মন ভালো করার কবিতা

মন ভালো করার কবিতা পড়ে, আসুন মন ভালো করি । কবিতা পড়ে মন ভালো হয়ে যাবে আশা করি । দেখে নেয়া যাক সেই কবিতা গুলো ।

মন ভালো করার কবিতা :

সকাল বেলা বিদায় ক্ষনে বউটি আমায় বলে,
আজকে তুমি একটু আগে বাসায় এসো চলে ।

জিজ্ঞেস করি ব্যাপারটা কি বায়না কেন এমন,
বউটি বলে আসো আগে তুমি যেন কেমন ?

অফিস শেষে ২টা বিশে ফিরে আসি বাসায়,
মিষ্টি বউয়ের বিশেষ চমক চোখে দেখার আশায় ।

Read More >>  ভাই বোনের কবিতা

নানান রকম তরকারীতে খাবার টেবিল ঠাসা,
নতুন বউয়ের কান্ড দেখে হারিয়ে ফেলি ভাষা ।

ভাল- ভাল খাবার দেখে করিনাকো লেট,
জলদি করে টেবিলে এসে টেনে নিলাম প্লেট ।

হঠাৎ দেখি বউটি আমার মাথায় দিয়ে হাত,
আস্তে বলে “একটু বসো রাধিনি যে ভাত ।

অপেক্ষাতে সময় কাটে মিনিট বিশেক হলো,
রাইস কুকারে রান্না ভাত বউটি নিয়ে এলো ।

খুশী মনে দুজন মিলে করি খাওয়া শেষ,
ভাতের কথা পড়তে মনেই চলে হাসির রেশ ।

Read More >>  চল চল চল কবিতা

মনের মত কবিতা :

তুমি কতো ভালোবাস
তাইতো তোমার এত অভিমান
আমি অবুঝ ব্যস্ততায় সারাবেলা
আমার ভালোবাসা খুবই ম্লান।

তুমি কতো প্রতীক্ষায় থাকো
মোবাইল রিংটোন বাজবে কখন
আমার কর্মব্যস্ত অসহায় জীবন
ব্যর্থ করে তোমায় প্রতীক্ষা সারাক্ষণ।

তুমি আমি দুইদিকে বহুদূরে
তবু ভালোবাসা ক্ত অমলিন
তুমি শতভাগ আমি কিঞ্চিত
তবু প্রতীক্ষা কাছাকাছি ক্লান্তিহীন।

তুমি আমি দুটি প্রাণ এক আত্না
অভিমান তোমার অমূলক নয়
ভালোবাসা যার বুকেতে রয়
অভিমান তো হায় তাকেই মানায়।

Read More >>  বৃষ্টি নিয়ে কবিতা

ওগো প্রাণপ্রিয়া ওগো বধুঁয়া
তোমার লাগিয়া আমার হিয়া
পুড়ে- পুড়ে যায় সারাক্ষণ সারাবেলা
রে অভিমানি তুমিও রাখ জানিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *