বকুল ফুল নিয়ে ক্যাপশন

Rate this post

বকুল ফুল নিয়ে ক্যাপশন ছন্দ কবিতা উক্তি স্ট্যাটাস ইত্যাদি নিয়ে আমাদের আজকের পোস্ট । এই লিখা গুলো আমি নিজেই লিখেছি । মনে যেমন এসেছে, তেমনি লিখেছি । ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবেন । আর খারাফ লাগলে কিছু বলার দরকার নেই । বকুল ফুল আমার খুবই প্রিয় । তাই ভালো লাগার কথা গুলো দিয়েই নিছে কথা বা ছন্দ গুলো লিখলাম । বকুল ফুল নিয়ে তেমন কোন লিখা আমার চোখে পড়ে না । তাই এই লিখা গুলো আশাকরি আপনার কাজে আসবে । কি কাজে আসবে, তা বলবো না । তা নিজেই বুঝে নিবেন । তো যা হোক, তাহলে আর কথা না বাড়িয়ে নিচের লিখা গুলো একবার পড়ে ফেলি ।

Read More >>  আত্মীয় নিয়ে উক্তি

বকুল ফুল নিয়ে ক্যাপশন ছন্দ কবিতা :

বকুল ফুলের মালা গেঁথে বসে আছি আমি
পড়াবো তোমার গলায়, কাছে এসো তুমি ।

পানিতে ভাসছে বকুল ফুলের দল
তাদের সাথে মন ভিজিয়ে লাচবো আজি চল ।

বকুল ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমি
বলো না আজ ভালোবাসো আমায় তুমি ।

বকুল ফুল সাক্ষী, আমায় ভুলবে না কোন দিন
তোমার কাছে থাকলো আমার, শুধু এই ঋণ ।

কাছে এসে বসো আমার পাশে,
বকুলের মালা দেবো শুধুই ভালোবেসে ।

আরো আছেঃ>>> কদম ফুল নিয়ে ক্যাপশন

মনে আজ বকুল ফুলের মেলা
দুজনে আজ খেলবো প্রেমের খেলা ।

Read More >>  আত্মনির্ভরশীলতা নিয়ে উক্তি

খোপায় দেবো বকুল ফুলের মালা
মন থেকে চলে যাবে যত দুঃখ জ্বালা ।

বকুল ফুলের মিষ্টি গন্ধে আমি মাতোয়ারা,
লাগে না কিছু ভালো, শুধু তোমায় ছাড়া ।বকুল ফুল নিয়ে ক্যাপশন ছন্দ কবিতা

বকুল ফুল বকুল ফুল আমায় নিয়ে যাও
মালা করে আমার প্রিয়ার গলায় ঝুলিয়ে দাও ।

তুমি আমার বকুল ফুলের রানী,
থেকো না আর দূরে ওগো অভিমানী ।

বকুল ফুল হয়ে, থাকবো তোমার খোঁপায়
দেবো যেতে দূরে আর কোন দিন তোমায় ।

এই ছন্দ গুলো একমাত্র আমাদের নিজের লিখা, তাই এই লিখা গুলো যদি অন্য কোন সাইটে দেখতে পান । তাহলে তাদের বয়কট করুণ । কারণ তাঁরা হলো একধরণের চোর । যারা চুরি করে অন্যের লেখা নিজের সাইটে দেয়, তাঁরা সমাজের কিট । আর কিছু বললাম না । আমাদের অনেক লেখা অনেক গুলো সাইটে প্রকাশ করা হয়েছে, আমাদের কোন অনুমতি ছাড়াই । তাই তাদের ঘৃণা করুণ । এই আমাদের অনুরোধ । ধন্যবাদ ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *