গায়ে হলুদের ক্যাপশন

আজ আমরা এখানে অনেক গুলো গায়ে হলুদের ক্যাপশন ও স্ট্যাটাস দেবো আপনাদের জন্য । আমাদের লেখা এই দারুণ দারুণ ক্যাপশন গুলো আপনারা আপনাদের ফেসবুকে ছবির সাথে দিতে পারেন । অনেকেই গায়ে হলুদে অনেক গুলো ছবি তুলে সেগুলো ফেসবুকে দিয়ে থাকে, কিন্তু ছবির সাথে দেয়ার জন্য তেমন ভালো কোন ক্যাপশন খুঁজে পান না । তাদের জন্য আমাদের আজকের এই আয়োজন । তো চলুন তাহলে শুরু করা যাক ।গায়ে হলুদের ক্যাপশন

গায়ে হলুদের ক্যাপশন :

১. হলুদ বরন কনে হাসে আজ অপরূপ সাজে,
লাজুক রাঙা মনে যে তার বিয়ের সানাই বাজে।

২. আজ কন্যার গায়ে হলুদ কাল যে তার বিয়ে,
টোপর মাথায় আসবে যে বর যাবে তাকে নিয়ে।

৩. আজকের এই হলুদ সন্ধ্যায় শুধু বর কনে নয়। বরং আরো নতুন মানুষ গুলো যেন নতুন মুখ খুঁজবে।

৪. আজকের এই হলুদ রাতে সুখের গান গাও, তার সাথে বর কনেকে সবাই আশীর্বাদ দিয়ে যাও। ‌

৫. গায়ে হলুদের অনুষ্ঠানে শুধু বর কিংবা কনে কে হলুদ বরণ করলেই হবে? কার সাথে নিজের জন্যেও কাউকে খুঁজে নিতে হবে তো। ‌

৬. গায়ে হলুদ সন্ধ্যার এই সময়টুকু প্রতিটি বর কনের জীবনে এক সুন্দর স্মৃতি হয়ে থাকে। আর এই সময়টাতে পরিবার এবং আত্মীয়-স্বজন সবাই মিলে অনেক বেশি আনন্দ করা হয়।

৭. গায়ে হলুদের আনন্দে মাখামাখি হয়ে সবাই এই হলুদ সুখের আনন্দে মাতোয়ারা হয়ে যায়। আর এই হলদে রাঙ্গা স্মৃতিটুকু যেন চিরকাল সবার জীবনে চির স্মরণীয় হয়ে থাকে।

৮. গায়ে হলুদ মানে যেখানে কনে হলুদ পাখি হয়ে সেজে বসে থাকে। আর তার আশেপাশে আরো ছোট ছোট হলুদ পাখিরা কিচিরমিচির করে।

৯. গায়ে হলুদ মানে মনকে আরো হলুদ রঙে রঙিন করে তোলা। আর কিছুক্ষণ পরেই নতুন এক জীবন শুরু হবে তার অপেক্ষায় এই রঙিন মন উতলা হয়ে উঠে।

১০. বিয়ের পূর্ববর্তী আসর হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে হাজার বছরের ঐতিহ্য।

গায়ে হলুদ নিয়ে ছন্দ কবিতা স্ট্যাটাস :

১. গায়ে হলুদ মুখের হাসি বর কনে থাকুক পাশাপাশি। এই শুভেচ্ছায় মেতে উঠুক আজকের গায়ে হলুদের অনুষ্ঠান।

২. হলুদ ফুলের মিষ্টি সুবাসে এক আনন্দঘন আয়োজনে আয়োজিত হোক তোমার গায়ে হলুদের মুহূর্ত। সুখী হও, দুঃখ যেন তোমাকে না ছোঁয় হয় কখনো।

৩. আজকে তোমার গায়ে হলুদ আজকে খুশির দিন,
আরো বেশি রঙিন হোক তোমার জীবনের প্রতিটি দিন।

৪. গায়ে হলুদের আসরে যে কনেটা হাসিখুশি সেজে থাকে। সবার আড়ালে সেও মুখ লুকিয়ে কাঁদে।

৫. কে জানে কোন ব্যর্থ প্রেমিকের প্রিয়তমার আজকে গায়ে হলুদ। সবাই যেখানে খুশির ঢেউয়ে ভেসে যাচ্ছে, কোন এক হৃদয়ে তখন রক্তক্ষরণ হচ্ছে।গায়ে হলুদের ছন্দ কবিতা স্ট্যাটাস

৬. গায়ে হলুদের চাদরে সমস্ত দুঃখ যেন ঢেকে যায় তোমার জীবনে। সুখ বৃষ্টি দিয়ে ই বৃষ্টিস্নাত হোক তোমার প্রতিটি মুহূর্ত।

৭. তোমার গায়ে হলুদের আসরে আমি উপস্থিত ছিলাম। তোমার বিদায় বেলায়ও আমি থাকবো, তার বিনিময়ে এ হৃদয়কে আজীবন পাথর করে রাখবো।

৮. লাল পেড়ে হলুদ শাড়িতে বিয়ের কনে যখন গায়ে হলুদে বসে। যেন এক নতুন জীবনের হাতছানি তাকে ডাকে।

৯. বন্ধু তোমাকে গায়ে হলুদের শুভকামনা। ‌ শরীরে এবং মনে সব জায়গায়ই হলদে রঙে সুসজ্জিত হয়ে ওঠো।

১০. মেঘ বরন কনে আমার বসলো হলুদ পিঁড়িতে,
আইসো সবাই সুজন সখী আইসো আমার বাড়িতে।

১২. কাঁচা হলুদ বাটো রে ভাই গায়ে হলুদ তিথিতে,
জামাইরে দাও হলুদ ছোঁয়া আজ চাঁদনী রাত্রিতে।

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, আমাদের লেখা আজকের এই গায়ে হলুদের ক্যাপশন স্ট্যাটাস ছন্দ কবিতা গুলো আপনাদের কাছে কেমন লাগলো, তা আমাদের জানাবেন । আপনাদের কাছে ভালো লাগলেই আমাদের এই কষ্টের সার্থকতা । আমরা সব কিছু আপনাদের আনন্দের জন্যই করি । তাই আমাদের সাথেই থাকবেন । আমাদের সাইট সবার মাঝে ছড়িয়ে দিবেন । আমাদের নতুন নতুন লেখা গুলো প্রতিদিন দেখবেন । এই কামনা করে আজকের মত এখানেই শেষ করছি । ভালো থাকবেন, ভালো রাখবেন । ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *