ভাই বোনের কবিতা

ভাই বোনের কবিতা আমার কাছে খুব ভালো লাগে । এখানে দুইটা কবিতা দিয়েছি ভাই বোন সম্পর্কে । আশাকরি অনেক ভালো লাগবে । ভাই বোন এর ভালোবাসা পবিত্র এবং মজার । আমরা ছোট থেকে বড় হই একসাথে । তাই আমাদের এই ভাই বোন এর সম্পর্কটা থাকে সব সার্থের উর্ধে । আমার প্রিয় এক বোন এই কবিতা গুলো আমাকে উপহার হিসেবে নিজে লিখে দিয়েছে । আমার খুব পছন্দ হয়েছে , তাই এখানে আপনাদের সাথেও শেয়ার করলাম । তো চলুন দেখে নেই কবিতা দুটি ।

ভাই বোনের কবিতা :

 

১। সম্পর্ক
চাঁদের সাথে সূর্য যেমন, ভাইয়ের সাথে বোন
সম্পর্ক না ছিন্ন হবে, তারা আপনজন।
চিন্তাধারার ভিন্নতা থাক, হোক না ঝগড়াঝাটি
তবু তাদের মাঝেই পাবে অকৃত্রিম খুনসুটি।
দূরত্বটা যতই থাকুক, অভিন্ন আত্না
আপন মাঝেই তাদের পাওয়া সকল পূর্নতা।
সুসময়ে ছায়ার মতো যদিও থাকে পাশে,
বিপদেতে সবার আগে তারাই কিন্তু আসে।
বায়না তাদের হরেক রকম, আবদারের পসরা
মিললে ভালো, না মিললেও নেই তেমন ঝামেলা।
গ্রহণ লাগুক চন্দ্রে সূর্যে; ভাইয়ে বোনে না
রক্ত তাদের বলে কথা, এক যে তাদের মা।
সম্পর্কটা অটুট থাকুক, অটুট বন্ধন
সুভাষ ছড়ায় ভাইয়ে-বোনে, যেন চন্দন।
পবিত্রতার মানে লোকে শিখুক তাদের থেকে
সম্পর্কের গভীরতা মাপুক বিশ্বলোকে।

Read More  Kazi nazrul islamer kobita

আরো আছেঃ প্রেমের কবিতা

২। আমার দাদা
বিভূতির থাক দূর্গা-অপু; আমার আছো তুমি
দরকারে ঠিক থাকবে পাশে, সে তো ভালোই জানি।
মনে পড়ে ছেলেবেলার ডানপিটে সে দিন,
ঝাপসা চোখে স্মৃতি দেখি, ব্যাথাটা চিনচিন।
সন্ধ্যাবেলা চারু বলে, সেই যে মায়ের হাঁক
আমার হয়ে বলতে তুমি আরেকটু মা থাক।
সেই যে আমার জলে ডোবার মিথ্যে খবরখানি,
আত্মাছাড়া- ছন্নছাড়া- পাগল যেন তুমি
ঘরের দোরে পা রেখে সেই প্রানে পাওয়া পানি
ঘাট হয়েছে, কান ধরেছি- মাফ চেয়েছি আমি!
ভুলে কেন যাও যে তুমি, বোনটি আমি তোমার
তুমি থাকতে এ সংসারে ক্ষতি কি হয় আমার!
চাওয়ার আগেই সব পেয়েছি তুমি আছো তাই
বিপদেতে তোমার কাছেই মিটে আমার ভয়।
আজকে আমি ছন্দ গাথি বুঝলে দাদাভাই
ভালোবাসি খুব যে তোমায়, বলা হয় নি তাই।

কবিতা গুলো লিখেছেন
” সাকিসেফ উম্মে ফাতেমা “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *