ফুল নিয়ে কবিতা

ফুল নিয়ে কবিতা ( Bangla poem about flower ): এখানে ৪ টি সেরা ফুল নিয়ে কবিতা ছন্দ দেয়া হয়েছে । আমরা এর আগে ফুল নিয়ে উক্তি দিয়েছি । তাই এবার ফুল সম্পর্কিত কবিতা দিয়ে এই পোস্ট টি দেয়ার চেষ্টা করছি । নিচে যে চারটি ফুলের কবিতা দিয়েছি, এগুলো লিখেছেন সাকিসেফ উম্মে ফাতেমা । উনার লেখা কবিতা আসলেই অনেক সুন্দর । পরে দেখুন ।ফুল নিয়ে কবিতা

ফুল নিয়ে কবিতা :

পুষ্পকাহন

পুষ্পরথ সাজাবো সখী, হবো তোমার কৃষ্ণ
সপ্তরঙের পদ্ম পানে হৃদয় হবে উষ্ণ,
প্রেমের অঞ্জলি যতো লুটাবো চরনে
পুষ্পবৃষ্টি ঝরাবো দেখো তোমায় বরনে।

কুঞ্জবনে প্রতিক্ষাতে কাটবে যখন প্রহর
মুখের পানে চেয়ে মনের ভাব হবেনা ঠাওর,
পুষ্পসাজে মান ভাঙাবে প্রিয়দর্শিনী
পুষ্পবানের আঘাত এমন করবে বুঝিনি।

পরিস্ফুটন হবে প্রেমের পুষ্পরেণুর মতো
ধীরেধীরে মিলিয়ে যাবে পুষ্পশরের ক্ষত,
পদ্মাবতী রূপে তুমি, আমি হবো কানাই
পদ্মপাতায় পুষ্পরসে প্রনয়কাব্য বানাই।

ফুলের বন্দনা

ফুল মানে পবিত্রতা, প্রতীক শুভ্রতার
ফুল মানে কোমলতা, সুভাস আছে যার;
ফুলের পানে মোহ জাগে, অন্তরে লিপ্সা
তবুও তার মাঝেই বিরাজমান সকল শুদ্ধতা।

Read More >>  ফাল্গুন নিয়ে ক্যাপশন

ভ্রমর আসে মধু পানে, সুগন্ধ তার বেশ
হরেক রঙে রঙ্গিন তাকে দেখতে লাগে বেশ;
সৌন্দর্যতার প্রতীক সে তো, যেন তেজস্বী
তার পানে হার মানবে সকল উর্বশী।

ফুলের মাঝেই নিদর্শিত ভালোবাসার রূপ
তার মাঝেই আকৃষ্টতা, চতুর্দিক চুপ;
ফুলের অনেক গুনের সাথে উপাচারও আছে
তাইতো তার হয় তুলনা সকল ভালোর কাছে।

চেতনার প্রতিরূপ

হিজলফুলের মাদকতাময় তুমি
কাঠগোলাপের স্নিগ্ধতামাখা প্রেমী,
রাতের বেলায় হাস্নাহেনার সুবাস
জুই-বেলির সৌরভমাখা আবাস।

বাদলা দিনে কদম এনে চলবো দশকদম
অভিমানে নিজের সাথে পলাশ বনে রোদন,
ডুব সাতারে আনবো তুলে শাপলা শালুক যতো
নাম না জানা পাহাড়িফুলে তোমায় দেখার ব্রত।

কাঠগোলাপের সাদার মায়ায় আমরা যাবো ভেসে
স্বপ্নেরা সব উড়াল দেবে নীলকমলের দেশে,
কৃষ্ণচূড়ার থরে থরে সাজাবো স্মৃতির থালি
শেষ বিদায়ে সন্ধ্যাতারায় সাজিও পুষ্প ডালি।

ফুল বৃত্তান্ত

উৎসব মানেই চতুর্দিকে ফুলের ছড়াছড়ি
সৌন্দর্যতে খাদ হবে না ভীষণ কড়াকড়ি,
শোকের দিনেও ফুলের ডালি সাজিয়ে রাখা চাই
ফুল ছাড়া কোথাও যেন যাওয়ার উপায় নাই।

