মেয়েদের মন ভালো করার মেসেজ

meyeder mon valo korar message

এখানে পাবেন মেয়েদের মন ভালো করার মেসেজ এবং বউয়ের, প্রেমিকার ও প্রিয়জনের মন ভালো করার কিছু মেসেজ । প্রেমিকার মন ভালো করার জন্য আমরা কত কিছু না করি । যদি আপনি তার থেকে অনেক দূরে থাকেন, তাহলে কিভাবে তাদের খুশী করবেন । এখানে আমরা যে মেসেজ গুলো দিয়েছি, সেগুলো পাঠিয়ে দিন তাকে । দেখুন ম্যাজিকের মত তার মন ভালো হয়ে গেছে । তাই আর দেরি কেন, চলুন তাহলে শুরু করা যাক ।মেয়েদের মন ভালো করার মেসেজ

মেয়েদের মন ভালো করার মেসেজ :

১. আপনি মেয়ে, কত আয়োজন কত সংবেদনশীলতা নিয়ে ভালোবাসার জন্য অপেক্ষা করেন। আমি চাই পৃথিবীর সমস্ত মেয়েরাই তার প্রাপ্য ভালোবাসা টুকু উজাড় করে পাক।

২. খুব বেশি মন ভালো থাকলে নুপুরের ঝংকারে এই ধরনীকে উত্তাল করে তোলো। প্রতিটি ঝংকারে এক একটা কাব্য রচনা হবে।

৩. মেয়ে তুমি তাকে গ্রহণ করো। যে তোমাকে পৃথিবী ভালোবাসা দিয়ে ধন্য করবে।

৪. মেয়ে, ফুলের মতোই সৌরভময় আর নিষ্পাপ জীবন হোক তোমার। সুখের মুহূর্তগুলো ভ্রমরের মতোই ছুঁয়ে যাক তোমাকে।

৫. আপনি যদি একজন আদুরে মেয়ে হয়ে থাকেন। তাহলে ধরে নিন আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর পরিবারের সান্নিধ্যে আছেন।

৬. পৃথিবীতে তুমি যদি নিজেকে রাজকুমারী মনে করো। তাহলে নিজের ভালোবাসা এবং যত্ন দিয়ে একসময় মহারানী হয়ে ওঠো।

৭. অসহিষ্ণু হরিণী চঞ্চল দৃষ্টি দিয়ে হয়তো আপনি আপনার পৃথিবী জুড়ে ভালোবাসা খুঁজে বেড়াচ্ছেন।‌ অথচ এক সমুদ্র ভালোবাসা নিয়ে কেউ আপনার পৃথিবীতে পদার্পণ করার অপেক্ষায় আছে।

৮. আচ্ছা একটা মেয়ে কি জানে তার হাসিতে তাকে কতটা সুন্দর লাগে? যেন মুক্তো ছড়িয়ে সুখ কিনে নিচ্ছে সে।

৯.‌পরম মাতৃছায়ায় বড় হয়ে আর একটা নিরাপদ আশ্রয়স্থল ই হয় যেন আপনার ঠিকানা। প্রতিটি মেয়ে যেন পায় এক নিরাপদ আবাস।

১০. মেয়ে তোমার চোখে পৃথিবীর সব টুকু উচ্ছলতা ছড়িয়ে পড়েছে। এই চোখের বাঁধন ছেড়ে পালাবে কার এমন সাধ্য।

meyeder mon valo korar message

১১. আপনার মোহ মায়ায় আচ্ছন্ন করার গুণ দিয়ে সবাইকে জয় করে নিয়েছেন। আপনি পূর্ণাঙ্গ যে নারীর প্রতিমূর্তি ধারন করেছেন।

Read more:>>> মন ভালো করার স্ট্যাটাস

কবিতা:

তোমার হাসি, স্নিগ্ধ রোদের মতো,
দূর করে দেয় সমস্ত কালো রাত।
তুমি যখন কাছে, পৃথিবী যেন শান্ত,
তোমার প্রেমে ভরিয়ে দেয় হৃদয়ের পাত।

