কিছু সুন্দর প্রেমের স্ট্যাটাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আশা করি প্রেমের ছন্দ গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে । এই ভালোবাসার ছন্দ গুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি । যদি কোন ভুল ত্রুটি থেকে থাকে তাহলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । আর যদি ভালো লাগে তাহলে আমাদের সাইট আপনার ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করবেন । সবাইকে অনেক ধন্যবাদ ।
প্রেমের স্ট্যাটাস :
সূর্য গেছে মেঘের বাড়ি ডুবে গেছে বেলা
একটু খবর নিলে না যে আমায় ভুলে গেলা
আকাশের ঐ নীরবতার কোন জুড়ি নাই
মনে রেখো আমি তোমায় আজও ভুলি নাই
হাতে হাত রেখে আমি দেবো তমায় কথা
ভালোবেসে কোনদিন দেবো না গো ব্যথা
ভালোবেসে আমায় তুমি করে নিও আপন
তোমায় আমি রাখবো বুকে করিয়া যতন
গরমে শীতল পাটি শীতে হব কাঁথা
রোদে হব ছায়াপথ বৃষ্টিতে হব ছাতা
বিপদে বন্ধু হব কষ্টে ভাগীদার
জোসনা হয়ে থাকবো পাশে নামবে না আধার
জীবনের স্বপ্ন নিয়ে বেধেছে একটি ঘর
তোমাকে পাবো বলে সাজিয়েছি প্রেমের বাসর
আবেগ ভরা মনে অফুরন্ত ভালোবাসা
সারা দেয় কোনে কোনে শিহরন জাগে মনে
তোমাকে পাওয়ার আশায়
বসন্তের ফুল দিবো তোমায় দিবো কোকিলের গান
গ্রীস্মের তাপ দেব, দেবো ফলের গ্রান
বর্ষার বৃষ্টি নাও তুমি নাও মাছের স্বাদ
শরতের সাদা আকাশ হবে তোমার পাবে মন্ত্র ধানের ভাত
শীতে দিবো তোমায় কুয়াশার চাদর
মিষ্টি রোদে পাবে তুমি নতুন ভোর ।
গরুতে করে হালচাষ ছাগলে করে নষ্ট
অসতে করে খারাপ কাজ সতে পায় কষ্ট
ছাগলের মুখে মানেনা বাধা মানে না কোন নিষেধ
সে করবে পরের ক্ষতি এটাই তার বিবেক
স্বপ্ন আমার অনেক ছিল বন্ধু তোমায় ঘিরে
স্বপ্ন দিয়ে কেন তুমি আসলে না আর ফিরে
মন যে আমার অচিন পাখি নেই তার কোন খোজ
বন্ধু তোমায় মনে পড়ে সকাল সন্ধ্যা রোজ ।
আসলে এই ছন্দ বা ছড়া গুলো ফেসবুকে স্ট্যাটাস আকারে দিতে পারেন । এগুলো মূলত রোমান্টিক প্রেমের ছোট কবিতা । কবিতা গুলো পড়ে খুব ভালো লাগলো, তাই এখানে স্ট্যাটাস আকারে দিলাম । যাতে করে সবাই তাদের সোশ্যাল একাউন্টে শেয়ার করতে পারেন । অনেক অনেক ধন্যবাদ ।