ফুল নিয়ে কবিতা

ফুল নিয়ে কবিতা ( Bangla poem about flower ): এখানে ৪ টি সেরা ফুল নিয়ে কবিতা ছন্দ দেয়া হয়েছে । আমরা এর আগে ফুল নিয়ে উক্তি দিয়েছি । তাই এবার ফুল সম্পর্কিত কবিতা দিয়ে এই পোস্ট টি দেয়ার চেষ্টা করছি । নিচে যে চারটি ফুলের কবিতা দিয়েছি, এগুলো লিখেছেন সাকিসেফ উম্মে ফাতেমা । উনার লেখা কবিতা আসলেই অনেক সুন্দর । পরে দেখুন ।ফুল নিয়ে কবিতা

ফুল নিয়ে কবিতা :

পুষ্পকাহন

পুষ্পরথ সাজাবো সখী, হবো তোমার কৃষ্ণ
সপ্তরঙের পদ্ম পানে হৃদয় হবে উষ্ণ,
প্রেমের অঞ্জলি যতো লুটাবো চরনে
পুষ্পবৃষ্টি ঝরাবো দেখো তোমায় বরনে।

কুঞ্জবনে প্রতিক্ষাতে কাটবে যখন প্রহর
মুখের পানে চেয়ে মনের ভাব হবেনা ঠাওর,
পুষ্পসাজে মান ভাঙাবে প্রিয়দর্শিনী
পুষ্পবানের আঘাত এমন করবে বুঝিনি।

পরিস্ফুটন হবে প্রেমের পুষ্পরেণুর মতো
ধীরেধীরে মিলিয়ে যাবে পুষ্পশরের ক্ষত,
পদ্মাবতী রূপে তুমি, আমি হবো কানাই
পদ্মপাতায় পুষ্পরসে প্রনয়কাব্য বানাই।

ফুলের বন্দনা

ফুল মানে পবিত্রতা, প্রতীক শুভ্রতার
ফুল মানে কোমলতা, সুভাস আছে যার;
ফুলের পানে মোহ জাগে, অন্তরে লিপ্সা
তবুও তার মাঝেই বিরাজমান সকল শুদ্ধতা।

ভ্রমর আসে মধু পানে, সুগন্ধ তার বেশ
হরেক রঙে রঙ্গিন তাকে দেখতে লাগে বেশ;
সৌন্দর্যতার প্রতীক সে তো, যেন তেজস্বী
তার পানে হার মানবে সকল উর্বশী।

ফুলের মাঝেই নিদর্শিত ভালোবাসার রূপ
তার মাঝেই আকৃষ্টতা, চতুর্দিক চুপ;
ফুলের অনেক গুনের সাথে উপাচারও আছে
তাইতো তার হয় তুলনা সকল ভালোর কাছে।

চেতনার প্রতিরূপ

হিজলফুলের মাদকতাময় তুমি
কাঠগোলাপের স্নিগ্ধতামাখা প্রেমী,
রাতের বেলায় হাস্নাহেনার সুবাস
জুই-বেলির সৌরভমাখা আবাস।

বাদলা দিনে কদম এনে চলবো দশকদম
অভিমানে নিজের সাথে পলাশ বনে রোদন,
ডুব সাতারে আনবো তুলে শাপলা শালুক যতো
নাম না জানা পাহাড়িফুলে তোমায় দেখার ব্রত।

কাঠগোলাপের সাদার মায়ায় আমরা যাবো ভেসে
স্বপ্নেরা সব উড়াল দেবে নীলকমলের দেশে,
কৃষ্ণচূড়ার থরে থরে সাজাবো স্মৃতির থালি
শেষ বিদায়ে সন্ধ্যাতারায় সাজিও পুষ্প ডালি।

ফুল বৃত্তান্ত

উৎসব মানেই চতুর্দিকে ফুলের ছড়াছড়ি
সৌন্দর্যতে খাদ হবে না ভীষণ কড়াকড়ি,
শোকের দিনেও ফুলের ডালি সাজিয়ে রাখা চাই
ফুল ছাড়া কোথাও যেন যাওয়ার উপায় নাই।

পুষ্পবৃষ্টি দেখতে সবার বড্ড ভালো লাগে
ফুলের পানে দৃষ্টি মেলতেই পূর্নতা যে জাগে,
ফুলের সাথে তুলতে ছবি সবাই বড় ব্যস্ত
সাজটা এদিক ওদিক হলেও সবাই বড় ত্রস্ত।

ফুলের সজ্জা রমনীদের বড়ই কামনীয়
ফুলের গুনেই তারা বুঝি এমন নমনীয়
তাইতো প্রেমের আবেদনেও ফুলের চল চলে
ফুল যেন বিনা ভাষায় হাজার কথা বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x