আকাশ নিয়ে কবিতা (bangla poem about sky ): প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন কিছু কবিতা নিয়ে এলাম । যেগুলো আকাশ সম্পর্কিত । অনেকেই আকাশ দেখতে অনেক পছন্দ করেন, আর আকাশ নিয়ে কবিতা পড়তে পছন্দ করেন । তাদের জন্য এই কবিতা গুলো দিলাম । কবিতা গুলো লিখেছেনঃ সাকিসেফ উম্মে ফাতেমা ।
আকাশ নিয়ে কবিতা
আমার আকাশ
গগন পানে চেয়ে দেখি, সার বেধেছে পাখি
গন্তব্যটা বহু দূরে, অনেক যে পথ বাকি।
সূর্য্যি মামার তেজ যে ভীষন, দাড়িয়ে থাকা দায়-
শব্দ করে উড়োজাহাজ- আপন পথে যায়।
মেঘেরা সব যায় যে ভেসে, ইচ্ছে ছুয়ে দেবো
পাহাড়েতে গেলে জানি মেঘের ছোয়া পাবো।
আকাশটা মিশছে যেথায়- অথৈই সমুদ্দুর
নীল জলে ঝলকে উঠে সোনালী রোদ্দুর।
আকাশ ছোয়ার ইচ্ছে ভীষণ, হতেম যদি ঘুড়ি!
সীমাহীন বিশালতার মায়াবী আকাশপুরী।
মেঘ ফুড়ে উড়ে গেলেও যায়না ছোয়া জানি
তবু আকাশ পানে চেয়ে আমার হরেক পাগলামি।
একই বুকে এতো রূপ আরতো কোথাও নাই
তোমার পানেই কল্পনারা ঠিকানা খুজে পাই।
বিশালতার শিক্ষা দেও, মহান তুমি জানি
তোমার পানে চেয়ে আমার বাড়ে আত্মগ্লানি।
বিষন্ন সময়
আকাশটা আজ বিষন্ন যে,
মেঘ করেছে কালো-
বিষন্নতায় মন ভরেছে
ক্যামনে লাগে ভালো?
মেঘলা আকাশ সূর্য্যি ঢাকে,
মনখারাপের চিঠি লিখে,
বৃষ্টি তোমার নিমন্ত্রণ
তোমার মাঝেই ক্ষতের যতন।
অভিমানে আধার দিলে,
ফিরবে পাখি আপন নীড়ে
তোমার মাঝে পূর্নতা পাই-
শূন্যতাদের ভীড়ে।
দেখতে চায় রোদের হাসি
আকাশ তোমায় ভালোবাসি।
সাঝের বেলায় অভিমান
তোমায় দেখে কাতর প্রান।
গোমড়া মুখে আর থাকা নয়
এবার হাসি চাই,
বিশাল তোমার মাঝেই যেন
আপন আলয় ঠিক খুজে পাই।
আরো আছেঃ নদীর কবিতা
পূর্ণিমা
শুল্কপক্ষের আগমনে চাঁদ হেসেছে বেশ
উত্তাপহীন নরম আলোয় পূর্নিমারই রেশ।
সময়ের সাথে সাথে রূপের বদল ঘটে
জোসনা রাত মায়াবী বড়, চিত্রত হয় পটে।
আকাশটাকে যত্নে দেখি- টেলিস্কোপটা চোখে
নক্ষত্রদের ছড়াছড়ি দূর আকাশের বুকে।
শুকতারাটা সবাই চেনে- ধ্রুবতারাটা পাশে
সপ্তর্ষিটা তারই পাশে অবাক করে ভাসে।
গাছের শাখে ডাকে পেচা, শিকারের অপেক্ষা
নিদ্রাহীনদের ব্যাস্তভাবে ভোরের প্রতিক্ষা।
আকাশ পানে চেয়ে চেয়ে চক্ষু আসে মুদে
চাদনী আকাশ উদাসী করে, ভাসি স্মৃতির ক্লেদে।
বালুঘড়ির চক্রে পড়ে, রাতের হয় শেষ
পূব আকাশে সূর্যের উকি, দেখতে লাগে বেশ
লালাভ ওই আকাশটারে বড় আপন লাগে
রাতপ্রহরী ঘুৃমতে যায়, জ্ঞানীরা সব জাগে।
নীলিমায় ভালোবাসা
নীল আকাশের পানে চেয়ে, প্রেমিক হতে ইচ্ছে জাগে;
মেঘের মতো গোস্বা করে, বৃষ্টি হয়ে ঝড়বো রাগে।
শরৎ কালের মেঘের মতো প্রেমের ভেলায় ভাসবো,
রাঙ্গিন স্বপ্ন গায়ে মেখে, পাখির মতো উড়বো।
জোসনা রাতে নদীর তটে তোমার সাথে হাটাবো
আকাশ পানে চেয়ে আমি প্রেমের ছবি আকবো
কবি হয়ে কাব্যে লেখা, তোমার প্রেমে ডুবে থাকা
তুমিই আমার আকাশ প্রিয়, তোমার নামেই স্বপ্ন দেখা।
তারার মতো দীপ্তি দেবো, বাসবো ভালো খুব
তোমার যতো বিশালতায় খুব যে দেবো ডুব,
আকাশের বুকে আমাবস্যা যদিও দেখা যায়
তোমার জীবন পূর্নিমাতে ভরিয়ে দেবো হায়।