পুষ্পবৃষ্টি দেখতে সবার বড্ড ভালো লাগে
ফুলের পানে দৃষ্টি মেলতেই পূর্নতা যে জাগে,
ফুলের সাথে তুলতে ছবি সবাই বড় ব্যস্ত
সাজটা এদিক ওদিক হলেও সবাই বড় ত্রস্ত।

Read More >>  সন্ধ্যামালতী ফুল নিয়ে ক্যাপশন

ফুলের সজ্জা রমনীদের বড়ই কামনীয়
ফুলের গুনেই তারা বুঝি এমন নমনীয়
তাইতো প্রেমের আবেদনেও ফুলের চল চলে
ফুল যেন বিনা ভাষায় হাজার কথা বলে।

ফুল নিয়ে প্রেমের কবিতা :

ফুল বাগিচার প্রেম

আমাদের প্রেম বেধেছিলাম রঙিন ফুলের মালায়
দুজন মিলে করবো দেখা ভরা পূর্ণিমার আভায়।
তোমার হাতে আমার হাতটি থাকবে যখন মিশে
ফুলের গন্ধ আসবে তখন ভরা পূর্ণিমার দেশে।
তুমি হাসবে, আমি হাসবো, হাসবে চঁাদের বুড়ি
দুজন মিলে কাটবো তখন প্রেমের সুরসুরী।
বাঁকা চোখের চাহনিতে মায়া যে কত তোমার
চুলের খোপায় ফুল গুজে দিয়ে দেখি শতবার।
যত কথা জমা আছে মনের মণি কোঠায়
কইবো কথা দুজন মিলে ফুলেরও বাগিচায়।

ফুলের প্রেম

প্রথম দিনের প্রেমের প্রস্তাব মনে পড়ে খুব
যতন করে, বাবু সেজে দিলাম লজ্জা গঙ্গায় ডুব। হাতেফুল একগাদা,
সামনে যেতে তোমার পরছে মনে বাঁধা।
ঠিক তখন গোধূলির বেলা,
আকাশের রং ফিকে হয়ে যায়,
ফুলবাগানে হাজার ভ্রমর প্রেমের গান গায়।
রজনী কালো ক্যাশে তোমার, চাইলাম দিতে ফুল
এই চাওয়াটাই আমার হলো কাল রাত্রির ভুল।
বড় বড় চোখ করে বুঝিয়ে দিলে তুমি,
হবো না আমি কোনদিনও তোমার প্রাণের সখী।
ছিল মনে ভয়, তবে কি হবে না প্রেমের পরিণয়?
স্বপ্নে ছিলাম বিভোর, মনে বাজতো প্রেমের নানান সুর।
আমাদের প্রেমে অবশেষে ফুটল কোমল নুর।

Read More >>  নদীর কবিতা

ফুলের শপথ

এলোমেলো চুল উড়িয়ে যাচ্ছ তুমি চলে
প্রেমের ঘন্টা বাজে বুকে মিষ্টি করুন সুরে।
ফুলের বুকে কালো ভ্রমর যেমন করে উড়ে
আমি তেমন ঘুরতে চাই,তোমার মনের ঘরে।
সুরে সুরে গাইবে পাখি তোমার নাম ধরে
বলবে তোমায় আমার কথা রেখো তুমি মনে।

ফুলের ডালা সাজিয়ে তারা ডেকে হবে পাগলপারা
না পাই যদি তোমার দেখা আমি বন্ধু যাব মারা।
ফুলের মধু যেমন করে মৌমাছিরা খায়
প্রেমের সুধা চাইগো আমি নির্জন নিরালায়।
নানান রঙের ফুলগো বন্ধু লাল,সাদা আর হলুদ কালো
তোমার রুপের জ্যোতির কাছে ফুলের জ্যোতি হার মানিলো।
কেমন করে করো বন্ধু প্রেমের প্রত্যাখ্যান
ফুল বাগিচায় রচিত হবে আমাদের উপাখ্যান।
তুমি আমি দুজন মিলে বাঁধবো ফুলের ঘর
কথা দিলাম কোনদিনও হবো না তোমার পর।

You May Also Like

About the Author:

I am Md Habibur Rahman Sohel. Like to read and write all kinds of bangla content. Mostly like bangla caption, status, poem, quotes and sms.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *