অনেকেই হয়তো পাদের কবিতা খুঁজছেন । তাই এখানে কিছু পাদের কবিতা দিলাম । আসলে পাদ খুব কমন একটা বিষয় । কিন্তু মানুষ এটা নিয়ে অনেক বেশী হাসাহাসি করে । সবাই পাদ দেয়, কিন্তু কেউ এটা পছন্দ করে না । পাদ আসলেই খুব অদ্ভুদ একটা ব্যাপার । সবাই এই কাজ করে কিন্তু কেউ এটা নিয়ে কথা বলে না । খুব কম মানুষ আছে যারা এটা নিয়ে কথা বলে বা রিসার্চ করে । যাহোক আসুন তাহলে দেখে নেয়া যাক, আমাদের আজকের পাদের কবিতা গুলো কেমন ।
পাদের কবিতা :
পাদের কথা মনে এলে মুখে আসে হাসি
লোকে যখন পাদ দেয় তখন দেয় কাশি
কাশি দিয়ে পাদের শব্দ দিতে চায় ঢাকা
সবাই কিন্তু বুঝে যায় হেসে দেয় হা হা।
কারো পাদে গন্ধ বেশী, কারো পাদে কম
কেউ পেদে পেদে হয়েছে হয়রান ।
কারো পাদে শব্দ বেশী কারো কম
কারো পাদে একেবার শব্দ সীমাহীন ।
পাদ দেয় সবাই পাদে এত গন্ধ
তবুও সেই পাদ নিয়ে নেই কোন দন্দ
পাদ দিলেই সবার মনে আসে শান্তি
এদ পাদ দেয় সবাই তবুও নেই ক্লান্তি।
ভুস পাদে গন্ধ বেশি , ঢক পাদে কম
ভুস পাদ পাদতে গেলে, দিল মে লাগে দম
বোলো বম বম বম ,বোলো বম বম বম ………
যে শোঁকে সে বোমকে মরে ,যে ছাড়ে সে খুশ
আর ভুস পাদ গন্ধরাজ গন্ধেইইইইই বেহুঁশ
রাজা থেকে মহারাজা …ছাড়তেন হরদম
তাইতো ভুস পাদ …গন্ধরাজ বলেন সর্বজন
বল বম বম বম বম বম বম বম
Read more :>>> হাসির ছন্দ
পাদে পাদন্তি
পাদে শান্তি
পাদ নাই যার
পোড়া কপাল তার
বন্ধু ভেবে পাদ দিয়েছি
মাইন্ড করেছো তাই না?
মুচকি করে একটু হাসো
প্যাঁচা মুখটা চাই না।
পাদ
-দেবু বেরা
কেউ ছাড়ে ফুসফাস
দেয় বা কেউ ডড়াস ঢড়াস
সবার মাঝে লঙ্জাজনক
ছেড়ে বড় আরামদায়ক ।
কারো বা থাকে তীর গন্ধ
কারোরটা তে হান্কা চানাচুর
বেশী হলে প্রকৃতি ডাকে
আগাম তাহাতে আভাস থাকে ।
কেউ নিজে ছেড়ে দেখার অন্যকে
কেউ ভাবে আরাম আমাতে
গন্ডগোল পেটে বিরাম নাই
ছেড়ে তৃত্তি সবার তাতেই ॥
পাদ নিয়ে আমাদের এই লিখাটা কেমন লাগলো ? আশাকরি এই কবিতা গুলো পড়ে অনেক হেসেছেন । আমাদের এই লিখা গুলো যদি আপনাদেরকে সামান্যতম আনন্দ দিয়ে থাকে, তাহলে আমাদের এই কষ্ট সার্থক । এই রকম আরো মজার মজার লেখা পড়তে নিচের পোস্ট গুলো পড়তে পারেন । আমাদের সাথেই থাকবেন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর পোস্ট করি । ধন্যবাদ ।