বাবুই পাখি কবিতা

বাবুই পাখি কবিতা – রজনীকান্ত সেন । ছোট বেলায় এটি পড়ে সবাই অনেক মজা করতো । এই টির মূল কথা হচ্ছে অহংকার বা বড়াই না করা । চড়ুই পাখি বাসা করে মানুষের ঘরের মধ্যে । কিন্তু বাবুই পাখি বাসা করে বড় বড় গাছের ডালে । বিশেষ করে তাল গাছের ডালে ডালে । তাই এখানে চড়ুই আর বাবুই পাখির মধ্যে কথা গুলোর মাধ্যমে মূলত কবি মানুষকেই শিক্ষা দিয়েছেন যে, বড় বাড়িতে থাকলে বা ধনী হলেই বড়াই বা অহংকার করতে নেই । আসুন তাহলে এটি পড়ে দেখা যাক ।বাবুই পাখি কবিতা

বাবুই পাখি কবিতা :

বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে
তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।”

বাবুই হাসিয়া কহে, “সন্দেহ কি তাই ?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়।
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”

– রজনীকান্ত সেন

Read More  বৃষ্টি নিয়ে কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *