স্কুল বিদায় বেলার কবিতা

স্কুল বিদায় বেলার কবিতা স্ট্যাটাস ছন্দ ও ক্যাপশন নিয়ে আমাদের আজকের পোস্ট । আমরা সবাই স্কুল জীবন পার করি অনেক হাসি কান্না আর আনন্দ বেদনার মধ্য দিয়ে । অনেক সৃতি জড়িয়ে থাকে আমাদের সবার স্কুল জীবন । বিদায় বেলায় আমরা বিদায় অনুষ্ঠান করি । তখন আমাদের প্রয়োজন হয় কিছু সুন্দর কবিতা । আর তাই আমরা এখানে ২ টি সুন্দর কবিতা দিলাম আপনাদের জন্য । চলুন তাহলে দেখে নেয়া যাক কবিতা দুটি ।স্কুল বিদায় বেলার কবিতা

স্কুল বিদায় বেলার কবিতা স্ট্যাটাস ছন্দ :

কবিতা ১ঃ

সকাল ফেলে শেষ বিকেলের ছায়া
ছেয়ে আছে শত মায়া;
এ আঙিনা বলে”বিদায়”
দেই আর দেই না, মন তো ভীষণ কাঁদায়।

স্কুলের সেই বেজে ওঠা ঘন্টা
শুনবো না কভু আর করবো না লাফালাফি।
শেষ বিকেলের মত নেমে এলো সন্ধ্যা।
জীবন প্রবাহমান কিন্তু স্কুলেই পরে রয় মনটা।

Read More >>  বসন্তের কবিতা ও ছন্দ

ফেলে যাওয়া শত স্মৃতি,
ব্লাকবোর্ডের সাদা চকে জামা ভরতি।
ঘাসেরা জানায় বিষাদের বিদায় অভিবাদন
এ বেলা থেমে যাক সব, জমুক বুকে অনন্ত কাদন।

স্তব্ধ হয়ে যাক ঘড়ির কাটা
ধুলো না জমুক জুড়ে বইয়ের পাতা।
বেজেছে স্কুলের সেই ধাতব ঘন্টা,
বাতাসে ভাসে দুঃখের বার্তা
স্কুলের এ আঙিনা জুড়ে দাঁড়িয়ে ঠায়,
বেলা শেষে তবুও বলতে হয় বিদায়।

ভারি হয়ে উঠেছে মেঘের কায়া
বাজিয়ে স্কুল বেলার বিদায় বেলা
যে ঘন্টায় একদিন ছিলো খুশির ফোয়ারা
সেই ঘন্টায় আজ কেবল বিষন্নতার ছায়া।

কবিতা ২ঃ

Read More >>  Get auto insurance quotes

দুঃখ কাদায়,ভেসে আসে বিষাদের সুর,
বিদায় বেলার কবিতা দিয়ে সাজায় কবিরা
এই আঙিনা, থাকি যতই না দূর।
হবে না আর খাওয়া শিক্ষকদের সেই বকুনি
হবে না পাওয়া সেই আদর ভালোবাসা মাখা খুনসুটি।

বন্ধুদের সাথে মারামারি,
টিফিনের বক্স নিয়ে কাড়াকাড়ি,
চারপাশে বিদায় ঘন্টা শুনি
কালই মনে পরবে এই সকল স্মৃতি
বিদায়ের হাত ধরে চললেও,
ফেরার আজও দিন গুনি।
সেই সুরে স্বপ্ন বুনি।

আজ এ বেলাশেষের গান ও কবিতায়
লিখে বিদায় সবুজ ঘাসের রঙ।
ডেকে যায় নীল এ আকাশ,
বিষাদে ভরা স্নিগ্ধ বাতাস।
যে ঘাসে মেখেছি আলো
পেছনের বেঞ্চে ফেলে আসা ধুলো জমা সেই স্মৃতিই আজ মিষ্টি-মধুর লাগছে ভালো।

ছিড়ে যাওয়া ব্যাগ, ছিড়ে যাওয়া জুতো
বিদায় সুরে হয়ে উঠে স্মৃতিময়
ক্যান্টিনের সেই হুরোহুরি।
যেভাবে বাজে শঙখ ধ্বনি, ছুটে যাব না আর করবোনা মাঠে দৌড়াদৌড়ি।

Read More >>  নদীর কবিতা

নতুন বইয়ে ভরা সেই ব্যাগ
হবে না আর কাধে তোলা।
শুতে যাব না আর এই প্রাঙ্গণে,
তবুও কি যাবে স্কুলকে ভোলা।

বিদায় আজ এ বেলা বিদায় জানাই
স্কুল বিদায়ের এই মিলন মেলাতে,
রেখে যাই সকল স্মৃতি এ বিদায় বেলাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *