বিজয় নিয়ে উক্তি কবিতা ক্যাপশন

বিজয় নিয়ে উক্তি কবিতা ছন্দ ক্যাপশন স্ট্যাটাস ও কিছু কথা নিয়ে আমাদের আজকের পোস্ট । ১৬ ডিসেম্বার হলো আমাদের বিজয় দিবস । এই দিনে আমরা বাঙ্গালী জাতি হিসেবে পরাশক্তির কাছে জয় পেয়েছি । তাই এই দিন আমাদের কাছে অনেক বিশেষ দিন । এই বিজয় নিয়ে আসুন কিছু লেখা পড়ি ।

বিজয় নিয়ে উক্তি কবিতা ক্যাপশন :

১. বিজয়ের সুরে সুর মিলিয়ে, পাখি উড়ে দূর আকাশে ,সাধু গায় আপন সুরে, প্রাণের সঞ্চার ঘরে ঘরে ।

২. নেতার বক্তৃতা আর কবিদের কবিতা, তাই দিয়ে পূর্ণ হোক বিজয় ইতিহাসের পাতা ।

৩. সাক্ষী থাকে আকাশ –পাতাল আর সাক্ষী থাকে বৃক্ষ, বিজয় দূর করেছে সব মানুষের দুঃখ ।

৪. হাতে হাত রেখে, পায়ে চলে একই তালে, তেরে আসে মুক্তিকামী বিজয়ের পতাকা নেড়ে ।

৫. নেতার উক্তি আর মহান বাণী, দেয় না এনে বিজয়ের হাতছানি, সবার সম্মিলিত চেষ্টা, দিয়েছে আমাদের শত্রুমুক্ত দেশটা।

৬ .রংধনুর রঙে রাঙানো রঙিন রাঙা রথ, সেই রথই চিনে নিয়েছে বিজয়ের সব পথ ।

৭. পাঁচ একে পাঁচ, সাত একে সাত, কেটে গেছে সব দুর্দশার রাত, এসেছে বিজয় বলে, দুর্দশার রাত গেছে মানুষ ভুলে।

৮. চলে মুসাফির, করিয়া গন্তব্য স্থির, সামনেই বিজয়ের নিশান, মুসাফির তুমি পাইবে পরিত্রান।

৯. বাস্তবেই যা হবার হবে, নয় সপ্নের ঘোরে , ঐ দেখ বিজয়ের পতাকা উড়ে।

১০. আমার আমিরে চিনিতে চাই, দরিয়ার পানি গড়ায়ে যায়, দরিয়ার সম সাহস নিয়ে , বিজয়ের ব্যাশে শত্রুকে পোড়াই ।বিজয় নিয়ে উক্তি কবিতা ক্যাপশন

১১. নানা প্রাণের খেলা, ছোটে আনন্দ অশ্রুর মেলা, নারী, পরুষ, যুবা, বৃদ্ধ , ছিল সবাই শৃঙ্খলে বদ্ধ, , আজ উঠেছে বিজয়ের নিশান, তাই ছুটেছে আনন্দ অশ্রুর বান।

১২. বিজয় মানে উল্লাস, বিজয় মানে চেতনা, বিজয় মানে নতুন করে, নতুন প্রজন্মের সূচনা।

১৩. বিজিতের বেশে বিজয়ী যারা
বীরের ব্যাশে অমর হয় তারা।

১৪. ভয় কে করিয়া জয় বিজয়ীরা বিজয়ী হয়।

১৫.রক্তের বিনিময়ে নয়, নয় মৃত্যুর বিনিময়ে, বিজয় এসেছে সাহসের জোরে দৃঢ়সংকল্প ছিল শুধু মনে।

১৬. কখনো আগুন কখনো পানি শত্রুর মুখে ফোটায় বিজয়ের বাণী।

১৭. নিষ্পেষিত হোক শোষক,, শোষিত হোক উদ্ধার, বিজয়ী খুলে দিবে সব সম্ভাবনার দ্বার।

১৮. অত্যাচারীর অত্যাচার ভেঙে হোক চুরমার, বিজয় এনেছে যারা তারা ফিরে আসুক বার বার।

১৯. বিজয় আমার গর্ব বিজয় অহংকার, পেছনে বাজিয়া ছিল শত প্রাণের হুংকার।

২০. আর্তনাদ আর কান্নার রোল ভুলে, আনন্দ বাজিছে বিজয়ের ঢোলে।

২১. আকাশ বাতাস কম্পমান আজ,কম্পমান এই পৃথিবী, বিজয় কাটিয়েছে সকল আধার,শোন হে সপ্ন সারথি।

২২. রং তুলির রং এ আঁকা,শিল্পীর যত চাওয়া, ক্যানভাসে পরেছে বিজয়ের খোঁচা, যা মুক্তিকামীর চাওয়া।

২৩. নাদ বেজে যায়,আকাশের গায়, নবজন্মের সূচনা, বিজয় উল্লাসে পাই।

২৪. যত কথা,যত গান, সবই হবে অম্লান, ছোটে যদি বিজয়ের বান।

২৫. একি হল আজ, চারিদিকে নব সাজ, পুলকিত সব প্রাণ, দেখরে দেখ উড়ে ঐ বিজয়ের নিশান ।

২৬. নিজ হাতে আকাশের বুকে কত উল্লাস এঁকেছি, কারণ একটাই আমি বিজয় দেখেছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *