বিষাদ নিয়ে ক্যাপশন

বিষাদ নিয়ে ক্যাপশন উক্তি স্ট্যাটাস বাণী কিছু কথা লেখা সম্পর্কিত এসএমএস নিয়ে আমাদের আজকের পোস্ট । লিখা গুলো পড়ে খুব ভালো লেগেছে । বিষাদ কথা টা কেমন জানি কষ্টের সাথে অনেক মিল রয়েছে । তাই কথা গুলো কষ্টের কথার মতই মনে হবে । যা হোক আসুন তাহলে দেখে নেয়া যাক আমাদের আজকের ক্যাপশন বা উক্তি গুলো ।

বিষাদ নিয়ে ক্যাপশন কবিতা :

১. বিষাদ ছুঁয়েছে আজ,
মন ভালো নেই, মন ভালো নেই;
শূন্য বারান্দা, সারাদিন ডাকি
সাড়া নেই, কোন সাড়া নেই।

২. আজ আমার আছে শুধু বিষাদ,
কেউ নেই, কোথাও কেউ নেই!
শূন্য আমার বারান্দা, ফিরে চায় না কেউই,
পথ ভুল করেও কেউ আসেনা হেথায়!

Read More >>  সরলতা নিয়ে উক্তি

৩. আমার এই বিষাদ কি কখনো শেষ হবে না?
কেউ কি পা ফেলবে না আমার শূন্য দ্বারে?
আমি কি সহস্র বর্ষ এমনি করে চেয়ে থাকবো,
তাকিয়ে থাকবো শূন্যতার দিকে??

৪. তুমি আমায় ভালোবাসো না বলে
কষ্ট আমি অবশ্যই পাই,
কিন্তু সে কষ্টে আছে শুধুই বিষাদ,
নেই কোন জ্বালা, যাতনা নেই!বিষাদ নিয়ে ক্যাপশন কবিতা

৫. সব স্মৃতি মুছে ফেলা যায় না,
আকাঙ্ক্ষা নিয়ে বাঁচা যাক
বিষাদ যদি ভুলে থাকা যায়…
বিষাদ কেবল জীবনের অনুষঙ্গ,
হাসিটাই জীবন

৬. তোমার শূন্য পথের দিকে তাকাতে তাকাতে
দুই চোখ অন্ধ হয়ে গেলো!
সকল পথ বন্ধ হল, শুধু তোমার সময় হলো না-
আজ সারাদিন বিষাদপর্ব, সারাদিন তুষারপাত-
মন ভালো নেই, মন ভালো নেই।

Read More >>  দুর্বলতা নিয়ে উক্তি

৭. চাঁদকে কাল রাতে বিসর্জন দিয়েছি জলে!
তারপর একা একা তাকিয়ে দেখেছি দূরে,
যতদূর চোখ যায়, জলের অতলে
হাতে রয়ে গেছে শুধু এক মুঠো স্মৃতির বিষাদ!
অতি ভয়ানক! অতি শক্তিমান!

৮. এক কণা বিষাদ , রুখে দেয়
ফুলের সুবাস মেশা বাতাসকে!
সময়ের সাল-তারিখ একাকার করে দেয়
এককালে সুমিষ্ট ছিল যা কিছু, সবই স্বাদহীন লাগে!

৯. শুধু এক টুকরো স্মৃতির বিষাদের সন্ত্রাসে
প্লাবন আসে চোখে, নিথর হয়ে আসে মন,
কিন্তু স্পন্দনের আলোড়ন তাকে পীড়িত করে!

১০. গগনচুম্বী মিটিমিটি তারা জ্বলছে জোনাকির তালে,
জোৎস্নারা আজ হয়েছে হরণ, বিষাদের মন ভরে।

১১. তন্দ্রাহীনতায় জাগিছে নয়ন, কল্পনা বিহনে হৃদয়,
কাটবে না এই ক্লান্তি বিষাদ, ফুরিয়ে যাবে সময়!

Read More >>  বিয়ে নিয়ে উক্তি

১২. বিষাদের সঙ্গে কাটিয়েছি সারা দিন, সারা রাত
আমার মন কে সে কাবু করে ফেলেছে নির্ঘাত!
এ কেমন নাছোড়বান্দা বিষন্নতা!
যেনো চায়ের পেয়ালা ছেয়ে উপচে পড়ছে বিষাদ!

১৩. আজ তুমি নেই, নেই সেই ধোঁয়াটে কফির স্বাদ!
রোজকার সেই যন্ত্রনাও নেই, তবে আছে বিষাদ!
এক অতি ভয়ানক বিষাদ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *