আবেগি মনের কিছু কথা

আবেগি মনের কিছু কথা : আমাদের মন অনেক বৈচিত্র্যময় । কখনো দুঃখ পেলেও হাসি না আবার কখনো আনন্দ পেলেও কাদি । এমন টা সবার ক্ষেত্রে হয় না । যারা বেশী আবেগপ্রবণ তাদের মধ্যে এইরকম টা কিছুটা দেখা যায় । এমনে অনেক আবগি অনেক কথা আছে, যা আমাদের মনকে অনেক নাড়া দেয় । তবে আবার যারা আবেগপ্রবণ নয় তারা কিন্তু ভিন্ন রকম হতে পারে ।

আবেগি মনের কিছু কথা :

তোমার মাঝে আমার সব সুখ লুকিয়ে ছিলো
তাই তোমাকে চেয়েছিলাম সুখ পাবো বলে
কিন্তু তুমি যা দিয়েছো সুখের বদললে তার
কোন তুলনা হয় না, আসলেই তা অমূল্য
এত কষ্ট আর যন্ত্রণা তোমার দেয়া কষ্ট
আর যন্ত্রনা নিয়ে এখনো বেঁচে আছি
সুখ পাবো বলে আমার সুখ মানেই তুমি ।

প্রেম আসে মানুষের জীবনের আলো নিয়ে
আর যখন প্রেম চলে যায় কাউকে ফেলে
তখন তার মনে হয় মরন কান্না যেন তাকে ছুঁয়ে যায় ।

বড় অবেলায় পেলাম তোমায়, কেন এখনি
যাবে হারিয়ে ? কি করে বল রবো একেলা ?
ফিরে দেখ আছি দারিয়ে । কেন হটাত
তুমি এলে ? কেন নয় তবে পুরো টা জুড়ে ?
আজ পেয়েও হারানো যায় না মানা
বাচার মানে টা রয়ে যায় অজানা ।আবেগি মনের কিছু কথা

Read More >>  ভোর নিয়ে ক্যাপশন

বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এতো জল
উপহার পেতাম না, যত জল পেয়েছি তোমাকে
ভালোবেসে । বুঝতে পারিনি এত বেশী মেঘ
ছিল তোমার আকাশে । সত্যিই বড় বোকা
ছিলাম, আর আজও বোকাই রয়ে গেলাম ।
অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকবো । যত
দিন বেঁচে থাকি, তোমায় মনে রাখবো ।

একদিন চলে যাবো হয়তো দেখা হবে না
সপ্নে আসবো হয়ত চিনবে না দূর থেকে
ডাকবো হয়ত সাড়া দিবে না তাই দূর
থেকে বলছি আমায় ভুলে যেও না আই
তোমাকে অনেক ভালোবাসি ।

মনে করে কি হবে, আর সেই পুরনো কথা
যা ছিলো সুখ সব নিয়ে গেছো, আর দিয়ে
গেছো এক বুক ব্যাথা । আমি তো বেশী
কিছু চাই নি, শুধু চেয়েছিলাম তোমার
একটু ভালোবাসা । এতটুকু যদি নাই বা
দিতে পারলে, তবে কেন এত কাছে টেনে ছিলে ?
ছনলনার মায়াজালে বেধে আমায়,
কেন এত কস্ট দিলে ?আবেগি কথা বাংলা

তুই তোর মত করে ভালোবাসিস অন্য
কাউকে আজ, আমি আমার থেকে মুক্তি
দিলাম স্বপ্ন নিয়ে যাস । অন্য আকাশে
উড়ে দেখিস সুখটা কাকে বলে, ক্লান্ত হলে
ফিরে আসিস আমার চেনা ঘরে । কখনো
যদি চোখের পাতা ভিজে যায় জলে
বুঝতে পারবি পাঁজর ভাঙ্গার কস্ট কাকে বলে ।

Read More >>  শক্তি নিয়ে উক্তি

তোমার চলে যাওয়ার কথা ছিলো তুমি চলে
গেছো । আমার হারানোর কথা ছিলো আমি
হারিয়েছি, কিন্তু পার্থক্য শুধু এইটুকু আমাকে
ভালোবেসে তুমি একটু সময় হারিয়েছো আর
এই অল্প সময়ে আমি আমার পুরো জীবনটাকে হারিয়েছি ।

আমি চাইলেই তোমার জীবনকে দুঃখের
সাগরে ভাসিয়ে দিতে পারতাম শুধু তোমাকে
ভালোবাসি বলে সেটা পারি নি, কিন্তু তুমি
পেরেছো কারণ তুমিতো আমাকে কখনো ভালোবাসনি ।

জীবন থেকে যদি ফেলে আসা দিন গুলো মুছে
ফেলা যেতো তাহলে তোমার জন্যে আর
কষ্ট পেতে হত না আমি তোমাকে
ছাড়াই সুখী হতে পারতাম ।আবেগি কথার ভাষা

তোমাকে হারানোর ভয় ছিলো, এখন আমার
আর সেই ভয় নেই, কারণ তুমি তো এখন
আমার নও, তুমি হারিয়ে গেছো আমার জীবন
থেকে, এখন আর আমি তোমাকে হারানর ভয় করি না ।

Read More >>  কফি নিয়ে উক্তি

জীবনে প্রথম একজন আমাকে খুব ভালোবেসে
ফেলেছে, সে নাকি আমাকে ছেড়ে যাবে না,
আমি ছাড়া সে নাকি মূল্যহীন, আমাকে ছাড়া
সে অর্থহীন, আর সে হলো কস্ট ।

চোখা কাঁদলে বের হয় লোনা পানি, হৃদয়
কাঁদলে হয় রক্ত ক্ষরন । ভাগ্যিস এই রক্তক্ষরন
টা কেউ দেখতে পায় না । তাই তো নীরবে
রক্তক্ষরন সয়ে যাচ্ছি, গভীর কষ্টের কোন
শেষ নেই, নেই কোন সীমানা । আছে শুধু
কষ্টের তিব্রতায় ধুকেধুকে নিঃস্ব হয়ে যাওয়া ।

বেশীরভাগ মানুষই নিজেকে দুঃখী ভাবতে
পছন্দ করে । যা কিছু মানুষকে কষ্ট দেয়
মানুষ তার পিছনেই ছুটে । যে তাকে
ভালোবাসে মানুষ তাকেই এড়িয়ে চলে এবং
যা তাকে এড়িয়ে চলে মানুষ তাকেই কাছে
পেতে চায়, কারণ মানুষ কষ্ট পেতে ভালোবাসে ।

1 Comment

  1. তােমারে যে ভালােবাসতে পারলাে না ; সে অন্য কাউরে ভালােবাসুক!! 🙂

    সে টের পাক- কতটা তীব্র যন্ত্রণা নিয়ে কাউরে ভালােবাসা লাগে ‌! 💔🥀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *