রাত জাগা নিয়ে স্ট্যাটাস

রাত জাগা নিয়ে স্ট্যাটাস ক্যাপশন কবিতা এসএমএস উক্তি নিয়ে পোস্ট করা হয়েছে এখানে । আমরা অনেকেই প্রায় সময় অনেক রাত জেগে থাকি । তখন মন চায় রাত জাগা নিয়ে কিছু স্ট্যাটাস দেই ফেসবুকে । কিন্তু তৎক্ষণাৎ লেখা নাও লাগতে পারে । তাই এখানে আপনাদের জন্য কিছু স্ট্যাটাস রেডি করেছি । লেখা গুলো স্ট্যাটাস আকারে ফেসবুকে শেয়ার করতে পারেন যে কেউ ।

রাত জাগা নিয়ে স্ট্যাটাস :

১ . রাত জাগা পাখি তুমি আমার কাছে এসো,
অল্প আলোয়, হালকা ছোঁয়ায় আমায় ভালোবেসো।

২. রাগ জাগার ক্ষণকালে তোমাকে চাই প্রিয়।

৩. প্রতিদিন রাত জাগি তোমার কথা ভেবে ভেবে।

৪. রাত জাগার অনুভূতিটা ই অন্যরকম। যা তুমি, আমি সবাইকেই মোহিত করে দেয়।

৫. রাত জাগার ওই আনন্দময় মুহূর্ত টাকে আমি কখনোই মলিন হতে দিতে চাইনা।রাত জাগা নিয়ে স্ট্যাটাস

৬. আমরা তো রাত জেগেই স্বপ্ন দেখি; কারণ আমরা মানুষ।

৭. প্রতি রাতে তোমার কথা মনে পড়ে। তাইতো তোমার কথা ভেবে ভেবে আমি প্রতিদিন বেশি বেশি রাত জাগি।

৮. রাত জাগার বেলাটা ই সবচেয়ে মধুময় মুহূর্ত।

৯. প্রতিদিন রাত জাগলে, আক্ষরিক অর্থে হয়তো, আগামীর ভোরের আলো এবং প্রভাতের সূর্য টাকে মিস করবো। কিন্তু তাতে কি?- আমার রাত জাগার সঙ্গী যে তুমি! তাই তো এই রাত জাগার চেয়ে আর অন্য কিছু বেশি স্পেশাল হতেই পারে না।

১০. প্রতিদিন রাত জেগে জেগে, চোখের নিচে কালি ফেলে ফেলে, আমাদের সেই মধুময় স্মৃতি গুলোকে চারণ করি।

১১. রাত জাগার অসুখ আমাকে ছেয়ে ফেলেছে; তোমার আগমনে।

১২. হ্যাঁ, আমি রাত জাগি। আমি ইনসোম্যানিক। রাত আমার কাছে অতি ভয়ঙ্কর।

১৩. রাত জাগতেও তেজ লাগে; যা সবাই পারেনা, যা সবার মধ্যে নেই।

১৪. রাত জাগার বেলায়, ফুলের পাপড়ি বিছিয়ে, চারিদিকে ফুলেল শোভা ছড়িয়ে, তুমি আমার কাছে এসো প্রিয়। আমাদের সেই মুহূর্তটা যে খুবই স্পেশাল!রাত জাগা নিয়ে ক্যাপশন

১৫. প্রতিদিন রাত জেগে তোমার কথা ভাবি। কিন্তু, বিপরীতে তুমি কি আমার কথা ভাবো?

১৬. রাত জাগলেই কেন তোমার ঐ মায়াভরা মুখটা আমার সামনে ভেসে ওঠে?- বলতে পারো প্রিয়?

১৭. আমি রাত জেগে আঁকি, তোমার ঐ মায়াবী কাজল-কালো চোখের হাতছানি। আমার ক্যানভাস জুড়ে তেল-রঙ ছড়িয়ে দিয়ে আমি শুধু তোমায় আঁকি, শুধু তোমায়। আমার কল্পনা জুড়েও শুধু তুমি ই বিরাজমান।

১৮. চোখ বুঝলেই আমার সামনে ভেসে ওঠে সেই বিভীষিকাময় রক্তকালো রাত্তির। যে রাতে আমাকে ছেড়ে গিয়েছিলে তুমি। সেই ভয়াবহ রাত আমাকে তাড়া করে বেড়ায়। তাই তো আমি ঘুমাতে পারি না। জেগে থাকি প্রতি রাত।

১৯. আমি রাত জাগি বলে আমার উপর অভিমান করে- প্রভাতের পাখির কিচিরমিচির ডাকগুলো, এক গুচ্ছ সোনালি প্রভাত, রক্তলাল ঔ সূর্য। কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। কেননা, আমি রাত জাগলেই তোমাকে যে পাই!

২০. প্রতিদিন রাত জাগলে নাকি চোখের নিচে কালি জমে যায়, চেহারা নষ্ট হয়ে যায়? কিন্তু কই? আমার চেহারা তো তোমার ভাবনায় প্রতি রাতে আরো আলোকিত হয়ে যায়।

২১. ও আমার রাত জাগা পাখি! তোমার সুরেলা আওয়াজ শোনার আশায় আমি প্রতি রাত জাগি।

২২. কে বলেছে?- “রাত জাগা” খারাপ?- তাকে বলে দাও- পৃথিবীর সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো তো রাত্রেই তৈরী হয়।

২৩. বিজ্ঞানীরা রাত জেগে জেগেই তো এতশত আবিষ্কার করেছে! তারা যদি রাত না জাগতো তাহলে আমরা এত্ত এত্ত যান্ত্রিক উপহার পেতাম না।

২৪. সে যদি জানতো- আমি প্রতি রাত জাগি তাকে ভেবে ভেবে, তার ছবি বুকে আঁকড়ে ধরে, তার ওড়নার চেড়া অংশ গলায় জড়িয়ে রেখে- তাহলে সে কী আমায় ফিরিয়ে দিতো?

২৫. আমি কারিগর নই যে, রাত জেগে আগামীর ভোরটা কে তৈরী করব।

২৬. রাত জাগলে তোমার পরশ কেনো জানি আমার চোখ-মুখ বুলিয়ে যায়!।

২৭. রাত জাগা কারোর কাছে মধুময়, আবার কারোর কাছে দুঃখের। কারো রাত কাটে প্রেমিকার সাথে ফোনালাপ করতে করতে, আবার কারোর বা প্রেমিকা কে হারানোর বেদনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x