নীতি কথা

নীতি কথা বা উচিৎ কথা আজকের সমাজে বলা যায় না । তবে আমাদের উচিৎ সব সময় উচিৎ কথা বা ন্যায় কথা বলা । এটা আমাদের সমাজকে আরো উন্নত করতে সাহায্য করবে । আমাদের সমাজ আরো সুন্দর হবে । যাহোক আসুন দেখে নেয়া যাক সেই নীতি কথা ও বাণী ।

নীতি কথা ছন্দে ছন্দে :

গরম ভাতে বিড়াল নাখােশ উচিত কথায় ফ্রেন্ড,
এ জগতে উচিত কথা একেবারেই ব্যান্ড।

উচিত কথা বলতে মানা অপরাধ হয় মস্ত
বললে উচিত পদে পদে হবে অপদস্থ।

এই পৃথিবী অনুচিতের বলতে পারাে স্বর্গ
তােয়াজ করে বাঁচতে শেখাে পাবে খ্যাতির অর্ঘ্য।নীতি কথা

সবার সঙ্গে থাকতে ভালাে তােয়াজ করাে রপ্ত
নইলে তােমার জীবনটাই হবে গরম-তপ্ত।

তােয়াজ করাে অফিস গিয়ে তােমার বড় বসকে
দেখবে তবেই প্রমােশনটা যাবে না হাত ফসকে।

আরো পড়ুনঃ সুন্দর কিছু কথা

জোহু-কুমের দলে ভিড়ে গেলে নেতার সামনে
সব কিছুতেই নেতা তখন দেখবে তােমার নাম নে।

পুবকে যদি নেতা বলে এটাই পশ্চিম দিক
সঙ্গে সঙ্গে তুমিও বলাে যা বলেছেন ঠিক।

উচিত মানে সত্য কথা কেউ বলে না আজ
বললে উচিত আকাশ ভেঙে পড়ে মাথায় বাজ।

Read More  উপহার নিয়ে উক্তি

উচিৎ কথা বলতে মানা :

🙂 পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়। বরং যথা সময়ে উঠে না দাঁড়ানােই লজ্জার ব্যাপার।

🙂 তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হল তর্কে না জড়ানাে।

🙂 তুমি যতটা মূল্যবান ততটা সমালােচনার পাত্র হবে।

🙂 বুদ্ধির সীমা আছে কিন্তু বােকামীর কোন সীমা নেই।উচিৎ কথা

🙂 জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূখ।

🙂 বন্ধুত্ব একটি ছাতার ন্যায়। বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়ােজন হয়।

🙂 ভূল করা দোষের কথা নয় বরং ভূলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়।

🙂 মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না। কারণ, বন্ধুত্ব স্থাপনই অর্থাপর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম।

🙂 মানুষের সাথে সে রূপ আচরণ কর যেমন তারা পছন্দ করে। নিজের পছন্দ মাফিক আচরণ কর না।

🙂 আহমকের সাথে তর্ক কর না। কারণ,মানুষ হয়ত দুজনের মাঝে পার্থক্য করতে ভূল করবে।

🙂 তােমার স্ত্রীর রুচি বােধকে অবমূল্যায়ণ কর না। কারণ, সে তােমাকে প্রথম পছন্দ করেছে।

মূল্যবান কিছু কথা :

“অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, অথবা সুন্দর দূর থেকে। কাছে এলেই আকর্ষণ কমে যায়। কারাে সম্পর্কে যত কম জানা যায়, সে তত ভাল মানুষ।”

Read More  দর্শন নিয়ে উক্তি

‘মেয়েদের দুটি জিনিস খুব খারাপ, একটি হচ্ছে সাহস অন্যটি গােয়ার্তুমি। (শঙ্খনীল কারাগার)’

‘সন্ধ্যাবেলার এই সময়টা ভালাে না। এই সময় মানুষ বড় একাকী বােধ করে। তাদের বুক হু হু করে। অকারণেই তাদের চোখ ভিজে উঠে।’

‘পৃথিবীতে নিজে ভালাে থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালাে হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও।’

‘আমার হারিয়ে ফেলার কেউ নেই, কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই, আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি, আবার খুঁজে পাই।”

‘মানুষ হবার অনেক যন্ত্রণার একটি হচ্ছে, যা বলতে প্রাণ কাঁদে তা কখনাে বলা হয় না।’

‘সাধারন হওয়াটা একটা অসাধারন বিষয়, সবাই সাধারন হতে পারে না।’

‘স্বপ্ন টা কেমন ছিল, তা ঘুম ভাঙ্গার পরবুঝা যায়। ঠিক তেমনি কাছের মানুষ কেমন ছিল, তা শুধু হারিয়ে যাবার পর বুঝা যায়।’

‘ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার মত শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর।’

‘ভয়ংকর ভয়ের স্বপ্নে মানুষের ঘুম ভাঙে আবার অস্বাভাবিক আনন্দের স্বপ্নেও মানুষের ঘুম ভাঙে।’

‘পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা আসবে। শ্রাবন মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে। সেই অলৌকিক সঙ্গীত শােনার জন্য আমি থাকব না। কোনাে মানে হয়!’

Read More  নবীন বরণ উক্তি

‘ভালােবাসার মানুষদের খুব কাছে কখনাে যেতে নেই!’

‘যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সেই মানুষটিও আপনাকে ভেবেই ঘুমাতে যায়।’

‘খুব বুদ্ধিমান মানুষদের এটা একটা সমস্যা। নিজেদের তৈরি কথা ছােট ছােট ফাঁদে তারা নিজেরা ধরা পড়ে।’

‘লাজুক ধরনের মানুষ বেশির ভাগ সময়ই মনের কথা বলতে পারে না। মনের কথা হড়বড় করে বলতে পারে শুধু মাত্র পাগলরাই। পাগলরা মনে হয় সে কারণেই সুখি।’

‘আবেগ লুকাতে হয়, অতি আবেগ মানুষকে সামনে এগােতে দেয় না।’

‘মেয়ে মানুষ চিনেছেন বলে অহংকার করবেন না, কেননা আপনি জানেন না অন্য আর একটি মেয়ে আপনাকে কি শিক্ষা দেবে।’

About the Author:

Habibur Rahman is an expert writer about Bangla poems, romantic stories, captions, status and quotes. He is writing about all romantic and motivational quotes, poems, captions, and status messages from the past 12 years. He has completed honors and master's degrees in literature from Dhaka University.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *