বিদায় অনুষ্ঠানের ছন্দ

Rate this post

বিদায় অনুষ্ঠানের ছন্দ ও কবিতা । বিদায় অনুষ্ঠানে উপস্থাপন করার জন্য এই ছন্দ কবিতা গুলো নিয়ে এলাম । আশাকরি অনেক ভালো লাগবে এই ছন্দ গুলো । তো চলুন তাহলে দেখে নেয়া যাক ছন্দ বা কবিতা গুলো ।

বিদায় অনুষ্ঠানের ছন্দ কবিতা :

১. দেহকে জানাই চির বিদায়
অনেকেই তো ছিল এ যাত্রায়
আমি এখন বাতাসে ভাসব নির্দ্বিধায়।

২. আমাদের দেখা হয়েছিল রঙিন ধুলো কুড়োতে গিয়ে
অনেক বেলা কেটেছে পুতুল খেলে
জীবনের ছুটি ফুরিয়ে যাবার পরে
বিদায় নিতে আমার কাছে এলে!

৩.
ভাঙ্গে, ভাঙ্গে, সবই ভাঙ্গে
বদলে যায় দিন, মাস, বছর
কেলেন্ডারের তারিখ পাল্টায়।
পাল্টে যায় মানুষ, মানুষের মনের সমীকরণ।
এভাবেই বিদায় নেয় আরো একটি বছর৷

Read More >>  হৃদয় নিয়ে উক্তি

৪.
খুবই বিষন্ন এক বিকেলে আমি বিদায় নিবো
হঠাৎ শালিকের সাথে দেখা হলে গান শোনাবো,
কেউ দেখুক বা না দেখুক, আমি চলে যাবো
আড়াল থেকে তোমার শুধু ভালবাসবো।

আরো পড়ুনঃ বাংলা কবিতা ক্যাপশন

৫.
একবার ভেবেছিলাম তোমাকে ছেড়ে যাব
‘ বিদায় প্রিয় ‘ বলে পথ হারাবো
তখনই তোমার মিষ্টি ঠোঁটের ওঠা নামার কথা মনে পড়ে
তাই বারবার ফিরে আসি তোমার বাহুডোরেবিদায় অনুষ্ঠানের ছন্দ ও কবিতা

৬.
কিছু বন্ধুত্ব শেষ হয়েও শেষ না
মনের গহীনে মিশে থাকে অতল হিয়ায়
তাই, আমার হৃৎস্পন্দন ছুঁয়ে থাকা বন্ধুদের বলছি
বিদায়, বন্ধু বিদায়।

৭.
মনে আছে সে বিদায় বেলার কথা?
উঠোন ভর্তি মানুষ, পড়ছে কোরান সেথা
কেউ কেউ কাঁদছে তখন
কিন্তু ভুলে গেছে এখন৷

Read More >>  রাত নিয়ে কবিতা

৮.
আসলেই কি বিদায় নেওয়া যায়?
তুমিও কি আজ ভুলে গেছো আমায়?
কই আমি তো ভুলতে পারি না,
শতবার ফিরে আসে অতীতের ভাবনা৷

৯.
তুমি কি বিদায় নিলে
নাকি বাহানা খুঁজছিলে?
আমি খুবই বোকা ছিলাম
শুধু ভালোবাসতে চেয়েছিলাম।

১০.
বিদায়ের সেহনাই বাজছে
কথাগুলো ফুরিয়ে আসছে
হয়ত এ শহরে গোলাপ ফুলের বড্ড অভাব
একটু ভালবাসা পেলেই হারিয়ে যাওয়া আমার স্বভাব

১১.
যতক্ষণ ভাঙা যায় ভেঙ্গেছি
যতটুকু দূরে থাকা যায় থেকেছি
যেখানে হারিয়ে যাওয়া যায় হারিয়েছি
বিদায়টা আজ তবে এভাবেই হোক।

১২.
শেষমেশ হেরফের হলো আমাদের সবকিছু
শুধু ঠিক থাকলো বিদায় নেওয়ার পালা
আমার বিদায়ে তুমি নেই, তোমার বিদায়ে আমি নেই।
এমন তো কথা ছিল না বলা।

Read More >>  জারুল ফুল নিয়ে ক্যাপশন

১৩.
মন চায় না দিতে বিদায়
কিন্তু আমরা সত্যিই বড় নিরুপায়
সময় চলে যাচ্ছে সময়ের মত
মনে করে দেখো স্মৃতি আছে কত!

১৪.
আজ আকাশেরও মন ভাল নেই
সাদা মেঘ গুলো কালো হয়ে উঠেছে
আজ তবে থাক, পরে ভালোবেসো
বিদায় মেঘ, কাল আবার এসো।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *