ভালোবাসার পিকচার , ভালোবাসার ছবি ও এসএমএস নিয়ে আমাদের আজকের পোষ্ট । আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে । আমরা এই ভালোবাসার পিকচার গুলো নিজেরাই বানিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য ।
ভালোবাসার পিকচার :
ওই আকাশের চাঁদের মতো তোমায় ভালোবাসি
মনের কষ্ট মুছে যায় দেখলে তোমার হাসি
তোমার মনের মধ্যে খানে রেখে দিও আমায়
জীবনে মরনে থাকবো পাশে ভুলবোনা তোমায়
মনের মাঝে স্বপ্ন সাজাই শুধু তোকে নিয়ে
তোরে ছাড়া অবুঝ হৃদয় চলবে কি দিয়ে ?
তুই আমার নয়নমণি অন্ধকারের আলো
তুই ছাড়া এক মুহূর্তও লাগে না যে ভালো ।
তুমি আমার অবুঝ পাখি ভালোবসার জান
তোমায় ছাড়া কেমন করে বাঁচে আমার প্রান
সত্যি তোমায় ভালোবাসি ওগো জানের জান
তোমার জন্য দিয়ে দিবো আমার অবুঝ প্রান
রোমান্টিক পিকচার :
এখানে আরো কিছু রোম্যান্টিক ভালোবাসার পিকচার দেয়া হয়েছে । আশাকরি এগুলো ও আপনাদের কাছে অনেক ভালো লাগবে । ভিবিন্ন রকমের পিকচার আমরা এখানে দিয়েছি, যাতে করে সবাই এই পিকচার গুলো এখান থেকে নিতে পারে এবং সবার সাথে শেয়ার করতে পারে ।
হৃদয়ের সীমানায় রেখেছি যারে
হয়নি বলা আজও ভালোবাসি তারে
ভালোবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি
কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি ।
তুমি সন্ধ্যা রাতের শেষ তারা
মিটি মিটি ঝোনাকির আলোর ধারা
তুমি গভীর রাতের চাঁদ
ওই বাঁশ বাগানের ফাঁকে
তুমি আছো হৃদয় ঝুড়ে
আমার স্বপ্নলোকে ।
তুমি হলে আধার ঘরে
সন্ধ্যে প্রদীপ আলো
তুমি না ই বা বাসতে তাতে কি-
আমি তোমায় ভীষণ বাসি ভালো ।
ভালোবাসি তোমায় আমি ভালোবেসে যাবো
মনের মধ্যে একটা আশা তোমায় আমি পাবো
তুমি হয়তো আমার উপর রাগ করতে পারো
রাগ যদি করো তুমি ভালোবাসবো আরো ।
তুমি যদি সূর্য হও – আমি ছায়া হয়ে তোমায় থাকবো
তুমি যদি রাত হও – আমি চাঁদ হয়ে তোমার বুকে ভাসবো
তুমি যদি বাতাস হও – আমি ঘুড়ি হয়ে তোমার সাথে নাচবো
তুমি যদি মানুষ হও – আমি নিঃশ্বাস হয়ে তোমায় ভালোবাসবো ।
কেন যেন তোমার কথা আজও মনে পড়ে
ভালোবাসার কাব্য লিখি বন্ধু তোমার চোখে
একবার যদি আসতে ফিরে আমার মনের তীরে
আমার শূন্য মনে বাধিতাম বাসা তোমায় আমি ঘিরে