মিস করার এসএমএস মেসেজ নিয়ে আমাদের আজকের পোস্ট । আমরা প্রতিনিয়ত কাউকে না কাউকে মিস করি । কারন আমরা মানুষের এটি একটি অন্যতম বৈশিষ্ট্য । বিশেষ করে প্রিয় মানুষগুলোকে মিস করে না পৃথিবীতে এমন মানুষ নেই বললেই চলে । আমাদের সবার এক বা একাধিক প্রিয় মানুষ থাকে । আর আমরা প্রায় সময় তাদেরকে অনেক মিস করি । তাই আমরা এখানে নিয়ে এলাম প্রিয়জনকে মিস করার অনেকগুলো এসএমএস । আসুন তাহলে দেখে নেয়া যাক সেই এসএমএস এবং স্ট্যাটাস গুলো ।
মিস করার এসএমএস :
১. তোমাকে মিস করাটা আজকাল যেন একটা রুটিনের মত হয়ে গেছে। প্রতিদিনই একটা নির্দিষ্ট সময় তোমার কথা খুব মনে পড়ে।
২. প্রথমবার যখন তোমাকে মিস করতে শুরু করি, তখনই মনে হয়েছিল আমার বুঝি সর্বনাশের সূচনা হয়ে গেল।
৩. প্রিয়জনকে মিস করাটা এই পৃথিবীতে সবচেয়ে জ্বালাময়ী কোন অনুভূতি। একটা হৃদয় পুড়ছে অথচ কেউ জানতেও পারছে না।
৪. লাল আমার এই হৃদয়ের হাল। তোমাকে মিস করি বলেই আমার হৃদয়ে এত রক্ত ক্ষরণ হয়।
৫. আমাকে যদি মিস করো তাহলে অবশ্যই আমার সামনে এসে সেটা জাহির করো। তাহলে অন্তত আমি বুঝতে পারবো তুমি আমি একই দহনে পুড়ছি।
৬. বালিকা আমি তোমাকে মিস করি কারণ তুমি আমার প্রেমের পদ্ম নিয়ে বসে আছো। কোন পদ্মাসনে বসে আছো তুমি?
৭. তোমার ওই রোদ্দুর হাসিটা খুব মিস করি। এই রোদ ছোয়া হাসি দিয়ে তুমি আমার হৃদয়টাকে এলোমেলো করে দিয়েছো।
৮. কোথায় আমার আজ ঘুম হারালো? কেন এত মিস করছি তোমাকে? বোঝো তুমি কতটা কষ্ট হচ্ছে আমার।
৯. তোমাকে মিস করি বলেই হাজারো লোকের ভিড়ে এখনো তোমাকে খুঁজে ফিরি। তোমার স্মৃতি হাতে তোমার সবটুকু মনে রাখার চেষ্টা করি।
১০. তোমাকে মিস করতে করতেই হয়তো একদিন আমার সর্বস্ব হৃদয় হারিয়ে ফেলবো। তোমার প্রেমে কাঙাল হয়ে না হয় বাকিটা সময় পার হয়ে যাবে।
প্রিয় মানুষকে মিস করার মেসেজ :
প্রিয় মানুষকে মিস করার এসএমএস তো অনেক গুলো পড়া হলো । এবার আসুন তাহলে দেখে নেই কিছু মেসেজ । আপনি হয়তো আরো কিছু মেসেজ খুঁজছেন । তাই এখানে আমরা আরো কিছু নতুন নতুন এসএমএস বা মেসেজ দিয়েছি আপানাদের জন্য । আশাকরি অনেক ভালো লাগবে । যাহোক পড়ে দেখা যাক তাহলে ।
১. তোমাকে মিস করি আর জোছনা রাত আমার সাথে জাগে। কি দায়বদ্ধতা নিয়ে বেঁচে আছি বলো তো!
২. তোমাকে ভীষণ রকম মিস করছি। তাই হয়তো তোমার ভুলগুলো ফুল হয়ে আমার হৃদয়ের ছবি এঁকেছে।
৩. কতশত মুহূর্ত পার হয়ে গেল অথচ তোমাকে দেখিনা। কতটা মিস করছি তোমাকে।
৪. তোমাকে মিস করতে করতে বড্ড ক্লান্ত হয়ে গেছি আমি। আজন্ম অপেক্ষার পর তুমি এলে।
৫. কোন এক সময় শত বছরের প্রেমে হাজারো মুহূর্তের অপেক্ষা থাকতো। কিন্তু এই সময়ে ঠিক প্রাচীনকালের অদম্য প্রেমের টানের মতই আমি তোমাকে মিস করি।
Read More:>>> বউকে রোমান্টিক মেসেজ
৬. কত সাধনায় কত আরাধনায় তোমাকে মিস করে চলেছি। তার সিকিভাগও তুমি যদি বুঝতে তাহলে আমি ধন্য হতাম।
৭. মাঝে মাঝে মনে হয় আমাদের সম্পর্কটাতে আমি একাই দাঁড়িয়ে আছি। তুমি যেন অনেক দূরে তাই হয়তো আমি তোমাকে খুব মিস করি।
৮. এক মুঠো গোলাপ আর ওই নীল আকাশ, আকাশের ঔ চাঁদ অথবা এই রাত। সব উপলক্ষ্যতেই আমি যেন তোমাকে খুব বেশি মিস করি।
৯. এক মহাসমুদ্র হৃদয় নিয়ে তোমাকে মিস করছি এখন। তুমি কখন আসবে? এসে আমাকে পূর্ণ করবে।
১০. আমি প্রচন্ড মিস করছি তোমাকে। এই অবুঝ হৃদয় কে কি করে বোঝাবো? তোমাকে এখন আর পাওয়া যায় না।
১১. আপনার আশেপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও আপনি যদি বিশেষভাবে কাউকে মিস করেন। তাহলে অভিনন্দন আপনি প্রেমে পড়েছেন।
১২. তোমাকে মিস করাটা আমার ব্যর্থতা নয় বরং অজেয় শক্তি। এই শক্তি শুধু আমার।
শেষ কথা :
প্রিয় বন্ধুরা আমাদের এখানে চেষ্টা করেছি মিস করার এসএমএস ও মেসেজ গুলো দিতে । আশাকরি আপনি যেমনটা চেয়েছেন । তেমনটা পেয়েছেন । আমরা সব সময় আপনাদেরকে নতুন ও সুন্দর লেখা গুলো উপহার দিতে চাই । তাই আশাকরি আপনারা এখানে সবচেয়ে ভালো মানের লিখা গুলো পেয়ে যাবেন । তাই সময় থাকলে আমাদের নিচের পোস্ট গুলো পড়ে দেখার অনুরোধ রইলো । ধন্যবাদ ।