রোমান্টিক এসএমএস

রোমান্টিক এসএমএস মেসেজ নিয়ে আমাদের এই পোস্ট । প্রিয় বন্ধুরা আপনাদের জন্য এবারে থাকছে কিছু অন্যরক সুব্দর রোমান্টিক sms মেসেজ । এই এসএমএস গুলো খবই সুন্দর এবং আশা করি সবার কাছে খুব ভালো লাগবে । অনেক মেসেজ অনলাইনে পাওয়া যায়, তবে খুব রোমান্টিক sms খুব বেশী পাওয়া যায় না । তাই আমরা এখানে সেই কথা মাথায় রেখে এই রোমান্টিক sms গুলো লিখা হয়েছে ।romantic love poem bangla

রোমান্টিক এসএমএস :

আমি আকাশের সব তারা এনে দেবো,
তোমাকে আলোকিত করবে বলে ।
আমি পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান বানিয়ে দিবো,
তোমাকে সুগন্ধ ছড়াবে বলে ।
আমি পৃথিবীর সব কবিকে এনে দেবো,
তোমাকে নিয়ে কবিতা লিখবে বলে ।

৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩

তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রান,
তুমি আমার একলা মনের মিষ্টি অভিমান ।
তুমি আমার চোখের ভিতর আছো বৃষ্টি হয়ে,
ধরার বুকে বৃষ্টি হলে তোমায় মনে পড়ে,
আজ খুব বেশী মনে পড়ছে তোমাকে,
জানি ঘুম হবে না রাতে ।

৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪৪

জসনার আলো, রেশমি চুলে লাগে বড় ভালো,
ঠোটে তোমার হালকা হাসি, লাগে আমার ভালো ।
তুমি দৃষ্টি থেকে দূরে, মন থেকে দূরে নয়,
তুমি বাস্তব থেকে দূরে, স্বপ্ন থেকে দূরে নয় ।
তুমি আমার থেকে দূরে, ভাবনা থেকে দূরে নয় ।

Read More  Bangla premer sms

রোমান্টিক sms

ভালোবাসা মানে হাজারো কবিতার চরন গুলি,
ভালোবাসা মানে শিল্পির আঁকা রংতুলি,
ভালোবাসা মানে সুদুর আকাশের তারা গুলি,
ভালোবাসা মানে আমাবস্যার রাতে জোসনা পাওয়া,
ভালোবাসা মানে অন্ধ বিশ্বাসে তোমার কাছে জাওয়া,
ভালোবাসা মানে অভিমানি হয়ে বসে থাকা ।

৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬

তুমি বৃষ্টি ভেজা পায়ে,
সামনে এলে মনে হয়-
আকাশের বুকে যেন
জল ছবি একে যায় ।
তুমি হাসলে বুঝি মনে হয়-
স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয় ।

৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭৭

আমি প্রজাপতি হলে,
তোমার কাছে উড়ে যেতাম ।
গোলাপ হলে তোমায় খোঁপায়
নিড় রচনা করতাম ।
আর মেহেদি পাতার রং হলে,
তোমার হাত ধরে রাখতাম ।bangla picture love

রোমান্টিক মেসেজঃ

বাবা যখন বোকা দেয়,
তখন আমার কিছু ভালো লাগে না,
যখন দখিনা বাতাস বয়
তখন এই মনে আমি একা থাকি না,
আর যখন তুমি হাসো…
এই দুচোখ ফেরানো যায় না ।

৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮৮

একটু যদি তাকাও তুমি
মেঘ গুলো হয় সোনা,
আকাশ খুলে বসে আছি
তাও কেনো দেখছো না ?
একই আকাশ মাথার উপর,
তাও কেনো এক ভাবছো না ।।

Read More  Bangla Eid Mubarak Sms

৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯

খুঁজে দেখো মনের মাঝে
আমি আছি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়
হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সেই স্বপ্নের মাঝে,
পাবে তুমি আমায় ।

রোমান্টিক লাভ মেসেজ

তুমি আকাশের ওই নীল
আমি মেঘে মেঘে স্বপ্নিল,
তুমি হাওয়া হয়ে আসো
শুধু আমাকেই ভালোবাসো,
তুমি মনের আলপনা
তুমি সেই প্রিয় কল্পনা…
তুমি ছুঁয়ে দিলে এই মন…
আমি উড়বো আজীবন ।

১১১১১১১১১১১১১১১১১১১১১

মাঝে মাঝে মনে হয়, তুমি আমার সব,
তোমাকে না দেখিলে কষ্ট হয় অনুভব ।
স্বপ্ন বুনি রাশি রাশি, তোমায় নিয়ে দিবানিশি,
তুমি ছাড়া জীবন আমার ভাবা অসম্ভব ।

২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২২

তুমি আমার অন্ধকারের আলো,
মিষ্টি ঝরে কানের দুলে
রোদ মাখানো সকাল জমে,
তুমি আমায় বাসো ভালো ।।।

১৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩৩

একটু একটু প্রেম আর একটু একটু সুখ,
এই ভালোবাসা পেয়ে ভরে গেছে আমার বুক ।
অনেক সাধনার পরে পেয়েছি তোমায়,
তাই তোমাকে আর হারাতে চাইনা কোন অবেলায় ।
পিছনে ফিরে তাকাতে আর ভালো লাগে না,
মিলনের মধুর মুহূর্ত টা কেনো আসে না …

bangla pictures romantic

হৃদয়ের ভাষা বুঝা বড় দায়,
ভুল করে কেউ প্রেমে পড়ে যায়,
যদিও এই কথা মিথ্যে নয়,
ভালোলাগা শেষে ভালোবাসা হয় ।
তবুও ভালোলাগা আর ভালোবাসা এক নয় ।

Read More  Bangla miss you sms

১৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫

যদি মন কাঁদে আমি আসবো বরষা হয়ে,
যদি মন হাসে আসবো চাঁদ হয়ে,
যদি মন উড়ে, আমি আসবো পাখি হয়ে,
যদি মন খোঁজে আমি আসবো…
খুজেই দেখনা !!!

১৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬

কিছু বৃষ্টির জল অশ্রু হিসেবে দিলাম,
কিছু ফুলের কাঁটা বেথা হিসেবে দিলাম,
কিছু সুখ নিরদাবি করে দিলাম,
কিছু দুঃখ ধার হিসেবে দিলাম,
অবশেষে কিছু গোলাপ
শুভেচ্ছা হসেবে দিলাম …

About the Author:

Habibur Rahman is an expert writer about Bangla poems, romantic stories, captions, status and quotes. He is writing about all romantic and motivational quotes, poems, captions, and status messages from the past 12 years. He has completed honors and master's degrees in literature from Dhaka University.

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *