রঙিন ছবির ক্যাপশন কবিতা ছন্দ স্ট্যাটাস পোস্ট ও কিছু কথা নিয়ে আমাদের আজকের এই আয়োজন । এখানে আমরা অনেক গুলো খুব সুন্দর সুন্দর ফেসবুক ক্যাপশন দিয়েছি আপনাদের জন্য । এই লিখা গুলো লিখতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে । এগুলো পড়ে আপনারা যদি খুশী হন, তাহলেই আমাদের এই কষ্ট সার্থক । এই লিখা গুলো আমাদের নিজস্ব লিখা, তাই এগুলো অন্য কোথাও দেখতে পেলে তাদের বয়কট করবেন । আশাকরি আমাদের সাথেই থাকবেন । আসুন তাহলে দেখে নেয়া যাক, আমাদের আজকের লিখা গুলো ।
রঙিন ছবির ক্যাপশন ও কবিতা :
রঙিন ছবি গুলোই আছে এখন আমার সঙ্গী হয়ে,
তুমি তো আর নেই, আমি আছি একাই নিঃসঙ্গ হয়ে ।
রঙিন ছবি গুলো আজ দুসর হয়ে গেছে,
তুমি তো আর নেই, তোমার দেয়া সৃতিই আছে ।
আমার রঙিন দুনিয়ার রঙিন ছবি তুমি
তোমার রঙিন দুনিয়ার দুসর ছবি আমি ।
রঙিন ছবির জীবন ছিলো আমার, আজ
সব হারিয়ে সাদাকালো ছবিতে পড়ে আছি ।
তোমার স্বপ্ন গুলো রঙিন ছবির, আমার গুলো দুসর,
বলেছিলে ঘর বাধবে আমার সাথে, বাধবে সুখের বাসর ।
একদিন হবে দেখবে, সবই হবে
থাকবোনা শুধু আমি,
সৃতি জুড়ে থাকবে শুধু
কিছু স্বপ্নিল রঙিন ছবি
রংহীন এই দিন গুলোকে
অতীতেই ফেলে রাখি,
তার সাথে তো কল্পনাতে
রঙিন হওয়া বাকি ।
একমুঠো রং এর প্রয়োজন পড়ে নেভাতে সাদা কালো জীবনের দহন
স্মৃতির নদিবনের”ভাঙ্গা গড়া” শব্দটা নোঙর বীধলে ফিকে সাতকাহন।
অবশেষে ধুয়ে মুছে সাফ রঙিন মন
খসে গেছে তারা বাতসে বিসর্জন ।
আমার একমাত্র সঙ্গী সেই সব রঙিন ছবি এখন,
যেগুলো ছিলো আমাদের দুজনের হাসি তখন ।
আমাদের রঙিন ছবি আজ দুসর হয়ে গেছে,
ফিকে হয়ে গেছে আমার সব অতীত ।
রঙিন ছবির ভালোবাসা তোমায় আমি দিলাম,
তোমার কাছেই আছি, তোমারই তো ছিলাম ।
মনের ভেতর বাসা বেধেছে ছোট্ট রঙিন আশা,
তুমি আমার ভালোবাসা, তোমার কাছেই আসা ।
চল হারিয়ে যাই রঙিন ছবির দুনিয়ায়,
যেখানে থাকবে না কষ্টের কালো দিন গুলো ।
রঙে রঙে রঙিন হোক তোমার জীবন,
রঙিন ছবি লেগে থাক তোমার ভুবন ।
রঙের মাঝে হারিয়ে যাবো আজ আমরা দুজন
রঙিন ছবির কেনভাসে ভাসবো সারাক্ষন ।
মনের মাঝে আছে অনেক স্বপ্ন গাঁথা,
রঙিন ছবি মালায় দেবো আমার ভালোবাসা।
রংধনুর সাতটি রং দিয়ে সাজিয়েছি এই মন
রঙিন ছবির এই কেনভাসে তোমাকে স্বাগতম ।
রঙিন ছবির দুনিয়ায় আমি এক সাদা কালো
তুমি ছাড়া আর কিছু লাগে না যে ভালো ।
মনের মাঝে তোমার রঙিন ছবি এঁকেছি
কত রং কত অতীত ফেলে এসেছি ।
আমাদের এই ক্যাপশন গুলো কেমন লাগলো ? যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলেই আমরা সার্থক । এমন আরো অনেক সুন্দর সুন্দর ফেসবুক ক্যাপশন ও স্ট্যাটাস ও কবিতা পেতে আমাদের সাথেই থাকুন । আর কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতি । আপনাদের উৎসাহ পেলে আমরা আরো নতুন নতুন ক্যাপশন ও কবিতা নিয়ে হাজির হবো । আজ এই পর্যন্তই থাক । সময় থাকলে নিচের পোস্ট গুলো পড়ে দেখতে পারেন । কথা দিচ্ছি ভালো লাগবেই । ধন্যবাদ ।