Read More >>  পরিকল্পনা নিয়ে উক্তি

মেয়েদের মন ভালো করার জন্য,
বিশ্বটি রঙিন হয়ে ওঠে, পূর্ণ হয়ে যায় স্বপ্ন।
তোমার ভালোবাসা, সুরেলা গান,
মনের অন্দরে বাজে, স্বপ্নের টান।

বউয়ের হাসি, প্রেমিকার চোখে ঝিলিক,
প্রিয়জনের ভালোবাসায় ভরা প্রতিটি মুহূর্ত।
তোমরা ছাড়া, জীবন এক ফাঁকা মাঠ,
তোমরা আসো, সব কিছু হয়ে যায় স্বাদ।

তোমাদের জন্য রইল হৃদয়ের শ্রদ্ধা,
শুধু ভালোবাসা, শুধু স্নেহের রেখা।
তোমরা থাকলে পৃথিবী উজ্জ্বল হয়ে ওঠে,
জীবন পথে প্রতিদিন নতুন আলো ওঠে।

বউয়ের মন ভালো করার মেসেজ :

meyeder mon valo korar message

১. প্রিয় বউ দূরত্ব কখনোই আমাদের ভালোবাসাকে কমিয়ে দিতে পারবে না। বরং তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আরো বাড়িয়ে দিবে।

২. উপহার হিসেবে আমি তোমাকে আমার জীবনের কিছু মূল্যবান সময় দিতে চাই। এই সময়ই তোমার আমার মধ্যকার সম্পর্ক গুলো আরো প্রাণবন্ত করে তুলবে।

৩. তুমি আমার অর্ধাঙ্গিনী। তাই হয়তো আমার হৃদয়ের অর্ধেকটা তোমার কাছে পড়ে থাকে।

৪. যত বার ই অভিমান করে আমার কাছ থেকে দূরে সরে যেতে চাইবে। ততবার ই আমি আরো সজীবতায় আচ্ছন্ন ভালোবাসা নিয়ে তোমার দরজায় দাঁড়াবো।

৫. তোমার রাগ কিংবা অভিমানকে খুব বেশিক্ষণ বাঁচিয়ে রেখোনা। কারণ একটু পরে আমি তোমাকে আমার বাহুডোরে বন্দী করব।

৬. পৃথিবীতে প্রতিটি স্ত্রী হয়তো তার স্বামীর ওপর একান্ত অধিকার ফলাতে চায়। মজার বিষয় হল আমরা স্বামীরাও তোমাদের কাছে নিরস্ত্র বন্দী হতে চাই।

৭. তুমি এখনো আমার কাছে নয়া বউ। তোমাকে যতবার দেখি ততবারই নয়া নয়া প্রেম জেগে ওঠে মনে।

৮. তোমার সাহচার্য এবং সংস্পর্শে এসে আমি এটুকু বুঝেছি যে, আমি পৃথিবীর সবচেয়ে ধনী স্বামী। যার কাছে তোমার মত এক নীলপদ্ম রয়েছে।

৯. তোমাকে দেখার পর সারা দিনের ক্লান্তি কোথায় যেন পালিয়ে যায়। আমার বউ, তুমি তো আমার পাওয়ার ব্যাংক।

১০. প্রতিদিন সকালে তোমার ওই রোদ্দুর হাসিটুকু‌। আমার জন্য প্রতিদিনকার সবচেয়ে সুন্দর উপহার।

১১. তুমি জানো বউ, তুমি যখন ঘুমিয়ে থাকো। মাঝে মাঝে আমি তোমাকে খুব কাছ থেকে দেখি, নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয়।

meyeder mon valo korar message

Read More:>>> মেয়েদের প্রোফাইল পিক ক্যাপশন

গান:

(সুরে গাইতে পারেন)

তোমার হাসি, আলোর রেখা,
মনের সব অন্ধকার দূর করা,
প্রেমের জোয়ারে ভেসে যাই,
তোমার প্রেমে সারা জীবন বাঁচাই।

বউয়ের চোখে প্রেমের মিষ্টি নীলে,
প্রেমিকার কানে মধুর সুরের তালে,
প্রিয়জনের ভালোবাসা খুঁজে পাই,
তোমাদের সঙ্গেই আমার জীবন সোজা হয়।

Read More >>  বিজয় নিয়ে উক্তি কবিতা ক্যাপশন

কিছু মনে রেখো, জানো কি তুমি,
তোমার প্রতিটি হাসি পৃথিবী বদলে দেয়,
সন্তুষ্টি আমার, সবকিছু তোমাতে,
ভালোবাসা ছড়িয়ে, জীবন পূর্ণ হয়ে যায়।

প্রেমিকার মন ভালো করার মেসেজ:

১. শুধু কাছে পাওয়ার জন্যই তোমাকে ভালবাসি না। বরং তোমাকে ভালো রাখার জন্য আমি কাছে আসি।

২. প্রেমিকা মানে দিনশেষে তোমার কাছে এক ঝুড়ি কথার সমর্থন পাওয়া। আর একটু নিজস্ব স্পেস খুঁজে নেয়া।

৩. আমি তোমার কাজল কালো চোখ খেয়াল করেছি। কিন্তু তোমার চোখের অব্যক্ত ভাষা আমাকে ছিনিয়ে নিয়েছে।‌

৪. ভালবাসার আগ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারিনি। তুমি আমার হৃদয়ের এতখানি জায়গা দখল করে নেবে।

৫. হ্যাঁ আমি খুব বড় একটা স্বপ্ন দেখি। ‌ আর সেই স্বপ্ন আমি তোমাকে সাথে করে নিয়েই পূরণ করতে চাই।

৬. এক গুচ্ছ লাল গোলাপ নাকি আইসক্রিম??? কোনটা দিবে আমাকে বল, প্রেমিকা হিসেবে এটুকু তো আমার জন্য করতেই পারো।

৭. প্রেমের সম্পর্কে অঙ্গীকার থাকবে এটা স্বাভাবিক। আর তোমার প্রতি আমার একটাই অঙ্গীকার থাকবে সেটা হচ্ছে, তোমাকে পাখির মতো আগলে রাখা।

৭. তোমার আমার এইভাবে দেখা হওয়া, সম্পর্কে জড়িয়ে যাওয়া। এটা কি পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘটনা নয়???

৮. যতবারই তোমাকে দেখি ততবার ই সেই প্রথম দেখার মুহূর্তের মতো ই মুগ্ধ হয়ে যাই। কি যেন এক মায়াবী বাঁধনের চাহনি তোমার।

৯. তোমাকে দেখার পর সেই যে তোমার মায়া ডোরে বাঁধা পড়েছিলাম। তারপর আর আমার মুক্তি মেলেনি।

১০. তোমার কাছ থেকে যত ভালোবাসা পেয়েছি। আমার এই অবাধ্য মন তার চাইতেও বেশি ভালোবাসা চায়।

১১. আমার পরিবারের বাইরে তুমি সবচেয়ে চমৎকার কেউ একজন। যার কাছে আমি আমার হৃদয়কে গচ্ছিত রেখেছি।


meyeder mon valo korar message

ছন্দ:

তোমার হাসি, এক রঙিন আকাশ,
মন ভালো করার এক মধুর আশ্বাস।
তুমি পাশে থাকলে, জীবন সুন্দর,
ভালোবাসার আভায় সব কিছু ভরপুর।

তুমি বউ, তুমি প্রেমিকা, তুমি প্রিয়জন,
তোমার হাসিতে খুশী, তোমার কাছে মনের মন।
তোমাদের ভালোবাসা, জীবনকে রাঙিয়ে দেয়,
পৃথিবীটা হয়ে ওঠে সুখের বাগান, চিরকাল সজীব বেড়ে যায়।

প্রিয়জনের মন ভালো করার মেসেজ:

১. তোমার মন খারাপের সময় হয়তো আমি পাশে থাকতে পারি না। কিন্তু তোমার মন ভালো করার কারণ হতে চাই।

২. প্রিয়জন মানেই প্রিয় মুহূর্তের সঙ্গী হওয়া। তুমিও ঠিক এভাবেই আমার জীবনের সমস্ত প্রিয় মুহূর্তগুলোর সঙ্গী হয়ে থাকো।

Read More >>  প্রতিজ্ঞা নিয়ে উক্তি

৩. তুমি যদি মেঘবতী হও। আমি আকাশের বিশালতা দিয়ে তোমাকে ছুঁয়ে দেবো।

৪. তুমি আমার প্রিয়জন বলেই হয়তো তোমার ভালোবাসা টুকু আমার হৃদয়ে গেঁথে গেছে। তার বিনিময়ে আমিও তোমাকে অঢেল ভালোবাসা উপহার দিতে চাই।

৫. আমার এই জীবনে তোমার মত প্রিয় জন থাকা সত্যি আশ্চর্যজনক ঘটনা। তুমি আছো বলেই হয়তো আমার আঁধার জীবনে জোনাকির মতো সুখ গুলো ও আলো ছড়িয়ে যাচ্ছে।

৬. তুমি আমার মনের বাগানে এক কমল কেয়া ফুল। যার সৌরভে সুশোভিত আমার এই সাধারণ জীবন ও অসাধারণ হয়ে উঠছে প্রতিদিন।

৭. যেদিন দুচোখে অশ্রুজল নিয়ে বলবে তোমাকে ভালোবাসি। সেদিন আমার সমস্ত পরিশ্রম সার্থক হবে।

৮. আমার প্রিয় একজন হয়ে উঠেছ তুমি। প্রতিটি মুহূর্তে আমার হৃদয়কে একটু একটু করে ভালোবাসার আগ্রাসনে গ্রাস করে নিচ্ছ।

৯. নিজেকে এখন আর একটা মনে হয় না। অন্তত আমার এটুকু বিশ্বাস আছে যে এক জোড়া বিশ্বস্ত হাত আমার হাত ছুঁয়ে আছে।

১০. তোমাকে ধন্যবাদ যে তুমি আর দশ জনের মত আমাকে দূরে সরিয়ে দাওনি। বরং আমার মত সাধারন মানুষকে আরো বেশি প্রায়োরিটি দিয়েছো।

১১. তুমি যেমন আমার প্রিয় একজন। ঠিক তেমনি আমিও তোমার প্রিয় হয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করছি, আমার ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দিও।

meyeder mon valo korar message

ছড়া:

মেয়ে তুমি মিষ্টি হাসো,
তোমার হাসিতে আকাশ ছোঁবো,
বউয়ের চোখে ঝিলিক মন ভরে,
প্রেমিকার পাশে থাকলে সুখ সাগরে।

প্রিয়জনের ভালোবাসায় জীবন পুষ্ট,
তাদের সঙ্গে থাকলে সব সুখে উষ্ণ,
তুমি থাকলে, জীবন জ্বলজ্বল,
মন ভালো করো, মিষ্টি কথায় ফুলে ফুলে।

শেষ কথা :

প্রিয় বন্ধুরা, আজ আমরা এখানে মেয়েদের মন ভালো করার মেসেজ এবং প্রেমিকার বউয়ের ও প্রিয়জনের মন ভালো করার মেসেজ দিয়েছি । আমরা চেষ্টা করেছি এখানে সবচেয়ে সুন্দর আর ভালো মেসেজ গুলো দিয়ে আপনাদেরকে সাহায্য করতে । যদি আমাদের লিখার মাধ্যমে আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে, তাহলে আমাদের সাইট সবার সাথে শেয়ার করবেন । ধন্যবাদ । ভালো লাগলে আমাদের লিখা নিচের পোস্ট গুলো পড়ে দেখতে পারেন ।

You May Also Like

About the Author:

I am Md Habibur Rahman Sohel. Like to read and write all kinds of bangla content. Mostly like bangla caption, status, poem, quotes and sms.

3 Comments

  1. এত সুন্দর লিখেছেন 💯❤️❤️🥰🥰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *