সাইরি ভালোবাসার রোম্যান্টিক সায়েরি

সাইরি নিয়েই আমাদের এই পুরো সাইট । পুরো সাইট জুড়ে পাবেন- ভালোবাসার, প্রেমের, রোম্যান্টিক, শুভ সকাল সহ আরো হাজার হাজার বাংলা সাইরি । তবে এখানে কিছু সুন্দর সুন্দর বাংলা ভালোবাসার রোম্যান্টিক সাইরি দেয়া হয়েছে । আশাকরি এগুলো আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে ।সাইরি বাংলা ভালোবাসার সাইরি

সাইরি ভালোবাসার রোম্যান্টিক:

**কাউকে ভালোবাসা কঠিন কাজ নয়।
কঠিন হল কারো মনে ভালোবাসা সৃস্টি করা।**

**ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে,
ভালোবেসে ভালোবাসাকে বেঁধে যে রাখে।**

**সত্যিকারে ভালবাসা যা,
সে অতি অপমান’’আঘাত করলে..
হাজার ব্যাথা দিলেও তাকে ভোলা যায় না..!!**সাইরি রোম্যান্টিক

**যে মানুষ যত বেশি গম্ভীর..
সে মানুষ ততবেশি রাগী..
তবে তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি..!!**

**আমি তাকেই ভালবাসি যে,
আমাকে বিশ্বাস করে।
আমি তাকেই বিশ্বাস করি
যে আমাকে বুঝে।**

**জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া ভার,
যে হবে শুধুই আমার।
আমার সুখ দুঃখে যে রবে পাশে,
এমন মানুষকেই ভালবাসার মন খুঁজে।**

>**রাজার আছে অনেক ধন,
আমার আছে একটি মন।
পাখির আছে ছোট্র বাসা,
আমার মনে একটি আশা,
তোমায় শুধু ভালোবাসা।**

Read More >>  Happy mothers day bangla sms

**একটি প্রকৃত ভালবাসা হতে পারে
দৈহিক অথবা ঐশ্বরিক।
সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা
শাশ্বত ও অধিক শান্তিপূর্ন।**সাইরি প্রেমের

**তুমি যদি বাসো ভালো,,
চাঁদের মতো দেব আলো,,
যদি আমায় ভাবো আপন,,
হব তোমার মনের মতন,,
নদী যেমন দেয় মোহনা,,
তোমার ই আমি তোমার উপমা,,**

**এসে গেলো ফেবরুয়ারী,,
মন চায় প্রেমে পরি..
আমি এখন একা,,
কবে পাবো তোমার দেখা..
কোথায় গেলে তোমায় পাই,,
মন যে শুধু চাই..
১৪ ফেবরুয়ারী GIFT টা যেনো আমি পাই..!!**

**এতো কষ্ট পেয়েও,
তোমাকে ভুল বুঝিনি ।
এতো দূরে রয়েও,
তোমাকে ভুলে যায়নি ।
নির্ঘুম রাত জেগেও,
স্বপ্ন নিয়ে বেঁচে আছি ।
কেনো জানো ?
তোমায় খুব ভালোবাসি তাই ।**

**আমি প্রেম কি জানিনা,
আমি প্রেম কি বুঝিনা,
শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে!
কে জানে হায় কোন আগুনে,
মরিব আমি এই ফাগুনে ।**

**যদি তুমি মনে করো সুখে নেই,
সুখে নেই,সুখে নেই.
তবে তুমি ফিরে আসো এখনো
আগের মতো ভালবাসি তোমাকেই..!!**

Read More >>  ইউনিক ক্যাপশন বাংলা

রোম্যান্টিক ভালোবাসার সায়েরি :

**প্রথম দেখায় কখনো ভালবাসা হয় না।
যা হয় তা হল ভাল লাগা।
আর সেই ভাল লাগা নিয়ে ভাবতে থাকলে
সৃষ্টি হয় ভালবাসার।**

**আজকে তুমি রাগ করছো,
দু:খ পাবো তাতে।
কালকে যখন মরে যাবো,
রাগ দেখাবা কাকে?
বিধির বিধান এই রকমি,
একদিন তো যাবো মরে।
বুঝবে সেদিন তুমি,
ভালোবাসতাম শুধু তোমাকে…**

**ভালোবাসাকে যদি
শস্যক্ষেত্র রুপে কল্পনা করা হয়,
তবে বিশ্বাস তার বীজ।
আর পরিচর্যা হলো আবেগ।**

**একজন প্রেমিকের কাছে
চন্দ্র হলো তার প্রেমিকার মুখ ।
আর জোছনা হলো প্রেমিকার দীর্ঘশ্বাস ।**

**ফুলের প্রয়োজন সূর্যের আলো,
ভোরের প্রয়োজন শিশির,
আর আমার প্রয়োজন তুমি,
আমি তোমাকে ভালবাসি।**

**প্রেম এক সুখ পাখি!
পুষতে হয় বুকের খাচায়।
সেই প্রেম পৃথিবীতে কাউকে
হাসায় আবার কাউকে কাঁদায়।**

**তোমায় আমি বলতে চাই,
তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই।
ভালবাসি শুধু তোমায় আমি,
জনম জনম ভালবাসতে চাই।**

**মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো।
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা।
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাজীবন।**

Read More >>  Bangla miss you sms

**পৃথিবীতে সেই সবচেয়ে ধনী।
যার একটি সুন্দর মন আছে,,
যার মনে নাই কোন অহংকার,,
নাই কোন হিংসা।
আছে শুধু অন্যের জন্য ভালোবাসা.**

**যে মানুষ হাজার কষ্টের মাঝেও
তার প্রিয় মানুষ টিকে মনে রাখে।
সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষ টিকে ভালবাসে।
সে তাকে কখনো ভুলতে পারে না।**

**ঝেড়ে ফেলো অভিমান,ছুঁয়ে দেখ এই প্রাণ।
বন্ধ দুচোখের নিভু নিভু কালোয়,
যে আলোয় ভেসে আসো তুমি।
মনে হয়,মিশে যাই,তোমার আরো কাছে…**

**জানিনা এই অবুজ হৃদয় কার অপেক্ষাই আছে
জানিনা এই সরল মনে কার জায়গা হবে
শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখব
সারা জীবন তাকেই ভালবাসবো.**

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *