like these sms and jokes.
Best collection of bangla jokes. Here you will get many bangla jokes and status. We like to laugh and the jokes makes laugh us. Just send some bangla jokes to anyone. They will be more happy to laugh. Bengali jokes for friends. Bengali Jokes for facebook status.
Bangla jokes:
লেবু ওয়ালা
(১) আজ ভোরে ১টা চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। কে যেন বলছে
“I LOVE YOU”?
জানার জন্য বের হয়ে দেখি লেবু ওয়ালা স্টাইল করা বলছে”এই ল্যাবও”
এই টমি, টমি।
(২) ১ম ব্যক্তি : এই টমি, টমি।
২য় ব্যাক্তি : ভাই আপনি কি কুকুরকে ডাকছেন?
১ম ব্যক্তি : না না. আমার বন্ধুকে ডাকছি।
২য় ব্যাক্তি : এমন অদ্ভুত নাম – টমি!!!
১ম ব্যাক্তি : আসলে ওর আসল নাম টগর মিত্র। আমরা সব বন্ধুরা ওকে সংক্ষেপে টমি বলে
২য় ব্যক্তি : ওহ, বড় বাচা বেচে গেছি।
১ম ব্যক্তি : কেন বাচার কি আছে।
২য় ব্যাক্তি : “কারণ আপনাদের মত বন্ধু আমার নাই। আমার নাম মাসুদ গীয়াস!
নো আইডিয়া স্যার জি!!!!!
(৩) ঐশ্বরিয়ার মেয়ে স্কুলে-
টিচার : তোমার দাদা কে????
মেয়ে : বিগ বি.
টিচার : তোমার মা কে????
মেয়ে : মিস ওয়ার্ল্ড. টিচার : আর তোমার বাবা কে???
মেয়ে : নো আইডিয়া স্যার জি!!!!!
আব্বা আম্মা কি জানে….. ????
(৪) বাসর রাতে এক লাজুক বর তার wife কে লজ্জায় কিছু বলতে পারছে না…… এইভাবে ৪০-৪৫ মিনিট জাওয়া র পর বর দেখল এখন কিছু না বললেই নয় তাই সে অনেক সাহস নিয়ে ধিরে ধিরে বউ কে বলল….. তুমি জে আজ রাতে আমার সাথে থাকবা তুমার আব্বা আম্মা কি জানে….. ????
মৃত্যুশয্যায় শায়িত স্বামী তার স্ত্রীকে বলছেন
(৫) মৃত্যুশয্যায় শায়িত স্বামী তার স্ত্রীকে বলছেন
স্বামী: আমি তো আর এক মাস পর মারা যাব, তাই আমি চাই, আমার মৃত্যুর পর তুমি সাজ্জাদ সাহেবকে বিয়ে কর।
স্ত্রী: সাজ্জাদ সাহেব! বলো কি, সে তো তোমার শত্রু। আর তাকে কিনা বিয়ে করতে বলছ তুমি!
স্বামী: আমি জানি সে আমার শত্রু। সাজ্জাদকে শায়েস্তা করার এটাই তো মোক্ষম সুযোগ, বুঝলে কিছু
তোমার জন্য আমি কতটা সৌভাগ্যের!
(৬) স্ত্রী: আচ্ছা, তুমি সব সময় অফিসে যাওয়ার সময় ব্যাগে করে আমার ছবি নিয়ে যাও কেন?
স্বামী: অফিসে যখন আমি কোনো সমস্যায় পড়ি, তখন তোমার ছবিটি বের করে দেখলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, বুঝলে?
স্ত্রী: তাই নাকি! তাহলে দেখো, তোমার জন্য আমি কতটা সৌভাগ্যের!
স্বামী: হুম, আমার যখন সমস্যা আসে, তখন তোমার ছবি বের করে দেখি আর নিজেকে বলি, তোমার চেয়ে তো বড় কোনো সমস্যা পৃথিবীতে থাকতে পারে না। আর সঙ্গে সঙ্গে ছোট সমস্যাগুলো আর আমার কাছে সমস্যা বলে মনে হয় না।
মিথ্যুক , বদ, ধোঁকাবাজ…
(৭) এক মেয়ের সাথে আরেক মেয়ের কথা হচ্ছে…
১ম মেয়েঃ আজকালকের ছেলেদের কোন বিশ্বাস নাই। আমি তো আজকে থেকে ওর মুখও দেখতে চাইনা…।
২য় মেয়েঃ কি হইছে??.. তুমি কি ওকে অন্য কোন মেয়ের সাথে দেখে ফেলছ??
১ম মেয়েঃ আরে না! ও আমারে আরেক ছেলের সাথে দেখে ফেলছে.. । কালকে ও আমারে বলছিল ও নাকি শহরের বাইরে যাবে. . . . ! মিথ্যুক , বদ, ধোঁকাবাজ….।
হাইওয়েতে সড়ক দূর্ঘটনা
(৮) হাইওয়েতে সড়ক দূর্ঘটনায় একটি প্রাইভেট কার সম্পূর্ন উল্টে গেল। গাড়ির চালক নিখোঁজ। গাড়িকে ঘিরে জনতার বিশাল ভিড়। এক টিভি নিউজ রিপোর্টার কিছুতেই ভিড় ঠেলে ওই জায়গায় যেতে পারছিল না। তাই সে বুদ্ধি করে জোরে জোরে চেচাতে লাগল, “গাড়ির সামনে যে মৃতদেহ আছে উনি আমার বাবা। আমাকে সামনে যেতে দাও.” জনতা অবাক হয়ে তার দিকে তাকালো এবং তাকে আগে যেতে দিল। সাংবাদিক গাড়ির সামনে গিয়ে দেখল, একটি গরুর লাশ পরে আছে ।
সোনার মোবাইল চাইনা !
(৯) একবার এক কৃষক তার মোবাইল নিয়ে টয়লেট করতে গেল আর হঠাত্ তার মোবাইলটি কমোডেপড়ে গেল। বেচারা দুঃখে তার মাঠে বসে কাঁদতে লাগলো। তখন হঠাত্ আকাশ থেকে একটি পরি নেমে এলএবং তাকে তার মোবাইলটি দিল। মোবাইলটি হাতে নিয়ে ভালভাবে দেখেকৃষকটি বললোঃ আমি গরিব হতে পারি কিন্তু সত্ । আমি সোনার মোবাইল চাইনা। আমাকে আমার মোবাইল ফিরিয়ে দাও এই শুনে পরিটি বললো : আরে হারামজাদা এটা তোরই মোবাইল ভাল করে ধুয়ে দেখ..!!
ছেলে রাত করে বাড়ি ফিরেছে।
(১০) ছেলে রাত করে বাড়ি ফিরেছে।
বাবা : কোথায় ছিলি রে হারামজাদা ?
ছেলে: আমি আমার ফ্রেন্ড এর বাসায় ছিলাম (!)
বাবা তৎক্ষনাত কয়েকজন ছেলে বন্ধুদেরকে ফোন দিলেন.
৪ নং ফ্রেন্ড বললো : ” জ্বী আঙ্কেল! সে তো আমার সাথে ছিল”
৩ নং ফ্রেন্ড বললো: ” ও কিছুক্ষন আগে চলে গিয়েছে”!
২ নং ফ্রেন্ড বললো: ” চাচা, ও আমার সাথেই আছে (!!) এবং আমরা দুজন পড়ছি (!!?)
সব শেষের জন সব লিমিট ক্রস করলো, এবং বললো-” হ্যাল্লো আব্বু, আমার আজ রাতে আসতে দেরী হবে !!
আবুল ATM বুথ থেকে টাকা তুলছে
(১১) আবুল ATM বুথ থেকে টাকা তুলছে। হঠাৎ তার পেছন থেকে এক লোক বলে উঠলঃ ভাই, আমি আপনের পাসওয়ার্ড দেইখা ফালাইছি !! আবুল চিন্তিত হয়ে বললঃ হায় আল্লাহ !!
বলেন তো পাসওয়ার্ডটা কি ??
লোকঃ ৪টা স্টার (****) !!
আবুল ফিক করে হেসে বলল ↓↓↓
হয় নাই, হয় নাই !! আমার পাসওয়ার্ড 8090 !!
হাঃ হাঃ হাঃ আবুল আবুলই রয়ে গেল।
ভেলেন্টাইন্স ডে Propose
(১২) প্রেমিকা : জানু ,আজ তো ভেলেন্টাইন্স ডে, আমাকে এমন ভাবে Propose করো যেভাবে আজ পর্যন্ত কোন ছেলে কোন মেয়ে কে করেনি
প্রেমিক : হারামজাদি, কুত্তি , কলংকিনি, শয়তানের শয়তান আই লাভ ইউ চো মাচ আমাকে বিয়ে করে আমার জীবন ধ্বংশ করে দে ডাইনি…!!
মলে আগুন লেগেছে
(১৩) একদিন এক বিশাল শপিং মলে হঠাৎ আগুন লাগলো। লোক জন দিক বিদিক ছুটা ছুটি আরম্ভ করলো। কিছু লোক শপিংমলের ভিতর আটকা পরলো। ফায়ার সার্ভিস এর লোকজন এসে উপস্থিত জনতার উদ্দেশ্যে মাইকে সর্ব প্রথম যে ঘোষণাটি দিল তা হল… “মলে আগুন লেগেছে। সবাই দ্রুত মলত্যাগ করুন!!!
আমি এখন কই যাই
(১৪) রাতের বেলা চান্দু ঘুমাতে গেলো । মশার কামড়েঅতিষ্ঠ হয়ে সে মশারি টানালো। কিন্তু ভুলক্রমে একখানা জোনাকি পোকা মশারির ভিতর ঢুকে পড়ল।
বাতি নিভানোর পরে চান্দু যখন জোনাকিটা দেখিল তখন হাহাকার করে উঠে বললঃ
“হায় হায় মশা তো আমারে টর্চলাইট জ্বালাইয়া খুজতেসে । আমি এখন কই যাই??
বায়োলজি প্রাকটিক্যাল পরীক্ষা…
(১৫) শিক্ষকঃ ” এই পাখির পা দেখে পাখিটির নাম বলো…”
বল্টুঃ “আমি জানি না…”
শিক্ষকঃ ” তুমি ফেইল করেছ… তোমার নাম কি?”
বল্টু” আমার পা দেখুন…তাহলেই জানতে পারবেন…”·
ডিমোশন
(১৬) আবুলের ছেলে ৪র্থ শ্রেণীতে ফেল করায় তাকে ৩য় শ্রেণীতে ডিমোশন দেয়া হল! ৩য় শ্রেণীতেও সে ফেল করলো! তাকে২য় শ্রেণীতে ডিমোশন দেয়া হল! ছেলের এই অবস্থা দেখে আবুল তার বউকে বলল বউ রেডি থাকো, পোলা কিন্তু আবার জায়গা মত ফিরা আইতাছে !!!
“কারেন্ট”..
(১৭) 1st : দোস্ত, কারেন্ট যায় কখন?
2nd : জানিনা দোস্ত, গত মাসেএ কবার গেছিল।
Year : ২০০৫ 1st: দোস্ত কারেন্ট আসবে কখন?
2nd : আমাদের এলাকায় গেলে তোদের এলাকায় আসবে।
Year : ২০১৫
1st : দোস্ত, শুনলাম আজকে কারেন্ট আসবে?
2nd : মিছা কথা, আজকে রাজশাহীতে আইব, কালকে বরিশাল।
Year : ২০২৫
1st : দোস্ত,আগে নাকি কারেন্ট আসতো?
2nd : প্যাচাল না পাইড়া ঘুমা!! কারেন্ট বলতে কিছু নাই… এইগুলান রুপকথা!!!
Year : ২০৩৫
1st : dost “কারেন্ট”..
2nd : গালি দিলি ক্যান?
এক দোকানে আগুন লেগেছে।
(১৮) এক দোকানে আগুন লেগেছে। এটা দেখে গাবলু চিন্তা করল, দোকানের ভেতর আটকে পড়াদের উদ্ধার করতে হবে। যেই ভাবা সেইকাজ। গাবলু সোজা আগুন পেরিয়ে দোকানের ভেতর ঢুকে ছয় জনকে বাইরে বের করে আনল। কিছুক্ষণ পর পুলিশ এসে গাবলুকে ধরে নিয়ে গেল। পরে তার বন্ধু থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞেস করল, ‘গাবলু তো আগুন থেকে মানুষকে উদ্ধার করেছে। সে তো কোনো অপরাধ করেনি।’ কথা শুনে পুলিশ রেগে আগুন , ‘অপরাধ করেনি মানে? সে যাদের দোকান থেকে বাইরে নিয়ে এসেছে, সবাই ফায়ার সার্ভিসের কর্মী।
তেলাপোকা
(১৯) ২ টা তেলাপোকা হসপিটালে আই.সি.ইউ- তে ভর্তি হল.
১ম তেলাপোকা : তোকে কে মারছে রে???
২য় তেলাপোকা : আরে কেউ মারে নাই .
হোস্টেলে মেয়েরা আমায় দেখে এত জোরে চিল্লানি দিছিল যে আমার হার্ট এ্যাটাক হইয়া গেছে!!!
ডাক্তার- রোগ
(২০) হাবলুঃ “ডাক্তার, আমার পেটে গ্যাসের অনেক সমস্যা। কিন্তু ভালো দিক এই যে আমার গ্যাসের গন্ধ ও হয় না, আওয়াজ ও হয় না। এখানে বসে আমি ১৫-২০ বার গ্যাস ছেড়েছি; কিন্তু কেউ টের ই পায় নি” ডাক্তারঃ “এই ওষুধটা খান, আর এক সপ্তাহ পরে আসবেন” এক সপ্তাহ পর হাবলুঃ “এ কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব,আমার গ্যাসে এখনো আওয়াজ নেই; কিন্তু জঘন্য গন্ধ বের হয়!” ডাক্তারঃ “গুড, আপনার নাক ঠিক হয়ে গেছে;এখন আপনার কানের চিকিৎসা করতে হবে
Bengali jokes collection:
জানু তুমি এখন চেঞ্জ হয়ে গেছো।
(২১) “বল্টু :- জানু তুমি এখন চেঞ্জ হয়ে গেছো।
মেয়ে :- কিভাবে? . .
বল্টু :- এখন তোমাকে Kiss করলে তুমি চোখ বন্ধ করো না কেন? .
মেয়ে :- ‘হারামখোর’ গতবার চোখ বন্ধ করছি। আর আমার পার্স থেকে ২০০০ টাকা উধাও .
বল্টু মিয়া পুরা বোল্ড ..
জন সিনা ও দোকানদার
(২২) জন সিনা একবার এক দোকানে গেছে রেসলিং এ জয়ী হওয়া ঘড়ি ঠিক করার জন্য।।।
জন সিনা : আমি আমার এই ঘড়িটা ঠিক করতে চাই। কত টাকা লাগবে???
দোকানদার : আপনি যা দিয়ে কিনেছেন তার অর্ধেক দিলেই চলবে।।।
জন সিনা : আমি ঘড়িটা ৩২ টা ঘুসি মেরে পেয়েছি। তো কয়টা দিতে হবে???
— দোকানদার বেহুশ!!
সন্তান আমার পেটে
(২৩) প্রেমিকা:- জান তোমার সন্তান আমার পেটে।
প্রেমিক:- ডাইনি তুই আমার সন্তান খেয়ে ফেললি কেন? ঠাশশশশশ
মনের ভেতর ছোটাছুটি করো!
(২৪) মন্টু বলছে তানিয়াকে, ‘তোমার পা ব্যথা করে না?’
তানিয়া: কেন ?
মন্টু: কারণ তুমি সারা দিন আমার মনের ভেতর ছোটাছুটি করো!
ছাতা মাথায় দিয়ে যাও।
(২৫) মালিক ও চাকরের মধ্যে কথোপকথনঃ
মালিকঃ আজ গাছে পানি দিছস।
চাকরঃ জ্বী না হুজুর বাইরে তো বৃষ্টি নেমেছে।
মালিকঃ তো কি হয়েছে? ছাতা মাথায় দিয়ে যাও।
এক মেয়ে লটারি তে ৫ কোটি টাকা পেয়েছে
(২৬) এক মেয়ে লটারি তে ৫ কোটি টাকা পেয়েছে !! কোম্পানি চিন্তা করলো হঠাৎ এই সংবাদ মেয়েকে জানালে মেয়ে খুশিতে মরে যেতে পারে। তাই চান্দুকে পাঠানো হল এমন ভাবে বলার জন্য যাতে মেয়ে খুশিতে না মরে..
চান্দু মেয়েকে গিয়ে বললঃ মনে করেন আপনি ৫ কোটি টাকা পেলেন তাহলে কি করবেন ?
মেয়েঃ আপনার সামনে নাচবো, আপনাকে ভালবাসবো, বিয়ে করব শুধু এটাইনা অর্ধেক আপনাকে দিয়া দিব !!!
শালা চান্দু খুশিতে নিজেই মইরাগেল !!
ধূমপান থেকে ১০ হাত দূরে থাকতে.
(২৭) ১ম জনঃ আরে এত লম্বা পাইপ দিলে ধুমপান করছেন।
২য় জনঃ ডাক্তার বলেছে, ধূমপান থেকে ১০ হাত দূরে থাকতে.
ব্যাপারটা কেমন দেখা যায় না ??
(২৮) একদিন ক্লাসে টিচার প্রশ্ন করলঃ যারা নিজেকে বোকা ভাব তারা উঠে দাঁড়াও !! কেউই উঠে দাঁড়াল না। কিন্তু কিছুক্ষণ পর মুখে একটা শয়তানি হাসি নিয়ে উঠে দাড়াল ক্লাসের সবচেয়ে পাজি ছাত্র বল্টু !!
টিচারঃ ওওও . . .তাহলে তুই নিজেকে বোকা ভাবিস?
বল্টুঃ স্যার, ঠিক তা নয়,,আসলে আপনি একাই শুধু দাঁড়িয়ে আছেন, ব্যাপারটা কেমন দেখা যায় না ???
স্ত্রী নতুন সিম কিনে তার প্রিয়তম
(২৯) স্ত্রী নতুন সিম কিনে তার প্রিয়তম স্বামীকে surprise দেওয়ার সিদ্ধান্ত নিল।
স্বামী বেডরুমে বসে ছিল। তাই স্ত্রী বাথরুমে গিয়ে স্বামীকে নতুন নাম্বার থেকে কল দিল, হ্যালো জানু!
স্বামীঃ (খুব নিচু স্বরে) ডার্লিং,আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, আমার বউ বাথরুমে, যে কোনো সময় এসে পরব
গার্লস কলেজের বাস ড্রাইভার!
(৩০) ছেলে: জানো, প্রত্যেক দিন আমার জন্য কমপক্ষে ৭০টা মেয়ে Waitকরে?
মেয়ে : WOW! আপনিতো দেখছি মেয়ে হার্টথ্রব হিরো ৷…
ছেলে : আরে ধুর,আমিতো গার্লস কলেজের বাস ড্রাইভার!
বিয়েটা ও লোন নিয়ে করতাম ।
(৩১) মন্টু ব্যাংক থেকে লোন নিয়ে একটা গাড়ি কিনলো।
::::কিন্তু লোন পরিশোধ না করায় একদিন ব্যাংক কতৃপক্ষ এসে গাড়িটি নিয়ে যায়।
.::::মন্টু: উদাস হয়ে বসে বসে ভাবছে, আর বলছে, আগে জানলে বিয়েটা ও লোন নিয়ে করতাম ।
পরিস্কার পরিচ্ছন্নতা
(৩২) চাকরীর ইন্টারভিউ চলছে
বস : আমরা কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে মাত্র দুইটা rule ফলো করি ।
প্রার্থী : কি কি স্যার?
বস : আমাদের ২য় rule হচ্ছে পরিস্কার
প্রার্থী : কি কি স্যার?
বস : আমাদের ২য় rule হচ্ছে পরিস্কার পরিচ্ছন্নতা । আপনি কি এখানে আসার আগে রুমের বাইরে রাখা ম্যাট এজুতোর তলা মুছে এসেছেন?
জ্বী স্যার”
বস : আমাদের ১ম rule হলো বিশ্বাসযোগ্যতা এবং আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাইরে কোনম্যাট ছিলোই না !!! কাজেই আপনাকে বিশ্বাস করা যাচেছনা
দোকানদার ও ভদ্র লোক
(৩৩) দোকানদার ও ভদ্র লোকের মধ্যে কথোপকোথন
ভদ্র লোক: আপনার দোকানের নাম কি?
দোকানদার: দরকার কি ভদ্র
লোক: এমনি নামটা কি বলবেন
দোকানদার: বললাম তো দরকার কি
ভদ্র লোক: আপনি তো ফাযিল লোক একটা
দেকানদার: আরে ভাই চেতেন কেন আমার দোকানের নাম তো “দরকার কি”
চলেন শুরু করি
(৩৪) পুলিশ এক জুয়ার আসরে হানা দিয়ে এক জুয়ারীকে গ্রেফতার করল । থানায় আনার পর জুয়ারী ইন্সপেক্টরকে …….
জুয়ারী : আমাকে ধরে আনা হল কেন ?
ইন্সপেক্টর : ন্যকামো হচ্ছে?? জানিস না তোকে জুয়া খেলার জন্য ধরে আনা হইছে ।
জুয়ারী : ( উল্লাসিত হয়ে ) তাহলে দেরী করছেন কেন? চলেন শুরু করি ।
বল্টুর জাতীয় সঙ্গীত
(৩৫) বল্টুকে তার বাবা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করল । একদিন স্কুলের ইংলিশ টিচার বল্টুকে বললো……..
টিচারঃ বল্টু আমাদের দেশের জাতীয় সঙ্গীত ইংলিশে গাও তো।
বল্টুঃ মাই গোল্ডবাংলা , , , , , আই লাভ ইয়ু, চিরদিনী ইয়োর ইস্কাই ইয়োর বিস্কাই, মাই প্রানে, ওমাদার মাই প্রানে বাজায় বাশি গোল্ড বাংলা আইলাভ ইয়ু, , , , ,, ও মাদার ফাগুনে তোর ম্যাঙ্গোর বনে ঘ্রানে মেন্টাল করে, মরি হায়হায়রে ও মাদার ফাগুনে তোর ম্যাঙ্গোরবনে ঘ্রানে মেন্টাল করে …….
টিচার বেহুশ . . . . . . ! ! ! !
চাপা
(৩৬) বল্টুঃআপনার নাম কি?
মেয়ে:আমার নাম চাপা চৌধুরী ।
বল্টুঃবাড়ী কোথায়?
মেয়েঃচাপাইনবাবগঞ্জ।
বল্টুঃআপনার প্রিয় ফুল কি?
মেয়েঃচাপা ফুল ।
বল্টুঃপ্রিয় ফল কি?
মেয়েঃচাপা কলা।
বল্টুঃপ্রিয় তরকারী?
মেয়েঃচাপা শুটকি ।
বল্টুঃঅবসর সময় কি করেন?
মেয়েঃচা–পাতার গন্ধ শুকি।
বল্টুঃপ্রিয় চলচ্চিত্র কি ?
মেয়েঃচাপা ডাঙ্গার বউ ।
বল্টুঃপ্রিয় সখ কি ?
মেয়েঃচাপা মারা।
বল্টুঃরাগেন কখন?
মেয়েঃচাপা উত্তেজনায় ।
বল্টুঃআনন্দে কি করেন ?
মেয়েঃচাপা হাসি দেই ।
বল্টুঃকষ্ট পেলে কি করেন?
মেয়েঃচাপা কান্না করি ।
বল্টুঃআপনার প্রিয় ব্যক্তিত্ব কারা?
মেয়েঃচাপাবাজরা ।
বল্টুঃআপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
মেয়েঃট্রাক চাপা পড়ে কেউ যেন না মরে তার ব্যবস্থা করা।
বল্টুঃ(হাতের ব্যান্ডেজ বাধা দেখে জিঙ্গেস করলাম ) ব্যাথা পেলেন কি করে ?
মেয়েঃদরজায় একটু চাপা খাইছিলাম । আরকিছু?
—বল্টু অজ্ঞান
পায়ে জুতা
(৩৭) ঝন্টু : দোস্ত, মেয়েদের প্রপোজ করার সবচাইতে নিরাপদ জায়গা কোনটা
মন্টু : শহীদ মিনার ।
ঝন্টু : শহীদ মিনার কেন ?
মন্টু : কারন ঐখানে কারো পায়ে জুতা থাকে না ৷
মার শালাকে
(৩৮) দুই ছাত্র, মারামারি করছে ….
শিক্ষকঃ এই তোরা মারামারি করছিস কেন?
১ম ছাত্রঃ স্যার, ও আমার গার্লফ্রেন্ডকে কিস করেছে ।
শিক্ষকঃ তোর গার্লফ্রেন্ডটা কে??
১ম ছাত্র: আপনার মেয়ে ।
শিক্ষক: থামলি কেনো? মার শালাকে…
এখনও w,x,y,z বলি নাই
(৪৯) বল্টু :- জানেন Sir আমি না A B C D মুখস্থ পারি। Sir- তাহলে একবার বলে দেখাও।
বল্টু :- A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z.
Sir: এভাবে না, একটা করে শব্দ সহ বল। বল্টু : – ঠিক বুঝলাম না,একটা উদাহরণ দিতে পারেন? Sir: যেমন A-তে apple
বল্টু :-A- apple ,B- বড় apple ,C- চিকুন apple, d- ডোরাকাটা apple, E- আদখাওয়া apple, F- ফাপা apple,G- গোল apple,H- হাজার apple,I- ইরাকের apple,J- জঙ্গলি apple,K- কোটি apple,M- মাঝারি apple, N- নানা apple,O- অস্থির apple,P- পাগলা apple,Q- কিছু apple,R- রোগীর apple,S- সুন্দর apple,T- টক apple,U- উরাধুরা apple,V- ভাঙ্গা apple
একি sir আপনি পরে গেলেন কেন???? ,আমি তো এখনও w,x,y,z বলি নাই…..!!!
দোকানদার বেহুশ
(৪০) আবুল ও তার বন্ধু.. গেছে পানের দোকানে…
আবুলঃ একটা পান দেন। .
দোকানদারঃ কি দিয়ে খাবেন ? .
আবুলঃ কেন, দাঁত দিয়ে।
দোকানদারঃ বলছি কিভাবে খাবেন ? .
আবুলঃ চিবিয়ে খাব ?
দোকানদারঃ আরে ভাই, সাথে কি খান ?
আবুলঃ সাথে আমার বন্ধু হাবলু খাঁন।
দোকানদারঃ আরে মিয়া ভাই, আপনি কি জর্দা খান ?
. আবুলঃ জ্বি না।আমি “আবুল খাঁন “!!!! দোকানদার বেহুশ
Bangla funny jokes are most popular to every romantic peoples. For those peoples we have posted here so many bangla funny jokes status. If you want to share these jokes in your Facebook, than these bangla funny jokes, you can share. Because here all jokes are most popular and nice. So every friends of you, must like these quotes. Bangla funny jokes are really best way to laugh someone. I also like to read bangla funny jokes and sms. Also like to share everyone.
Bangla funny jokes:
আমেরিকায় এক গবেষণায় দেখা গেছে:
বেকারদের খেলা: বাস্কেটবল।
শ্রমিকদের খেলা: ফুটবল।
ফোরম্যানদের খেলা: বেসবল।
ম্যানেজারদের খেলা: টেনিস।
সিইওদের খেলা: গলফ।
সিদ্ধান্ত: কর্পোরেট কাঠামোতে যে যত উঁচুতে, তার বল তত ছোট
ওমর সানী আর মৌসূমী ট্রেনে করে যাচ্ছে, তাদের সাথে একজন বৃদ্ধও ছিল।
মৌসূমী-আমার গালে ব্যাথা করতেছে
ওমর-আমি চুমু দিলেই ঠিক হয়ে যাবে
তখন বুডো লোকটি বলে ঊঠল–বাবা আমি বড় কষ্টে আছি, তুমি কি পাইলসের চিকিৎসা কর?
এক কিপ্টে লোক ডাক্তার এর কাছে গেল ইউরিন টেস্টের জন্য | টেস্ট শেষ করে সে তার ইউরিনের বোতল তা সাথে নিয়ে বাসাইয় চলে এল,তখন তার স্ত্রী এইটা দেখে অবাক হয়ে বলল,সে কি? তুমি এইটা নিয়ে এলে কেন???লোকের জবাব, ডাক্তার বলেছে আমার ইউরিনে নাকি সুগার আছে,এখন চিনির যে দাম,তাই এইটা সাথে করে নিয়ে এলাম |
Bangla funny jokes status:
Read More >>> Bangla funny sms
: কী নিয়ে রাস্তায় ঝগড়া করছ তোমরা?
: একটা কুকুর ছানা নিয়ে, স্যার। আমরা স্থির করেছি, যে সবচেয়ে মজাদার মিথ্যা বলতে পারবে, কুকুর ছানাটা তারই হবে।
: বলিস কী! তোদের মতো.. বয়সে মিথ্যা কাকে বলে তো আমরা জানতামই না।
: তা হলে কুকুর ছানাটা আপনিই পেলেন, স্যার।
দুই পিচ্চির কথা হচ্ছে…..
১ম পিচ্চি: জানিস, কাল রাতে স্বপ্নে দেখি আমি ফায়ার সার্ভিসে চাকরি পাইছি এবং এক বাসায় আগুন নিভাইতাছি ।
দ্বিতীয় পিচ্চি: WOW!! দারুন তো তার পর কি হল দোস্ত??
১ম পিচ্চি: কি আর হবে, ঘুম থেকে উঠে দেখি কাম শেষ!!
দ্বিতীয় পিচ্চি: কেনরে, কি হইছিল??
১ম পিচ্চি: আর বলিস না, দেখি…..মুইতা বিছানা ভাসাই দিছি!!!
Nice Bengali funny jokes:
রাতে এক বন্ধুর ফোন এলো। তার সাথে কথা বলতে গিয়ে বললাম,` দোস্ত ওয়েট কর। আমি এখনই আসছি। পাঁচ মিনিটের মধ্যে। দরজার দিকে তাকিয়ে দেখি আম্মা কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছেন। ফোন রাখতেই আম্মা বকতে শুরু করলেন, দিনের বেলা যখন ঘুরতে যাস বন্ধুদের সাথে মানা করিনা। কিন্তু এই রাতের বেলা আবায় কই যাইবি? আমাকে তো একবার ও জিজ্ঞেসও করিসনাই! আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, “কোথায় যাব মানে? আম্ম বললেন তোমার ফোনের কথা আমি সব শুনেছি । দাঁড়া তোর বাবাকে বলতেছি। বলেই নিজের ঘরের দিকে রওনা দিলেন ।
আমি চিত্কার করে বললাম, “আরে আম্মা শোনো, আমি ফেসবুকে যাওয়ার কথা বলছিলাম………!!! (লও ঠ্যালা)
মালিকঃ আমাদের দোকানে যে পচা ডিমগুলো ছিলো সেগুলো কে কিনলো??
কর্মচারীঃ লিয়াকত সাহেব।
মালিকঃ গত বছরের পাঁচ কেজি আটা?
কর্মচারীঃ লিয়াকত সাহেব।
মালিকঃ আর ঐ মেয়াদ শেষ হয়ে যাওয়া সেমাইগুলো?
কর্মচারীঃ লিয়াকত সাহেবই সব নিয়ে গেছেন।
এমন সময়মালিকের মুখকালো হয়ে গেল। কপাল দিয়ে ঘাম ছুটতে লাগলো।
কর্মচারী ভয় পেয়ে জিজ্ঞাস করল- হুজুর আপনার কি শরীর খারাপ লাগছে?
মালিকঃ না, লিয়াকত সাহেবের বাসায় আজ আমার সপরিবারে দাওয়াত আছে।
Best Bangla funny jokes:
এক লোখ পরিচিত এক মেয়েকে বললো! মা তোমার নাম কি?
মেয়ে বললো>- রাহেনা| লোখটি আবার বললো->মা তোমার নাম কি?
মেয়ে বললো- >জ্বি চাচা রাহেনা!
লোখটি বললো->কও কি মা নাম রাহেনা| এত বড় মেয়ে হয়েছ এখনো তোমার নাম রাহেনা| আজি তোমার বাবা মাকে গিয়ে বলবা একটা ভালো নাম রাখতে|
মেয়ে বললো- >চাচা আমার নামই রাহেনা!
লোখটি বললো- >বুঝেছি তো তোমার নাম রাহেনা|
মেয়েটি বললো- >না চাচা আপনি বুঝেন নাই| আমার নাম মোছাঃ রাহেনা খাঁতুন
লোখটি বললো->ও আচ্ছা আগে বলবে তো|
ছেলে:- আই লাভ ইউ।
মেয়ে:- কি?
ছেলে:- মুভিটা দেখতে দারুন তাইনা ?
মেয়ে :- বিড়ালের বাচ্চা।
ছেলে :- কি?
মেয়ে:- দেখতে খুব সুন্দর তাইনা ?
ছেলে:- জুতা দেখেছ?
মেয়ে:- কি?
ছেলে:- আজকে নতুন কিনলাম।
বল্টু বিয়ের উদ্যোগ নিয়েছে…! .
বল্টুঃ বাবা আমার একজনকে পছন্দ হয়েছে।
বাবাঃ ওয়াও! কে এই সৌভাগ্যবতী?
বল্টুঃ জরিনা, আমাদের পাশের বাসার আবুলের মেয়ে।
বাবাঃ উহ! নোহ! আমি তোমাকে কিছু বলতে চাই কিন্তু প্রমিজ করো তোমার আম্মুকে বলবে না।
বল্টুঃ ওকে প্রমিজ।
বাবাঃ আসলে, জরিনা তোর বোন হয়।
বল্টু জরিনাকে ভুলে গেল।
আবার আর ২ মাস পর!!!
বল্টুঃ বাবা, আমি প্রেমে পড়েছি।
আর ওই মেয়েটা অনেক হট।
বাবাঃ ওয়াও! এটা তো অনেক বড় খবর। তা কে সে?
বল্টুঃ সখিনা, আমাদের পাশের বাসার মোখলেছ সাহেবের মেয়ে।
বাবাঃ ওহ! নো! আবার? ব্যাটা এই সখিনাও তোমার বোন লাগে!
এমন করে অনেক দিন চলে গেলো বল্টু তো পাগল হবার দশা, মেজাজ খারাপ করে কাঁদতে কাঁদতে আম্মুর কাছে গিয়ে বলল,
আম্মু এইপর্যন্ত ৬ টা মেয়েকে সিলেক্ট করেছি কিন্তু বাবা বলছে ওই ছ’জনই নাকি আমার বোন।
মাম্মি মাথায় হাত বুলাতে বুলাতে, আহালে আহালে, আমার বাবা কাঁদে না সোনা। তুই যেকোনো মেয়ের সাথে প্রেম কর। বাবার কথা শুনবি না – ও তোর বাবা নয়!!!!
Bangla funny jokes new:
আমেরিকাঃ মোবাইল আমাদের আবিষ্কার।
চায়নাঃ সিমকার্ড আমাদের আবিষ্কার।
জাপানঃ এস.এম.এস আমাদের আবিষ্কার।
বাংলাদেশঃ… মিসকল আমাদের দেশের মেয়েদের আবিষ্কার!!!
বাবা আর ছেলে কথা বলছে:—
বাবা : তুই বিয়ে করবি ?
ছেলে : না ।
বাবা : সেই মেয়ে যদি বিলগেটস এর মেয়ে হয় ?
ছেলে : তাহলে ঠিক আছে। এরপর বাবা ছুটলেন বিশ্ব ব্যাংক এ…..
বাবা : আমার ছেলে কে আপনাদের ব্যাংকের ম্যানেজার করবেন ?
বিশ্ব ব্যাংক : না ।
বাবা : সে যদি বিলগেটস এর জামাই হয় ?
বিশ্ব ব্যাংক : তাহলে ঠিক আছে। এখন বাবা ছুটলেন বিলগেটস এর কাছে……
বাবা : আমার ছেলেকে আপনার মেয়ের সাথে বিয়ে করাবেন ?
বিলগেটস : না ।
বাবা : সে যদি বিশ্ব ব্যাংকের ম্যানেজার হয় ?
বিলগেটস : তাহলে ঠিক আছে।
একটি পাগলা গারদে সব পাগল নাচানাচি করছিল.. শুধু একজন পাগল বসে ছিল… ডাক্টার ভাবল সেই পাগলটা মনে হয় ভাল হয়ে গেছে । তাই তাকে জিগ্গেস করা হল সবাই নাচছে তুমি নাচছ না কেন? উত্তরে পাগলটি বলল… ” আরে গাঁধাঁ বিয়ে বাড়ীতে কি জামাই কখনো নাচে….
পল্টু: এখনে চুল কাটাতে কত লাগে?
নাপিত: ৪০ টাকা!
পল্টু: আর সেভ করতে কত লাগে?
নাপিত: ২০ টাকা!
পল্টু: আমার মাথাটা একটু সেভ করে দিন
Bangla jokes part 1:
★Sabdhan ar niche namis na!
(1)Ek sikkhok classe satroder jigges koren-amon akta jiniser nam bolo to ja estan vede vinno vinno name poricito hoy?
satro:chul
sikhok:kivabe?
satro:Mathay thakle amra boli chul,chokher upore thakle boli vuru,thoter upore thakle amra boli gof,gale thakle boli dari,buku thakle boli lom,
sikkhok:Sabdhan ar niche namis na!
★Aajkalker celeder kono biswas nai,
(2)Dui maye kotha bolse-
prothom meye:aajkalker celeder kono biswas nei,ami to ajker theke or mukh o dekhte cai na,
ditio meye:kano ki hoyese?tumi ki okey onno kono meyer sate dekhe feleso?
Prothom meye:Are na! O amake arek seler sathe dekhe felese!Kalke o amake bolselo j o naki sohorer baire jabe!Tahole se amake dekhlo kivabe!Mitthuk,bod,dhokabaj!
★Rate romantic massage,
(3)Premika rate tar premik ke massage pathacce,
Meye:
Ghumiye aso to sopno pathao!
Jege aso to vabna pathao!
Kadso to chokher jol pathao!
Cele:priyotoma paykhana korse ki pathabo?
★Bouer sathe jhogra,
(4)Boltu:tui tor bouer sate jhogra koris?
Poltu:Ha kori!Tobe protibar jhograr pore o amar samne hatu gere bose pore.
Boltu:bolish ki!Tarpor?
Poltu:Tarpor matha jhukiye bole,’khater tola theke beriye aso.ar marbo na!
★Sobai bathrume gan gay,
(5)prothom bondhu:Janis amader basar sobai bathrume gan gay!
Ditio bondhu:ki bolis,so-ba-i?
Prothom bondhu=Sobai,cakor-bakor porjonto!
Ditio bondhu:Tahole tora sobai khub ganer vokto!
Prothom bondhu:Dhur!asole ta noy,asole amader bathrumer sitkane nosto to tai!
★Dokan khola,
(6)Tonmoy:Tor coto vai akhon ki korse?
Rafi:Kisudin age akta kaporer dokan khuleselo,akhon jele ase.
Tonmoy:Kano?
Rafi:Karon dokanta khuleselo haturi diye,dorja venge!
Bangla Jokes part 2:
★Ekchetiya babsa,
(7)Bodu:Ki korsis ajkal?
Kodu:Sot pothe babsa korar cesta korse.
Bodu:Tahole to tor akchetiya babsa!
Kodu:Mane?
Bodu:Tui sara to r kew nei oi line-e!
★Ek minuter jonno manus,
(8)Vikkuk:Mago,duto vikka den,ma.
Barir malik:Barite manus nei,jao.
Vikkuk:Apni jode ak minuter jonno manus hon tahole khub valo hoto!
Bangla Jokes
★Kal ene dibo,
(9)Pocada nijer dokaner ntun kormo cari banti ke bollo”ami bari jacci dokane kono khodder ele ferabi na.Ja caise dokane na thakle onno companyr kisu akta diye bolbe ajker moto caliye nite,kal ene dibo”!
Khodder:Vai toylet pepar ase?
Banti:Na vai,Sirij kagoj ase,ajker moto caliye nin,kal ene dibo!
★Tin mataler gari cora,
(10)Tin jon matal rate akta garite uthlo driver bujlo tara matal!!driver garir engine calu kore abar bondho kore fello r tader bollo tara naki gontobboestole pouse giyese!
Tin matal gari theke namlo.tarpor….
Prothom matal:Donnobad!
Ditiyo matal:Nin dosh taka boksis dilam.
Tokhon triteo matal driverke dilo akk thappor.
Driver vablo lokta bodhoy matal na,hoyto sob kisu buje felese.tobuo driver take jigges korlo=Thappor marlen kano?
Tretiyo matal=Sala ato jore kew gari calay!arektu hole to merei felsele.
★Kisukkhoner jonno sarte hobe,
(11)Magistrate:20 taka pocket marar jonno tomake 100 taka jorimana kora holo.
Pocket mar:Amar kase matro 20 taka ase,sir.Baki taka akkhoni ene dite pare kisukkhoner jonno sarte hobe.
★Boltu O tar bondhu,
(12)Tin bondhu boner vitor diye hatese,hotat tader samne akta pori elo!
Pori:Tomader akta kore iccar kotha bolo,ami tomader sei icca puron kore debo.
Bondhu 1:Amake prithibir sobceye sundor baniye dao.
Pori:Dilam.
Bondhu 2:Amake duniar sobceye handsome cele baniye dao.
Pori:Dilam.
Boltu:Oder dujonke ager moto baniye dao!
★cinymar biye ar bastober biye,
(13)Dui bibahito bondhu Biltu ar Dublor majhe kotha hocce-
Biltu:Acca Dublo,Bolto cenyemar biye ar bastober biyer moddhe parthokko ki?
Dublo:Eta bujli na!cenymay onek jakki jhamelar por biye hoy,ar bastob jibone biyer por onek jhakki jhamela suru hoy!
Bangla Jokes part 3:
★Osukh ta asole manosik,
(14)Doctor:Cinter kisu nei,apnar cacar osukhta manosik asole uni mone koren uni osusto,asole uni osusto noy!
Kisudin por rogir khobor nite phone korlen doctor,
Doctor:ki obosta apnar cacar?
Rogir attio:Obosta khuboi kharap,uni mone koren uni mara gesen!
★Barota bajbe,
(15)Ek satro porikkhar hole prosno niye khub osthir hoy bir bir korse-
Sikkhok:Ki bepar tumi khatay na likhe ki uskhus korso?
Satro:Sir,J prosno asce likhte amar barota bahbe!
Sikkhok:tate ki akhon to matro egarota baje!
★Joutuk birodhi andolon,
(16)Shofiq saheb:Ami agami mas theke joutuk birodhi andolone nambo.ki bolen?
Rofiq saheb:Kano.E mase namben na kano?
Sofiq Saheb:E mase amar celer biye ar agami mase amar meyer biye to,tai.
★Celer asar babohar kamon?
(17)Patrir baba:Celer asar babohar kamon?
Ghotok:Niscoi valo,ek khuner mamlay tar 10 bocorer jel hoyeselo,asar babohar dekhei kotripokkho dui bosorer saja moukuf kore dise!
Patrir baba:Cele udar mansi,kintu amar meyeke cere jabe na bujlen kivabe.ghotok saheb?
Ghotok:Karon cele ajj pojonto kono girlfriend sareni.borong girlfriendrai take sere cole gese.
★Juktiniddar class colse,
(18)Sikkhok:Ami table cuyese,table mati cuyese,tar mane ami mati chuyesi.evabe akta jukti dakhaoto?
Satro:Sir,Ami apnake valobasi,apni apnar meyeke valobasen,Sutarang ami apnar meyeke valobasi!
★Vodro mohila ar cinymar manager er modhhe phonealap,
(19)Mohila:Hello,Kon cobi colse?
Manager: I love you.
Mohila:(rege giye)ideot.
Mannager:Eti goto soptahe colselo.
Mohela:(Aro ragannito hoye)Nonsense
Manager:Eti agami soptahe colbe!
★Gopon rohosso,
(20)Jonmo barsikite alkon sotau breddhoke jigges kora holo tar ei dirgho jiboner gopon rohosso ki?Briddho bollen,ekhon thik bola jacce na.akta vitamine pil,akta ayurbedik company ar akta fruit juse factory er sate dordam colse!
Welcome to the world of Bangla jokes sms. Jokes means fun and sms means messages. So you are here to get some sms for fun. Though, we are Bangladeshi and we like to share sms in bangla so here we have written all jokes sms in bangla language. Most of the people’s like to do jokes and like to laugh. It also good for our health and heart. Some people s like to share jokes sms with their girlfriends to make happy her. In the school and colleges, students like to send jokes sms to their classmates.
Here all jokes sms is collected from different sources. Some sms are translated to bangla from english. And some are written by admin of this site. You will like most our all sms because we have checked and posted only the best and more funny sms. So dear friends, lets make your friends funny and joyful. Bangla jokes.
Bangla jokes sms:
Mohila secretery tar boss ke bolche, sir apnar wife sob somoy amake sondhener dristy te dekhe keno ?
Boss: karon tomar agee se amar secretery chilo.
Meye: Maa, tumi ki biyer age “Dearm Master” chile ?
Maa: na to, kintu ei proshno keno ?
Meye: dadu, fufi sobai bole je baba tomar kothay ut bos kore.
Baba O cheler moddhe kothopokothon:
Chele: baba ami biye korbo 18 bocborer ekta meye dekho.
Baba: jodi 18 bochorer meye na pai ?
Chele: tahole 9 bochorer 2 ta hole cholbe.
Baba: Haramjada ki bolli ?
Five star hotel a kheye ek vodro lok beyara ke 5 taka boksish dilen.
: Sir, ei hotel a kheye 5 taka boksish deya mane amake opoman kora.
: Tohole koto dite hobe ?
: Ar 5 taka dilei hobe.
: Sorry, tomake dui bar opoman korar kotha vabtei parchi na.
Kodin porei bisshokafer final ! emon somoy potrikay dekha delo ekti biggapon.
“Final match er duti ticket ache, emon patri chai. agrohira chobi patha, patrir noy, ticker er.
Kormochari: Sir, ektin chuti chai.
Boss: Keno, ki korbe ?
Kormochari: Sir, amar dada……
Boss: amar dada ? goto tin mashe tumi char bar dadir mrittur kotha bole chuti niyecho
Bangla jokes sms dui bondhu:
Dui bondhu robi ar bonir moddhe kotha hocche.
Roni: bol to, ghota kore biye ar prem kore biyer moddhe parthokko ki ?
Boni: eta to khubi soja.
Roni: Ahha ! bol na .
Boni: Shon, pethokko khub sadharon, prem kore biye korle nijer premika ke biye korte hoy ar ghota kore biye krole onner premika ke biye korte hoy.
Biyer agee:
biyer kotha vaba hocche buddhimottar bipokkhe kolponar joy.
dujoni bole, tara eke onner jonno noroke porjonto jete raji.
tara emoni valobashe je valobasha ondho.
mone hoy onek jokki jamela peronor por biye korte hobe.
chelera vabe tader jibone kono vul nei.
biyer pore:
ditio biyer vaba hocche oviggotar bipokkhe asha bader joy.
tader se asha purno hoyeche, tara ek songei songsar kore.
tader chokh khule jay.
mone hoy biyer pori asole onek jokke jhamela shuru hote jacche.
thak se kotha , eta chapa howar du din pore holeo to amake basay e firte hobe. tai na ?