সূরা ফালাক

সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ ফযিলত ও আরবি দেয়া হলো এখানে ।

মদীনায় অবতীর্ণ সূরা আল ফালাক পবিত্র কুরআনের ৩০ পারার ১১৩ তম সূরা। এই সূরায় সর্বমোট ৫টি আয়াত আছে। পুরো সূরায় প্রকাশ-অপ্রকাশ্য সকল প্রকার অনিষ্টতা বা ক্ষতি থেকে মহান আল্লাহর কাছে প্রার্থনা করার কথা বলা হয়েছে। অসুস্থ হলে বা ঘুমানোর আগে এই ফযিলতপূর্ণ সূরা পড়া সুন্নত। তাছাড়া এই সূরা পাঠেও অনেক সহজ ও সাবলীল। নীচে সূরা ফালাকের আরবী ও বাংলা উচ্চারণসহ বাংলা সহজ অর্থ দেওয়া হলো।

সূরা ফালাকের আরবিঃ

: بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
قُلْ أَعُوذُ بِرَ‌بِّ الْفَلَقِ
مِن شَرِّ‌ مَا خَلَق
وَمِن شَرِّ‌ غَاسِقٍ إِذَا وَقَبَ
وَمِن شَرِّ‌ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
وَمِن شَرِّ‌ حَاسِدٍ إِذَا حَسَدَ

Read More >>  ইসলামিক এসএমএস

সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ :

বিসমিল্লাহির রাহমানির রাহিম

১. কুল্ আ’ঊযু বিরব্বিল্ ফালাক্ব্
২. মিন্ শাররি মা-খলাক্ব্
৩. ওয়া মিন্ শাররি গ-সিক্বিন্ ইযা-ওয়াক্বাব্
৪. ওয়া মিন্ শাররিন নাফ্ফাছাতি ফিল উক্বাদ্
৫. ওয়া মিন্ শাররি হা-সিদিন ইযা-হাসাদ্সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ ফযিলত

সূরা ফালাকের বাংলা অর্থঃ

পরম দয়ালু, দয়াময় আল্লাহর নামে শুরু করছি।

১. আমি প্রভাতের স্রষ্টার নিকট আশ্রয় প্রার্থনা করি।
২. তিনি যেসব সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে
৩. গভীর রাতের অনিষ্ট থেকে।
৪. এবং গিরায় ফুৎকার দেওয়া নারীদের (জাদুকারিনীদের) অনিষ্ট থেকে।
৫. এবং হিংসুক যখন হিংসা করে তখন তার অনিষ্ট থেকে।

Read More >>  রিজিক নিয়ে উক্তি

Read more: দোয়া ইউনুস

সূরা ফালাক এর ফজিলত :

আল কুরআনের ১১৪ সূরার মধ্যে সূরা ফালাক অত্যন্ত ফযিলতপূর্ণ একটা সূরা। বিশেষ করে শয়তানের যাবতীয় কুমন্ত্রণা ও জাদুটোনাকারীর অনিষ্ট হতে বাঁচতে সূরা ফালাকের আমল খুবই কার্যকরী। তাছাড়া সকাল-সন্ধ্যায় (ফজর ও মাগরিব নামাজের পরে ৩বার ও বাকি ৩ সময়ে ১বার করে) সূরা ইখলাস ও সূরা নাসের সাথে এই সূরা নিয়মিত আমল করলে ছোটো খাটো সকল বিপদাপদ দূর হয়ে যায়।

আল্লাহ তায়ালা সব কিছুর স্রষ্টা। এই সূরার মাধ্যমে তার অংসখ্য সৃষ্টির মধ্যে হিংস্র, বিষাক্ত ও ক্ষতিকারক সৃষ্টি, রাতের বিপদ তথা রাতে চোর, ডাকাত, জ্বিন-শয়তান, জাদুকর নরনারী এবং হিংসুকের হিংসার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য রাতকে দিনে, দিনকে রাতে প্রবেশকারী একমাত্র আল্লাহ তায়ালার নিকটই আশ্রয় প্রার্থনার কথা বলা হয়েছে। তাই আমাদের ঈমান মজবুত করতে একমাত্র আল্লাহর নিকটই আশ্রয় চাইবো। ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *