নীরবতা নিয়ে কবিতা ও ছন্দ

নীরবতা নিয়ে কবিতা ও ছন্দ গুলো আপনাদের জন্য শেয়ার করলাম । কবিতা গুলো লিখেছেন- তায়েবা যোহরা তাসমি । কবিতা গুলো পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে । সাধারণত এই ধরণের কবিতা খুব একটা খুঁজে পাওয়া যায় না । আমার কাছে এই ধরণের কবিতা গুলো খুব ভালো লাগে । আপনি যদি কবিতা প্রেমী হয়ে থাকেন, তাহলে আশা করি আপনার কাছেও এই কবিতা গুলো পড়ে খুব ভালো লাগবে । তাহলে আসুন কবিতা গুলো একবার পড়ে দেখি ।নীরবতা নিয়ে কবিতা ও ছন্দ

নীরবতা নিয়ে কবিতা ও ছন্দ :

১।
ধূসর আকাশ আবছা আলো,
ভাসছে দেখো মেঘের কালো ।
দমকা হাওয়ায় সপ্ন উড়ায়
দু হাত ভরে কুড়িয়ে নিও,

মন মাঝারি , দিচ্ছো উকি,
খুঁজছো নাকি, আমায় তুমি?

খুঁজো না আর,অন্তরালে,
এই যে আমি অন্ধকারে।

এই আঁধারের বঞ্চনায়
আর কালো মেঘের লাঞ্ছনায়।
নিরব কথার আপস ধাঁধায়
কেউ কাহোকে শুনবেনা।

তবুও কানে গুঞ্জবে কথা
হোক না যতই নীরবতা।

নিরব আমি নিরব তুমি,
কঠিন তব এ বাস্তবতা।

 

২।
জ্বালিয়ে মোমের বাতি
নিশাত প্রহরণ।
বানিয়াছি আমি খুঁজিতে নিজের ভাতি।
অতি আলো তে ভুলিয়া গিয়াছি
সেরা অর্জিত খ্যাতি।
কত সমাদর কত যে প্রণাম সবই বনিলো আজ ব্যাধি।
পৃষ্ট তাহার জবাব খুঁজিতে গেলাম দ্বারেদ্বার
বুঝিলাম ইহা দোষ কারো না, দোষী যে যার যার।
অতি আলোতে ভুলে যে সবাই আঁধারে আলোর প্রীতি
নিজেকে বানাতে শ্রেষ্ঠতম দূর করি এই ভীতি।
তবে না গড়িবে আমার দ্বারা শীর্ষ জাতের জাতি।

Read More  হাসি নিয়ে কবিতা

চুপ করে কেন, কেন এই নীরবতা,
গর্জে ওঠো না প্রাণ?
নিরব থাকার দিন গেল যে,
এবার করো নিজেরে দান।

৩।
আমি চাই নি তোমার আড়ষ্ট চাহনি
চাইনি সে বিমুখ পরিভাষা
তোমার চোখের মিয়্রমানতায়
দেখছ এক মিথ্যা প্রতিবিম্ব
দেখনি আমার কূকড়ে মরার
বিমর্ষ কিছু দৃশ্য
দেখছ আমার বিরক্ততা
বুঝনি আমি তো তৃষ্ণ
শুভ্রতা আমার অংশু হলে
তুমি যে তাহার কৃষ্ণ।

নিকোটিনের ধোয়ার ধোয়াশায়
আলো সাজে,আজ-এ ম্রিয়মাণ পৃথিবীতে
মহাকাশের নক্ষত্র সাজে বিষাদে
দুঃখ খুঁজে নিকোটিন বুক পাঁজরে!

থাকবো না হয়ত এই ভুবনে
লিখব এপিটাফে নাম,
ধোয়াশার শহর জুড়ে ভাসবে ধোয়া
শুন্যতা লিখেই হবে পূর্ণতা ছোঁয়া,
শহর জুড়ে জমবে আলোর মেলা।
তোমার শহরে এই তাহলে নিরবতার খেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *