চুল নিয়ে কবিতা

চুল নিয়ে তিনটি সুন্দর কবিতা দিয়ে সাজানো এই লেখাটি । কবিতা গুলো আমাদের এক বোন লিখেছেন । অনেক সুন্দর এই কবিতা গুলো আপনি আপনার প্রেমিকা বা প্রেমিক কে দিতে পারেন । কারণ এগুলো মূলত রোমান্টিক কবিতা । তাই প্রেম ভালোবাসার কন্য এগুলো খুবই কাজে আসবে । যাহোক আসুন দেখে নেই সেই আসাধারন কবিতা গুলো । চোখ নিয়ে কবিতা পড়তে পারেন ।চুল নিয়ে কবিতা

চুল নিয়ে কবিতা :

১ম কবিতাঃ

তোমার ওই চুলে দেখেছিলেম মায়ার কারুকাজ,

সেই মায়াতে বিভোর আমি, স্পন্দিত হয়ে আজ।

চুলের আলোয়, চুলের নেশায় মাতাও আমায় রোজ,

চুলের খেলায় ভোলাও আমায়,চুলেই তোমার খোঁজ।

ওই চুলেতে গোলাপ আমি বেঁধেছিলেম যবে,

হারিয়ে ছিলাম অপার মায়ায়, ছিলেম না এই ভবে।

তোমার চুলের গন্ধে আমি মাতোয়ারা রই,

বলতে পারবে? চুলের রাণী থাকো তুমি কই?

Read More >>  ঘুম নিয়ে কবিতা

গিয়েছিলে আমায় তুমি যেদিন ছেড়ে চলে,

কেঁদেছিলেম অঝোর ধারায় চুলের স্পর্শ ভুলে।

মনে কি আর পড়ে না সেই মিষ্টি দিনগুলি?

শোনাতেম তোমায় হাজারো গল্প, শেষ হতো না ঝুলি।

আমার কাঁধে মাথা রেখে শুনতে তুমি সবই,

চুলগুলোও শুনতো বুঝি, বুঝতো আমায় খুবই।

তোমার চুলে আঙ্গুল বুলে শেষ হতো মোর দিন,

তোমার কাছেই ঋণী আমি, শেষ হবে না ঋণ।

 

২য় কবিতাঃ চুল নিয়ে কবিতা

ওগো কেশবতী, তোমার কেশে আদর মাখবো,

তোমার চুলে অভিমান জমা রাখবো।

একরাশ নীলচে স্বপ্ন এনে দেবো ওই ঘন কালো চুলে,

জানি তখন থাকবে না আর এক পলকও ভুলে।

এক ছুট্টে চলে আসবে আমার দুয়ার পানে,

হুমড়ি খাবে চুলগুলো ওই বুকের মধ্যিখানে।

বিনুনি গেঁথে দিয়ে তোমায় বলব কানে কানে,

Read More >>  বন্ধুত্ব এসএমএস কবিতা

রুপসী তোমায় ভালোবাসি খুব, বোঝো কি তার মানে?

অভিমান কালো মেঘে যদি ঢাকো তোমার চুল,

কূলহারা এই পথিক আমি আর পাবো না কূল।

শুধু জেনো তোমায় আমি বড্ড ভালোবাসি,

মাত করেছে আমায় তোমার ভুবন ভুলা হাসি।

তোমার চুলের মাঝেই আমার স্বপ্ন খুঁজে পাই,

তুমি ছাড়া কে আছে মোর, আর কেউ তো নাই।

লম্বা ঘন চুলেই তোমায় বড্ড লাগে ভালো,

সেই চুলেতেই যাক ঘুচে সব; যত আঁধার কালো।

টিপসঃ >>> চুল পড়া বন্ধ করার উপায়

৩য় কবিতাঃ

এলোমেলো চুল, বাতাসে উড়লো, দিল পাখিরা খোঁজ,

আমি চাই চুলগুলো হাওয়ায় উড়ুক না রোজ রোজ।

দেখবো তাদের নয়ন ভরে, আর ফুরাবে দিন,

সুয্যি ডুববে, আঁধার নামবে, হবে আলোক ক্ষীণ।

আমার তখন চায়ে চুমুক, ভাববো তোমার কথা,

Read More >>  রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা

প্যারাসিটামল লাগবে না মোর, এতেই সারবে ব্যথা।

রাত্রি নামলে ঘুমাবে যখন সর্ব জগৎবাসী,

আমি জেগে রয়ে দেখব তোমার চুলের হাসি।

চুলগুলো খুব যত্ন করে আনবে তোমার ছবি,

সেই ছবিতে মুগ্ধ হয়ে থাকবো আমি খুবই।

আঁকবো তোমার চুলের ছবি, আঁকবো তোমার চোখ,

সেই চোখেতেই জীবন আমার, মরণ হলেও হোক।

যখন আমার প্রবল বেগে আসবে ভীষণ জ্বর,

চুলগুলো মোরে ঘুম পাড়াবে, কাটবে রোগের ঘোর।

তুমি মিললেই মিলবে আমার সকল চাওয়া-পাওয়া,

আকাশ জুড়ে মেঘ করবে, বইবে দখিন হাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *