আলহামদুলিল্লাহ অর্থ কি

আলহামদুলিল্লাহ অর্থ কি তা আমরা আজ এখানে জানবো । আশাকরি পুরো লেখা টা একবার পড়বেন । আমরা মুসলমান হিসেবে কয়েকটি আরবি শব্দ সব সময় বলে থাকি । তার মধ্যে একটি হলোঃ আলহামদুলিল্লাহ্‌ । চলুন দেখে নেই এই আরবি শব্দটির বাংলা অর্থ কি ।

আলহামদুলিল্লাহ অর্থ কি :

আলহামদুল্লাহ এর বাংলা অর্থ হলোঃ সকল প্রশংসা মহান আল্লাহ্‌ তায়ালার জন্য । মহান আল্লাহ্‌র প্রশংসা করা আমাদের জন্য খুবই জরুরী একটা বিষয় । কারণ আমাদের সব কিছু আল্লাহ্‌র উপরই নির্ভর করে । আর আল্লাহ্‌র প্রশংসা করলে আল্লাহ্‌ খুশী হন । সকল ক্ষেত্রে আমাদের উচিৎ মহান আল্লাহ্‌র প্রশংসা করা । তাহলে তিনি আমাদের জীবনকে আরো সুন্দর করে দিবেন ।

Read More >>  রাগ কমানোর দোয়া

কখন এটা বলতে হয়ঃ

এই শব্দ টি আমরা অনেকেই ভুল করে অন্য জায়গায় বলে ফেলি । আসুন জেনে নেই আমরা কোন কোন অবস্থায় এই কথা টি বলতে পারিঃ

১। কোন ভালো খবর শুনলে ।
২। কোন কাজে সফল হলে ।
৩। কেউ জিজ্ঞেস করলে “কেমন আছেন ?”।
৪। সকালে ঘুম থেকে উঠে ।
৫। কোন কিছু খাওয়ার পরে ।

Read More >>  এশার নামাজ কয় রাকাত

আরো অনেক ক্ষেত্রে এটা বলা যায় । কোরআন ও হাদিসের আলোকে বলা যায়- আমরা এই কথা টা যত বেশী বলতে পারি, আমাদের জন্য তত বেশী ভালো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *