হাসির এসএমএস

funny sms

হাসির এসএমএস ও মজার কিছু কৌতুক নিয়ে এই পেইজ টি প্রকাশ করা হয়েছে । আশা করি এই হাসির এসএমএস ও মজার কৌতুক গুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে । হাঁসতে কে না ভালোবাসে ? এই এমন সব হাসির sms লিখা হয়েছে যেগুলো পরে অবশ্যই হাঁসতে হবে । আরো দেখুনঃ হাসির উক্তিহাসির গল্প । এখানে কিছু মজার ছন্দও লিখা হয়েছে, যেগুলো আপনারা পড়তে পারেন এবং পারলে শেয়ারও করতে পারেন বন্ধুদের সাথে। হাসির এস এম এস

হাসির এসএমএস মজার মেসেজ :

তুলতুলে গাল তোমার নরম দুটি ঠোট,
সুন্দর ওই নাকের উপর দারুন দুটি চোখ,
রেশমি কালো লম্বা চুল, মিস্টি তোমার হাসি,
দাঁত নেই দেখে বুঝলাম বয়স তোমার ৮০ !!


আজ গরিব বলে পৃথিবীতে থাকি,
বড়লোক হলে মঙ্গল গ্রহে থাকতাম।।


শীতকাল আসছে সবার প্রেম হবে, বিয়ে হবে।
আর আমার সর্দি কাশি হবে।😎😎😎


আমি: মা আমার খুব মাথা ব্যাথা করছে।

মা: মোবাইল থেকে ওষুধ ডাউনলোড করে খা।🤨🤔🙄


ছেলে: মা আমার পকেট খরচের টাকা লাগবে।

মা: কাল থেকে লুঙ্গি পড়বি। তাহলে আর পকেট খরচ লাগবে না…!! 🤨🙄🙄


স্ত্রী বমি করলে সুখবর, আর স্বামী বমি করলে – সালা আজকে আবার খেয়ে এসছে..😂😂


১জন বিখ্যাত প্রেমিক গতকাল রাতে প্রেমিকার গালে কিস করতে গিয়ে থাপ্পড় খেয়ে অপমানে মারা গেছেন,
ভালোবাসার এই দশা;… তার নাম মশা।😊😊


বাংলা হাসির মজার এসএমএস


তোমার অসুখ হোক, তোমার ঘরে মোসা আসুক,
তোমার মাথা খারাফ হোক, তোমার স্বপ্নে ভুত আসুক,
সারা রাট শীত লাগুক, —- তা আমি চাইনা,,,
কারণ তুমি আমার ফ্রেন্ড !!!!


Read more >>> Bangla Funny Sms


আমি বোকা, আমি ছাগল,
আমি গরু, আমি পাগল,
আমি জানোয়ার, আমি রাক্ষস,
আমি স্টুপিড, ( আস্তে পড়ো, তোমার এত্ত গুলো নাম সবাই জেনে ফেলবে )


১ম বন্ধুঃ কিরে দোস্ত তোর মন খারাফ কেনো ?
২য় বন্ধুঃ আর বলিশ না, একটা বই কেনার জন্য বাবার কাছে টাকা চেয়ে ছিলাম ।
১ম বন্ধুঃ টাকা দেয় নাই ?
২য় বন্ধুঃ নাহ ! বইটা উনি নিজেই কিনে আনছে !!!


১ম বন্ধুঃ বল তো কুকুর রা বিয়ে করে না কেনো ?
২য় বন্ধুঃ একটা মালিক তো আছেই, আরেক টা দিয়ে কি করবে ?


বিয়ের আগে, বল্টুর প্রেমিকা তাকে বলছে-
ডার্লিং চাঁদ কোথায় ?
বল্টুঃ একটা আকাশে আরেক টা আমার পাশেই
বসে আছে ।
বিয়ের পর:-
বউঃ এই শুন না, চাঁদ কোথায় ?
বল্টুঃ ওই তুই কানা নাকি ???? আকাশে কি তোর বাপ
“ফিলিপস” বাত্তি জালাইয়া রাখছে ????


বল্টু : রাতে বিছানায়
শুয়ে সিগারেট
খাচ্ছে
হঠাৎ বল্টুর
মা : পাশের রুম থেকে
বলল বল্টু ধোঁয়া
দেখা যায়
কোথাও আগুন
লাগেনিতো?,
.
বল্টু: না কয়েল
জ্বালাচ্ছি মা “
.
মা: কয়েলের গন্ধ
এরকম কেন ?
.
বল্টু: মা এটা নতুন
কয়েল তাই এ রকম
গন্ধ ।
.
মা : বুঝতে পারল এবং
বলল বাবা বল্টু
এ রকম
কয়েল জ্বালাস না
.
বল্টু: কারণটা কি মা
.
মা: বলল
.
.
.
.
.
.
মশার ক্যান্সার হতে
পারে….


বাংলা হাসির sms মেসেজঃ

ইংলিশ সিনেমাতে Kiss করলেও প্রেম হয় না।
বাংলা সিনেমাতে চোখে চোখ পড়লেই
রাতে ঘুম হয় না।😍প্রেমে পড়া বারণ, একজনের প্রেমে পড়লে বাকিরা কষ্ট পাবে এটাই তার কারণ।☺️


শ্বাশুড়ি: কোনো কাজ যখন করতে পারো না, তাহলে বিয়ে করলে কিসের জন্য ?

আমি: বউ সেজে আপনার ছেলের সাথে ছবি তোলার জন্য।


স্যার: গরু আমাদের কি দেয় ?

ছাত্র: গুতো দেয় স্যার।


মন খারাপ তাই ছাদে বসেছিলাম।
পাশের ছাদে এক আন্টি তার মেয়ের কান্না থামানোর জন্য আমাকে দেখিয়ে বলল, ঐ দেখ ভুত।
কেমন লাগে বলুনতো…..☹️☹️


প্রথম বন্ধুঃ জানিস, আমাদের বাসার সবাই বাথরুমে গান
গায়।
দ্বিতীয় বন্ধুঃ সবাই ?
প্রথম বন্ধুঃ সবাই, চাকর-বাকর পর্যন্ত।
দ্বিতীয় বন্ধুঃ তোরা তাহলে সবাই খুব গানের
ভক্ত!
প্রথম বন্ধুঃ দূর, তা নয়। আসলে আমাদের
বাথরুমের ছিটকিনিটা নষ্ট তো, তাই!


পিংকি : আমাকে বল্টুর সাথে বিয়ে না দিলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব. পিংকির মা কেঁদে কেঁদে বলল, আমি তোর … বাবার সাথে পালিয়েছিলাম. তোর বড় বোন পালিয়ে গেছে ডিম ওয়ালার সাথে !! তোর ভাই গেছে কাজের মেয়ের সাথে !! তোর … চাচা পালিয়ে বিয়ে করেছে মুচির মেয়েকে !! তোর ফুফা পালিয়েছে দুধওয়ালির সাথে!! তোর ফুপি ভেগেছে মালির সাথে!!তোর চাচাত বোন রিংকি ভাগ-ল কাশেমের সাথে!! তোর বাবা ২ বার পালিয়ে গিয়েছিল পাশের বাসার করিমের বউয়ের সাথে !! এখন তুই ও পালিয়ে গেলে আমাদের মান সম্মান তো কিচ্ছু থাকবে না

Read More >>  Cricket Fitness: New Training Standards and Why Cardio Is No Longer the Key

মেয়েরা লেখা-পড়া করে বিয়ে আটকানোর জন্য।
আর ছেলেরা লেখা-পড়া করে বিয়ে করার জন্য।


মেয়েরা স্বপ্ন দেখলে হয় DREAM,
আর আমি স্বপ্ন দেখলেই হয় দোষ।


কেউ যদি আপনাকে সস্তা ভাবে,
আপনি তাকে ময়লার বস্তা ভেবে ডাস্টবিনে ফেলে দিন। 😎😎


বাবা বলেছিলেন এমন কিছু কর,
যেন মানুষ তোর পেছনে দৌড়ায়।
ব্যাস, তারপর আর কি,
ছেলেটা আজ চোর…!!! 😂😂🤣


বিয়ের কার্ডে লেখা ছিল, কোনো সিগারেট খোর বিয়েতে আসবেন না।
তাই বিয়েতে বর আসেনি। 😆😆😂🤣🤣


মা: তোর কাছে মোবাইল ছাড়া Important কি আছে…?

আমি: আছে তো মোবাইলের Charger.


ঘুম থেকে উঠে চমকে গেলাম।
আমার গলায় মালা পড়ালো কে।
পরে দেখি ওটা লুঙ্গি। 🤨🤨😄

হাসির গল্প আর মজার কথা! 😄 এখানে কিছু নতুন মজার গল্প দেওয়া হলো, যা পাঁচ বছরের বাচ্চাও সহজে পড়তে পারবে। সব গল্পই নতুন আর মজাদার!


মা: তুই সকালে উঠে কী করিস?
আমি: মা, আমি বালিশের সঙ্গে গল্প করি! 😊

বন্ধু: তুই কী খেলছিস?
আমি: আমি মেঘের সঙ্গে লুকোচুরি খেলছি! ☁️

মাসি: তুই এত চুপচাপ কেন?
আমি: আমি চাঁদের সঙ্গে ফিসফাস করছি! 🌙

দাদু: তুই বই পড়িস না কেন?
আমি: দাদু, আমি তো পিঁপড়ের গল্প শুনি! 🐜

মা: তুই এত হাসছিস কেন?
আমি: মা, আমার জুতো আমাকে গান শোনাচ্ছে! 😄

বাবা: তুই কী দেখছিস?
আমি: বাবা, আমি পাখির সঙ্গে ছবি আঁকছি! 🐦

চাচা: তুই কোথায় যাচ্ছিস?
আমি: চাচা, আমি রোদের সঙ্গে দৌড়াতে যাচ্ছি! ☀️

দিদি: তুই এত দেরি করে ঘুমাস কেন?
আমি: দিদি, আমি তারাদের সঙ্গে গল্প করি! ✨

মাস্টার: তুই কী শিখলি আজ?
আমি: স্যার, আমি শিখলাম কীভাবে হাসতে হয়! 😆

বন্ধু: তুই কী খাচ্ছিস?
আমি: আমি মেঘের তুলোর মতো আইসক্রিম খাচ্ছি! 🍦

আমার ইনবক্সে সিরিয়াস কিছু নেই — শুধু হাসাহাসি!”

আমার ইনবক্সে সিরিয়াস কিছু নেই 😌 শুধু হাসাহাসি আর ইমোজির ঝড় 😂 মুড অফ থাকলে ইনবক্স ওপেন করো 📩
স্ট্রেস? সেটা কি খায় নাকি? 🤔 আমার ইনবক্সে শুধু হাহাহা আর হিহিহি 😆 সিরিয়াস হলে মেসেজ পাঠাতে মানা 🚫
আমার ফোন vibrate করলে বুঝে নিও 📱 আবার কেউ হাসির টিকা পাঠিয়েছে 🤣 ইনবক্সে সিরিয়াস কন্টেন্ট এন্ট্রি নিষেধ 😂
যে ইনবক্সে শুধু হাসি থাকে 😁 সেখানে দুঃখ ঢুকতে ভয় পায় 😎 এটাই আমার ইনবক্স রুলবুক 📜✨
আমার ইনবক্স = কমেডি থিয়েটার 🎭 প্রতি মেসেজে নতুন শো শুরু 🤪 টিকিট ফ্রি, শুধু রিপ্লাই দিও 😜
মন খারাপ? ইনবক্স খুলে দেখো 😏 সিরিয়াস কিছু পাবে না নিশ্চিত! শুধু হাহা-হিহি আনলিমিটেড 😂
আমার ইনবক্সে নিউজ না, জোকস আসে 🗞️✖️ ব্রেকিং নয়, হেসে লুটোপুটি রোলিং 🤣 হাসি ছাড়া এক্সেস ডিনাই ✅
যে মেসেজে 😂 নেই, সেটা ইনবক্সে প্রবেশ করতে পারে না ❌ আমার সিকিউরিটি সিস্টেম খুব স্ট্রিক্ট 😎 হাসাহাসি-ওনলি জোন!।
Read More >>  Mone porar sms
থেরাপি লাগে না 😌 ইনবক্সেই লাইভ হাসি থেরাপি আছে 🥳 সিরিয়াস? ওটা পাশের বাড়িতে থাকে 😏
আমার ইনবক্সে সিরিয়াস ভাইব ঢুকলে 😒 ওটাকে আমি সাথে সাথে ব্লক দেই 🚫 কারণ এখানে শুধু হাহা-পার্টি চলছে 🎉🤣
যে মেসেজ পড়লে হেসে গড়িয়ে পড়ি 🤭 সেইগুলোই আমার ইনবক্সে ভিআইপি 😎 বাকিগুলা বাইরে ওয়েট করে 😌
আমার ইনবক্স একটা জিম 😂 এখানে শুধু হাসি-ওয়ার্কআউট হয় 💪😆 সিরিয়াস হলে এক্সারসাইজ ব্যান ❌
যে ইনবক্সে শুধু জোকস থাকে 😜 সেখানে চোখের পানি মানায় না 😌 শুধু হাসির অশ্রু আলাউড 🤣💧
আমার ইনবক্সে খবর নেই 📰✖️ কেবল গসিপ আর গ্যাগস চলে 🤭 এটা ইন্টারটেইনমেন্ট চ্যানেল 📺😂
ইনবক্স খুললেই মনে হয় 🙃 কারো না কারো মাথায় গণ্ডগোল ছিল 🤪 কারণ সব মেসেজই পাগলামি 😂
মন খারাপ হলে ওষুধ খেও না 💊❌ আমার ইনবক্সে একবার ঢুঁ মেরে যাও 😉 ফ্রি তে হাসির ট্রীটমেন্ট পাবা 🤣
শুধু সিরিয়াস মেসেজ পাঠায় যারা 😑 তারা আমার ইনবক্সের ব্ল্যাকলিস্টে 😎 হাসির স্কোয়াড ওনলি ক্লাব! 😂🎉
আমার ইনবক্সে কেউ স্যার-স্যার বলে না 🙅‍♂️ শুধু “ওই পাগল ওঠ!” টাইপ মেসেজ 😝 এইভাবেই টিকে আছি সুখে 🤣।

হাসি নিয়ে উক্তি

১. হাসলে মন ভালো হয়! 😊

রিমি রহমান

funny sms

 

২. ফুল হাসে, আমিও হাসি! 🌸

সোহান আলী

৩. মেঘের সঙ্গে হাসি, মজা পাই! ☁️

তানিয়া খান

৪. পাখি গান গায়, আমি হাসি! 🐦

আরিফ হোসেন

৫. চাঁদ হাসে, আমিও হাসি! 🌙

মিমি সুলতানা

৬. রোদ আমাকে হাসতে বলে! ☀️

রাকিব মিয়া

৭. তারা হাসে, আমি নাচি! ✨

সাবা ইসলাম

৮. বৃষ্টি হাসে, আমি খেলি! 🌧️

নিলুফার বেগম

৯. গাছ আমাকে হাসতে শেখায়! 🌳

জুয়েল রানা

১০. পিঁপড়ে আমাকে গল্প বলে! 🐜

ফারহানা আক্তার

১১. আমার জুতো আমাকে হাসায়! 👟

সাইফুল হক

১২. বালিশ আমাকে স্বপ্ন দেখায়! 😴

রিয়া মণ্ডল

১৩. আমি হাসি, আকাশ হাসে! 🌈

তুষার আহমেদ

১৪. ফুল আমাকে গান শোনায়! 🌷

মৌসুমী রায়

১৫. আমার খেলনা আমাকে হাসায়! 🧸

কামরুল হাসান

১৬. মাছ আমাকে সাঁতার শেখায়! 🐟

সুমি আক্তার

১৭. আমি হাসি, সূর্য হাসে! ☀️

রাফি শেখ

১৮. তারা আমাকে গল্প বলে! 🌟

নাজমা বেগম

১৯. আমার বই আমাকে হাসায়! 📚

সজীব হোসেন

২০. পাতা আমাকে নাচতে বলে! 🍃

তানজিনা রহমান

funny sms

 

২১. আমি হাসি, মেঘ হাসে! ☁️

আসিফ আলী

২২. আমার ঘড়ি আমাকে হাসতে বলে! ⏰

Read More >>  ছ্যাকা খাওয়া স্ট্যাটাস

রুমা খাতুন

২৩. ফুল আমাকে হাসি দেয়! 🌸

সোহাগ মিয়া

২৪. আমি হাসি, পাখি গান গায়! 🐦

ফারিয়া ইসলাম

২৫. চাঁদ আমাকে স্বপ্ন দেখায়! 🌙

রুবেল হোসেন

২৬. আমার কলম আমাকে হাসায়! ✒️

মাহি আক্তার

২৭. বৃষ্টি আমাকে খেলতে বলে! 🌧️

শাহিনুর রহমান

২৮. আমি হাসি, গাছ হাসে! 🌳

তাহমিনা বেগম

২৯. আমার খাতা আমাকে গল্প বলে! 📓

আরমান শেখ

৩০. আমি হাসি, সবাই হাসে! 😄

সুমনা রায়

funny sms

হাসির ছন্দ

হাসি দিই, হাসি নিই,
মেঘের কাছে গান শুনি! ☁️
পাখি বলে, হাসো তুমি,
ফুলের সঙ্গে খেলো ভালো! 🐦
চাঁদ হাসে, আমিও হাসি,
রোদের সঙ্গে দৌড়ে বাসি! ☀️
তারারা বলে, হাসতে থাকো,
হাসির জগতে সুখ রাখো! ✨

হাসির স্ট্যাটাস

আমি সকালে উঠে সূর্যকে হাসি দিলাম! 🌞

আমার কুকুর আমাকে লুকোচুরি খেলতে বলে! 🐕

মেঘ আমার সঙ্গে গান গায়! 🎵

আমার জুতো বলে, চল দৌড়াই! 🏃‍♂️

আমি চাঁদের সঙ্গে গল্প করি! 🌕

আমার বালিশ আমাকে স্বপ্ন দেখায়! 🌙

পিঁপড়ে আমাকে তার গল্প শোনায়! 🐾

আমি ফুলের সঙ্গে হাসি! 💐

আমার পেন্সিল আমাকে ছবি আঁকে! 🖍️

আমি রোদের সঙ্গে লুকোচুরি খেলি! 🌤️

আমার বিড়াল আমাকে গান শোনায়! 🎶

আমি তারাদের সঙ্গে নাচি! 💃

আমার বই আমাকে গল্প বলে! 📖

আমি পাখির সঙ্গে উড়তে চাই! 🕊️

আমার ঘুম আমাকে হাসায়! 😄

আমি বৃষ্টির সঙ্গে খেলি! ☔

আমার খেলনা আমাকে গল্প শোনায়! 🎠

আমি মাছের সঙ্গে সাঁতার কাটি! 🐠

আমার জানালা আমাকে রোদ দেখায়! 🌇

আমি গাছের সঙ্গে ফিসফাস করি! 🌿

আমার ঘড়ি আমাকে হাসতে বলে! ⌚

আমি আকাশের সঙ্গে হাসি! 🌤️

আমার কলম আমাকে গান লিখতে বলে! 🖋️

আমি পাতার সঙ্গে নাচি! 🍂

আমার ব্যাগ আমাকে গল্প শোনায়! 👜

আমি সূর্যের সঙ্গে গান গাই! 🎤

আমার খাতা আমাকে ছবি আঁকে! 🗒️

আমি তারার সঙ্গে গল্প করি! 🌠

আমার কুকুর আমাকে হাসায়! 🐕‍🦺

আমি ফুলের সঙ্গে খেলি! 🌼

funny sms

হাসির কবিতা

হাসি দিয়ে দিন শুরু,
মেঘের সঙ্গে লুকোচুরি! ☁️
পাখি গান গায় আকাশে,
আমি হাসি তার পাশে! 🐦
ফুল হাসে, আমিও হাসি,
রোদের সঙ্গে খেলতে বাসি! ☀️
তারারা বলে, হাসো আরও,
হাসির জগতে ডুব দাও! ✨

হাসির ক্যাপশন

হাসি দিয়ে দিন শুরু করি! 🌞

মেঘের সঙ্গে হাসি, মজা পাই! 🌥️

আমার জুতো আমাকে হাসায়! 🥾

চাঁদের হাসি, আমার হাসি! 🌝

ফুলের সঙ্গে হাসি দিই! 🌼

পাখি গান গায়, আমি হাসি! 🎶

রোদ আমাকে হাসতে বলে! 🌤️

আমার বালিশ আমাকে হাসায়! 🛏️

তারার সঙ্গে হাসি দিই! 🌠

বৃষ্টির সঙ্গে খেলি আর হাসি! ☔

পিঁপড়ে আমাকে গল্প শোনায়! 🐾

আমার খেলনা আমাকে হাসায়! 🎈

গাছের সঙ্গে হাসি দিই! 🌴

আমার বই আমাকে গল্প বলে! 📖

মাছ আমাকে হাসতে শেখায়! 🐬

আমি হাসি, আকাশ হাসে! 🌈

আমার ঘড়ি আমাকে হাসায়! 🕒

ফুল আমাকে হাসি দেয়! 💮

আমার কলম আমাকে গান লিখতে বলে! 🖊️

পাতার সঙ্গে হাসি আর নাচি! 🍂

আমার ব্যাগ আমাকে গল্প শোনায়! 👜

সূর্য আমাকে হাসতে বলে! 🌞

আমার খাতা আমাকে হাসায়! 📘

তারা আমাকে গল্প শোনায়! ✨

আমার কুকুর আমাকে হাসায়! 🐕

ফুলের সঙ্গে খেলি আর হাসি! 🌷

আমি হাসি, মেঘ হাসে! ☁️

পাখি আমাকে গান শোনায়! 🐥

চাঁদ আমাকে স্বপ্ন দেখায়! 🌜

আমি হাসি, সবাই হাসে! 😄

    funny sms

    হাসির গান

    আমি হাসি, তুমি হাসো,
    ফুলের সঙ্গে গান গাও! 🌸
    মেঘ বলে, চল খেলি,
    লুকোচুরি, হাসি মেলি! ☁️
    পাখি গায়, আমি নাচি,
    রোদের সঙ্গে হাসি বাঁচি! ☀️
    তারারা হাসে, চাঁদ হাসে,
    হাসির গানে সবাই ভাসে! 🌙

    শেষ কথা

    হাসি আমাদের মন ভালো করে! 😊
    ফুল, পাখি, মেঘ সবাই হাসে! 🌸
    চলো, আমরা সবাই হাসি দিই,
    মজার গল্প বন্ধুদের বলি! 🐦
    হাসির জগতে থাকি সবাই,
    হাসি দিয়ে দিনটা কাটাই! 😄

    You May Also Like

    About the Author:

    I am Md Habibur Rahman Sohel. Like to read and write all kinds of bangla content. Mostly like bangla caption, status, poem, quotes and sms.

    3 Comments

    1. এটা তো একদম সোজা ।
      ১নং এর উত্তর: মুখমণ্ডল ।
      এবার ব্যাখ্যা:
      চারতলার জঙ্গল হচ্ছে মাথার চুল । তিনতলার ২সিসি ক্যামেরা হচ্ছে দুই চোখ । দোতলার দুটি গর্ত হচ্ছে নাক । প্রথম তলার বড় গর্ত হচ্ছে মুখ ।

    2. সেই রকম।
      ভাইয়া আমার দুইটি ধাধা আছে?
      উত্তর টা দিয়েন।
      ০১। চার তলায় জঙ্গল, তিন তলায় সি সি ক্যামেরা, দুই তলায় দুটো গর্ত, এক তলায় একটি বড় গর্ত।
      জানাবেন উত্তরটা কি?
      ০২। রাস্তা দিয়ে তিনটি মহিলা একই শাড়ি পড়ে যাচ্ছে, একটি লোক প্রশ্ন করল তোমরা তিন জনে কি হও?, আরেকজন মুহুর্তেই প্রশ্ন করল তোমাদের শাড়ির দাম কত? [ দুই ব্যাক্তির প্রশ্নের উত্তর একটা।]
      জানাবেন উত্তরটা নিশ্চয়।
      ধন্যবাদ।

      আমি দুই নং প্রন্শ উত্তর দিতে পারবো। উত্তর হচ্ছে ৩০৩ তিনশতিন মেয়ে ৩জন শতিন ও শাড়ীর দাম ৩০৩ টাকা

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *