ক্রিকেট খেলা নিয়ে কবিতা টি লিখেছেন, কাজী সাইফুল ইসলাম । যেটি মানবজমিন পত্রিকায় প্রকাশিত হয়েছে । এটি মূলত ২০২১ সালের আগস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয়ের পর লিখেন তিনি । কিছু টা মজা করেই লেখা হয়েছে কবিতা টি ।
ক্রিকেট খেলা নিয়ে কবিতা :
বাংলার টাইগার
কাজী সাইফুল ইসলাম
ক্যাঙারু তুমি দুই পায়ে লাফাও
দৌড়ে করো বাজিমাত?
কি হবে পরিনাম ভাবোনি মোটেও
টাইগাররা করবে কুপোকাত!
এরপর যতো আসিবে হাতি ঘোড়া
হাঙর ভালুক কুমিরের দল,
টাইগারের থাবায় মাটিতে মিশিবে
হাড় মাংশ হইবে জল।
বাংলার টাইগার কাউকে ছাড়েনা
ধারালো নখরে দলায়,
সুযোগ বুঝিয়া ব্যাটের আঘাতে
করিবে ধবল ধোলাই।
বাহুর শক্তিতে বলের আঘাতে
করিবে বোল্ড আউট,
ক্যাচের কারিশমায় রানের গতিতে
হইবে অল আউট।