জারুল ফুল নিয়ে ক্যাপশন কবিতা পোস্ট ছন্দ কিছু কথা নিয়ে আমাদের আজকের লেখা । জারুল ফুল দেখতে অনেক সুন্দর তাই অনেকেই এই ফুলকে খুব পছন্দ করেন । তাহলে আসুন এই ফুল নিয়ে কিছু ক্যাপশন ও কবিতা পড়ে দেখা যাক ।
জারুল ফুল নিয়ে ক্যাপশন :
১.
আমি আজও জারুল ফুল ভালোবাসি,
ময়ূরপঙ্খী রঙের ফুল গুলো ধরতে চাই
সুতো ছেঁড়া ঘুড়ির নাটাই হাতে বসে থাকি
তবু তোমার কাছাকাছি আসা হল না আমার৷
২.
আপনার জন্য গভীর রাত্রিরে আকাশ দেখি
নিঃশ্বাসে আজও জারুল ফুলের ঝাঁঝালো গন্ধ পাই
অবাধ্য হাওয়ায় মেঘদল উপরে সাঁতার কাটছে
বিভীষিকাময় তিমির ভালোবসার বাসর সাজাই।
৩.
পার্পল রঙের জারুল ফুল মাথায় গুঁজেছিলে তুমি
আমি মুগ্ধ হয়ে তোমার দিকে তাকিয়ে আছি
আমার চোখে ভাসছো তুমি, তোমার চোখে অন্য
আমার হৃদয় আকুল থাকে তোমাকে পাবার জন্য।
৪.
একগুচ্ছ জারুলের সাথে তোমার মিল খুঁজে পাই
কী গাঢ় তোমাদের সৌন্দর্য।
সেই সুন্দরের সামনে আমি নিতান্তই এক দরিদ্র প্রেমিক,
তোমার পায়ের আওয়াজে হৃদয় অধৈর্য।
৫.
আমাকে ভালোবাসো, আমার সঙ্গে হাসো।
তুমি কখনোই ছুঁয়ে দেখোনি
নীল নীল দুঃখ বা জারুল ফুল
তুমি বিনা এ আমি ছন্নছাড়া ও ব্যাকুল।
৬.
এই একলা নিশুতি রাতে
আমার কৃষ্ণ-কলঙ্ক হাতে
তোমায় দিতে এনেছিলাম
অযুত জারুল ফুল।
লাজরঙা ঐ চেহারা থেকে
সরিয়ে দিলাম চুল।
৭.
আমি তোমার জন্যই মরে যাবো
যেভাবে তোমার জন্য জন্মেছিলাম
তোমার জন্য এনেছিলাম গুচ্ছ জারুল ফুল
তোমার জন্য রেখে যাবো দুঃখ গানের সূর।
৮.
তোমার বিষন্নতায় মাখা বিকেলে
আমি রংধনু এনে রাঙিয়ে দেব
তোমার কাজল কালো কেশ
আমি জারুল ফুল এনে সাজিয়ে দেব।
৯.
শূন্যতা আমাকে কিছু উপহার দিয়েছে।
এর মধ্যে কল্পনা আমার ভীষণ প্রিয়৷
আমি শূণ্যে ভাসি, শূণ্যে মরি।
ফুলের সঙ্গে বাজি ধরি।
জারুল ফুলে সন্ধ্যা নামায়
হাসনাহেনা রাত্রি জাগায়।
১০.
হিজল বনে মেঘ নেমেছে
জারুল ফুলে রঙ জমেছে
আমার মনের গহীন কোণে
তোমার কথা লুকিয়ে শোনে
১১.
কোনো এক অশান্ত গোধুলিতে
আলো-আঁধারের আব ছায়ায়
তোমাকে একগুচ্ছ জারুল ফুল ধরিয়ে দেব
তুমি শুধু বুঝে নিয়ো,
ভালোবাসি ভালোবাসি।
১২.
একটা ছোট্ট আলাপ ছিল
একটুকরো ছায়ার নিচে,
শীতল জলের ধারায় ভিজে
গাছ সেজেছে জারুল ফুলে
গল্প গুলো, বলব তবে
অন্য দিনে, অন্যখানে।
১৩.
খোপায় জারুল ফুল
কানে রূপার দূল,
ঠোঁটে মিঠে হাসি,
তোমার গলার সূর
ভেসে যায় সুমধুর।